২০২০ সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নতুন উপবৃত্তি বিজ্ঞপ্তি
২০২০ সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নতুন উপবৃত্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
২১ জুলাই ২০২০ তারিখে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি ২০২০ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নতুন উপবৃত্তি তে অন্তর্ভুক্তি বিষয়ে একটি পরিপূর্ণ গাইডলাইন প্রকাশ করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে আগামী ৩১ আগষ্ট ২০২০ তারিখের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তার অফিসে উপবৃত্তির নির্বাচিত শিক্ষার্থীর তথ্য প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি কর্তৃক প্রদত্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এসইডিপি এর আওতাভুক্ত সমন্বিত উপবৃত্তি কর্মসূচী কার্যক্রম ২০১৯-২০২০ অর্থবছর শুরু হয়েছে।
এ কর্মসূচির আওতায় ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর বেতন মওকুফ, উপবৃত্তি প্রদান ও অন্যান্য সুবিধাদির হার নির্ধারিত থাকলেও শিক্ষার্থী নির্বাচনের পদ্ধতি অনুমোদিত অপারেশন ম্যানুয়াল অনুসরণের বিষয়ে প্রোগ্রাম ডকুমেন্ট উল্লেখ রয়েছে।
কিন্তু উক্ত ম্যানুয়াল প্রস্তুত ও অনুমোদন মাঠ পর্যায়ে প্রেরণ অনলাইনে শিক্ষার্থীর তথ্যে এন্ট্রি, তালিকা প্রক্রিয়াকরণ ইত্যাদি কাজ সময় সাপেক্ষ বিধায় অর্থবছরে উপবৃত্তি বাস্তবায়নের জন্য অপারেশন ম্যানুয়াল চূড়ান্ত না হওয়া পর্যন্ত উপবৃত্তি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে জারিকৃত নীতিমালার আলোকে শিক্ষার্থীর নির্বাচন পদ্ধতি নির্ধারণ করা হলো।
২. কর্মসূচি এলাকা: মেট্রোপলিটন ও জেলায় সদরের পৌর এলাকা ব্যতীত দেশের অন্যান্য এলাকার সাধারণ বিদ্যালয় ও মাদ্রাসা। তিনটি পার্বত্য জেলা সদরের পৌর এলাকার সমূহের উপবৃত্তির আওতায় থাকবে।
৩. দারিদ্রতার ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন পদ্ধতি: ৩১ জনুয়ারি ২০২০ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে (সাধারণ ও মাদ্রাসা) ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রের ২০% এবং মোট ছাত্রের ৪০% হারে সুবিধাভোগী শিক্ষার্থী নির্বাচন করে উপবৃত্তি বিতরণ করতে হবে।
সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে অপেক্ষাকৃত দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মধ্যে ক্রাইটেরিয়া অনুসারে বাছাই করতে হবে।
তবে অনগ্রসর এবং সুবিধাবঞ্চিত নিম্নবর্ণিত ৪২ টি উপজেলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত ১০০% শিক্ষার্থী (উপজেলা স্থায়ী নাগরিক) এই কর্মসূচির সুবিধাভোগী হবে।
৪। নতুন শিক্ষার্থী অন্তর্ভুক্তি: ষষ্ঠ শ্রেণি ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় হতে আগত নবম শ্রেণীতে প্রাপ্যতা সাপেক্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য অন্তর্ভুক্ত হতে পারবে। অন্য কোন শ্রেণীর শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য অন্তর্ভুক্ত করা যাবে না।
৫। সুবিধা সমূহ: বর্তমান সরকার সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় জুলাই ২০১৯ থেকে নিম্নোক্ত হারে শ্রেণীভিত্তিক অনুযায়ী উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে:
- ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা মাসিক ২০০ টাকা হারে এক বছরে মোট ২৪০০ টাকা পাবে। এর মধ্যে প্রতি মাসে ৩৫ টাকা টিউশন ফি হিসেবে ১২ মাসে শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রদান করা হবে ৪২০ টাকা। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা টিউশন ফিসহ এক বছরে মোট উপবৃত্তি পাবে ২৮২০ টাকা।
- অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা মাসে ২৫০ টাকা হারে এক বছরে ৩০০০ টাকা উপবৃত্তি পাবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানকে দেওয়া হবে ৩৫ টাকা করে টিউশন ফি।
- নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা হারে এক বছরে ৩৬০০ টাকা উপবৃত্তি এবং এককালীন পরীক্ষার ফি বাবদ ১০০০ টাকা দশম দশম শ্রেণির শিক্ষার্থীরা পাবেন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানকে টিউশন ফি দেওয়া হবে ৫০ টাকা হারে।
৬। টিউশন ফি মওকুফ: সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অনুকূলে স্কিম ডকুমেন্ট মোতাবেক নির্ধারিত হারে টিউশন ফি প্রদান করবে সরকার। উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিকট হতে কোনোক্রমেই টিউশন ফি আদায় করা যাবে না।
৭। উপবৃত্তি প্রাপ্তির জন্য যোগ্য শিক্ষার্থী নির্বাচনের মানদন্ড (বিস্তারিত পড়ুন)
সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে রাখুন
আরও পড়ুন-
- কোন কোন জেলায় উপবৃত্তি শতভাগ জেনে নিন।
- উপবৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচনের পদ্ধতি জেনে নিন।
- উপবৃত্তি যোগ্য শিক্ষার্থী নির্বাচনের জন্য কমিটি গঠন পদ্ধতি।
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
জনাব,
আমার স্থানীয়একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী উপবৃত্তি পায় তাদের কাছ থেকে বেতন আদায় করা হচ্ছে।
শিক্ষার্থীরা বেতন দিতে অসম্মতি জানালে তাদের কে চাপ সৃষ্টি করা হচ্ছে।
ইহা কি আইন সম্মত?
এই সম্পর্কে দয়া করে জানাবেন।
Yidfjo fhjitdgh