সমন্বিত উপবৃত্তি ফরম: ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির নতুন শিক্ষার্থী অন্তর্ভূক্ত করণ
সমন্বিত উপবৃত্তি ফরম: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে ২০% ছেলে ও ৪০% মেয়ে কে সমন্বিত উপবৃত্তি কার্যক্রমের আওতায় অন্তর্ভৃক্ত করে আগামী ৩১/০৮/২০২০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন মাউশি;
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৩১ জুলাই ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিটি পড়ুন ও ডাউনলোড করুন
এদিকে সমন্বিত উপবৃত্তি কার্যক্রম নতুন বিধায় ফরম ও ম্যানুয়াল নিয়ে দ্বিধায় আছেন দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো;
বাংলা নোটিশ ডট কম এর আজকের আয়োজন সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর আওতায় নতুন শিক্ষার্থী অন্তুর্ভুক্তির বিভিন্ন ফরম; এই ফরমগুলো আপনার চাইলে কম্পিউটারে সম্পাদন করে ব্যবহার করতে পারবেন এবং পিডিএফ থেকে প্রিন্ট করে হাতে লিখেও প্রিন্ট করতে পারবেন।
আপনাদের নিকট অনুরোধ থাকবে অবশ্যই আপনার বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজ ফলো ও লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনার প্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেয়ে যান;
[spacing size=”10″]১. SESF-1 (SACF) ফরম (নতুন শিক্ষার্থী আবেদন ও সম্মতি ফরম): এই ফরমটিতে শিক্ষার্থীদের মূল্য তথ্য বিস্তারিতভাবে উল্লেখ থাকে। শিক্ষার্থীর সকল তথ্য সঠিকভাবে উল্লেখ পূর্বক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরগ্রহণ করে ফরমগুলো উপজেলা জমা প্রদান করতে হবে
২. IIST ফরম (স্কীম ডকুমেন্ট অনুযায়ী ২০২০ সালে উপবৃত্তির জন্য অতি দরিদ্র শিক্ষার্থী নির্ধারণ ছক: এই ফরমের বিভিন্ন কলামের প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রতিষ্ঠানে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে অতিদরিদ্র শিক্ষার্থী নির্ধারণ করতে হবে এবং তালিকাটি উপজেলায় জমা প্রদান করতে হবে;
৩. শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ ছক: এই ছকটি ব্যবহার করে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে প্রাপ্যতার সংখ্যা নির্ধারণ করতে হবে এবং যথাযথভাবে পূরণ পূর্বক উপজেলায় জমা প্রদান করতে হবে।
উপরোক্ত ফরমগুলো পূরণ করে যথাযথভাবে যাচাই বাছাই করে নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রেরণ করতে হবে।
সমন্বিত উপবৃত্তি কার্যক্রমে শিক্ষার্থী অন্তর্ভূক্ত করার জন্য অবশ্যই মাউশি নির্ধারিত নিয়ম অনুযায়ী কমিটি গঠণ করতে হবে।
আরও পড়ুন:
- মাধ্যমিকে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচনের মানদন্ড ও নির্বাচন পদ্ধতি
- যে সকল উপজেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা সকলেই উপবৃত্তি পাবে – বাংলা নোটিশ
৬ষ্ঠ ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের সমন্বিত উপবৃত্তির তালিকায় অন্তর্ভূক্ত করণের জন্য প্রয়োজনীয় ফরমগুলো দেওয়া হল; কাঙ্খিত ফরমের পাশে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ফরম ডাউনলোড হয়ে যাবে-
-
শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণের তথ্য ছক ডাউনলোড
-
নতুন শিক্ষার্থী আবেদন ও সম্মতি ফরম ডাউনলোড
-
স্কীম অনুযায়ী ২০২০ সালের উপবৃত্তির জন্য অতি দরিদ্র শিক্ষার্থী নির্বাচন ছক ডাউনলোড
উপবৃত্তির ফরম সমূহের Word File পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে মেসেজ করুন; ওয়ার্ড ফাইল আপনার ইনবক্সে মেসেজ করা হবে; আমাদের ফেসবুক পেইজ লিংক : https://facebook.com/banglanotice
শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণের তথ্য ছক
নতুন শিক্ষার্থী আবেদন ও সম্মতি ফরম
স্কীম অনুযায়ী ২০২০ সালের উপবৃত্তির জন্য অতি দরিদ্র শিক্ষার্থী নির্বাচন ছক
উপরোক্ত ফরমগুলো ব্যবহার করতে আপনার একটি পাসওয়ার্ড প্রয়োজন হতে পারে; পাসওয়ার্ডটি পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজটি লাইক দিয়ে মেসেজ বক্সে মেসেজ করে জেনে নিতে পারবেন;
সমন্বিত উপবৃত্তি কার্যক্রমে এবারেই প্রথম HSP সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ডাটা এন্ট্রি করতে হবে;
আরও পড়ুন-
- সমন্বিত উপবৃত্তি প্রকল্প সফট্ওয়ারে (HSP) শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও আপডেট ফরম ডাউনলোড
- যেভাবে বৃত্তির নতুন তথ্য আপলোড ও তথ্য সংশোধন করবেন (ফরমসহ)
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি বিনামূল্যে প্রচার করতে আমাদের সাথে যোগাযোগ করুন:
সমন্বিত উপবৃত্তি কার্যক্রমে নতুন শিক্ষার্থী অন্তর্ভূক্ত করণের প্রয়োজনীয় ফরমসমূহ ডাউনলোড যে পাসওয়ার্ড দিয়েছিলেন তা দিয়ে ফাম খোলা যায় না আপনাদের পাসওয়ার্ড হল BanglaNoticeHSP সঠিক পাসওয়ার্ড দিলে উপকৃত হতাম
Sir Please give me your email address or visit our facebook page for get latest password… Thank you for visiting us
সমন্বিত উপবৃত্তি কার্যক্রমে নতুন শিক্ষার্থী অন্তর্ভূক্ত করণের প্রয়োজনীয় ফরমসমূহ ডাউনলোড যে পাসওয়ার্ড দিয়েছিলেন তা ভুল দেখায় আপনাদের পাসওয়াড হল BanglaNoticeHSP সঠিক পাসওয়Fর্ড দিলে উপকৃত হতাম
Pls: give me Password for Form Download
email ID: ictc.galua@gmail.com
give me Password for Form Download
Thanks