বৃত্তি

শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষা বৃত্তি ২০২৪ বিজ্ঞপ্তি, আবেদন ফরম ও আবেদন পদ্ধতি

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষা বৃত্তি ২০২৪ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক স্তরে লেখা পড়ার জন্য মাসিক দুই হাজার টাকা হারে ১৮ মাসে ৩৬ হাজার টাকা এবং এককালীন সাত হাজার টাকা বৃত্তি প্রদান করবে এই ফাউন্ডেশন।

সঠিক নিয়মে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারলে আপনিও পেতে পারেন এই দারুন সুযোগটি। শাহ জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন বৃত্তি ২০২৪ প্রদানের ক্ষেত্রে মফস্বল ও শহরে কোটা রয়েছে। কিভাবে এই শিক্ষা বৃত্তি প্রাপ্তির আবেদন করবেন, কোথায় আবেদন ফরম পাবেন এবং কত দিনের মধ্যে আবেদন করতে হবে এই সবই জানানো আজকের আয়োজনে।

শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি

বাংলাদেশে যেসকল বেসরকারি ব্যাংক শিক্ষা বৃত্তি প্রদান করে থাকে তার মধ্যে অন্যতম শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি। দারিদ্রতার কারণে কোনো মেধাবী ছাত্র বা ছাত্রী লেখা পড়া ছেড়ে না দিতে হয় সেই কথা মাথায় রেখে তারা প্রতি বছর এসএসসি, দাখিল বা সমমান পরীক্ষায় নির্ধারিত ফলাফল নির্য়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৮ মাস পর্যন্ত লেখাপড়ার খরচ বচন, বই পুস্তক ক্রয় এবং জামাকাপড়ের জন্য অর্থ প্রদান করে।

প্রতি বছর এস এস সি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর এই ফাউন্ডেশন এর শিক্ষা বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২৪ সালের জন্য ১৬ এপ্রিল ২০২৫ শাহজালাল ইসলামী ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

শাহ জালাল ইসলামী ব্যাংক শিক্ষা বৃত্তি ২০২৪ এর বিজ্ঞপ্তি
সৌজন্যে: SJIBL

আবেদন এর সময়সূচী

২০২৪ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৩ মে ২০২৫ খ্রি: তারিখের মধ্যে নির্ধারিত ফরম সংগ্রহ করে ডাকযোগে বা কুরিয়ার এর মাধ্যমে অথবা সরাসরি শাহ জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শিক্ষা বৃত্তির আবেদন পূরণ করে ফাউন্ডেশন এর ঠিকানায় প্রেরণ করতে হবে।

শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষা বৃত্তি আবেদন এর সময়সূচী

ধরণ সময়সূচী
বিজ্ঞপ্তি প্রকাশ ১৬ এপ্রিল ২০২৫ খ্রি:
আবেদন শুরু ১৬ এপ্রিল ২০২৫ খ্রি:
আবেদন এর শেষ সময়১৩ মে ২০২৫ খ্রি:

আবেদন ফরম সংগ্রহ ও পূরণ

শাহ জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এস এস সি স্কলারশীপ এর আবেদন তাদের যেকোন শাখায় গিয়ে অথবা সরাসরি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। তবে ব্যাংকের শাখা থেকে ফরম সংগ্রহ করাই উত্তম কারণ। সেখানে অরিজিনাল এবং প্রিন্টেন ফরম পাওয়া যায়। অনলাইনে বৃত্তির আবেদন এর ক্ষেত্রে ওয়েবসাইট থেকে সংগৃহিত ফরম নিজেরা প্রিন্ট করতে হয় বিধায় তেমন সুন্দর বা আসল হয়না। কিন্তু কাজ চালিয়ে নেওয়া যা।

ওয়েবসাইট থেকে বৃত্তির ফরম ডাউনলোড করার জন্য চলে যাবেন sjiblbd.com/scholarship এই ঠিকানায় অথবা সরাসরি নিচের বাটনে ক্লিক করেও ফরমটির পিডিএফ ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্র

বৃত্তির আবেদন ফরম এর সাথে ৮ ধরণের ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। এবং সেগুলো যে প্রতিষ্ঠানে বর্তমানে লেখা পড়া করছে সেখানে প্রিন্সিপাল বা বিভাগীয় শিক্ষক অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করা জমা দিতে হবে। নিচে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেওয়া হল-

ক্রমবিবরণ সংখ্যা
০১আবেদনকারীর (শিক্ষার্থী) পাসপোর্ট সাইজ ছবি০৩ কপি
০২পিতা/মাতা অথবা অভিভাবকের পাসপোর্ট সাইজ ছবি০১ কপি
০৩এসএসসি পাশের ট্রান্সক্রিপ্ট/মার্কসিটের ফটোকপি।০১ কপি
০৪এসএসসি পাশের টেস্টমোনিয়াল বা প্রসংশাপত্র-এর ফটোকপি।০১ কপি
০৫এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি। ০১ কপি
০৬ছাত্র/ছাত্রীর বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত ষ্টুডেন্ট আইডি কার্ড/প্রত্যয়নপত্র। ০১ কপি
০৭বর্তমান প্রতিষ্ঠানে ভর্তির রশীদের সত্যায়িত ফটোকপি। ০১ কপি
০৮আবেদনকারীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড)-এর ফটোকপি।০১ কপি
০৯ছাত্র-ছাত্রীর পিতা, মাতা অথবা অভিভাবক চাকুরীরত থাকলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, অন্যান্য ক্ষেত্রে ১ম শ্রেণীর গেজেটেড অফিসার, ওয়ার্ড কমিশনার অথবা ইউপি চেয়ারম্যান থেকে আয়ের বিবরণ সনদের মূলকপি।০১ কপি

তালিকায় দেওয়ার সকল তথ্য সঠিকভাবে সংযুক্ত করে শিক্ষার্থীর যোগাযোগের ঠিকানা, মোবাইল, ফোন নম্বর এবং ই-মেইল ফরম-এ উল্লেখিত ঘরে নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে। অনথ্যয়, বৃত্তির আবেদন গ্রহণযোগ্য নয় বলে বিবেচিত হতে পারে। তাই পরামর্শ থাকবে পূরণ করার পূর্বে অভিজ্ঞ কাউকে দিয়ে পূরণে সহায়তা গ্রহণ করা।

সহায়তা পেতে যোগাযোগ

শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এসএসসি শিক্ষা বৃত্তির আবেদন সংক্রান্ত যেকোন প্রশ্ন বা সহযোগিতার জন্য তাদের যেকোন শাখায় গেলেই হবে। অথবা হেড অব ফাউন্ডেশন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি কর্পোরেট হেড অফিস, ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক টাওয়ার’ প্লট নং: ৪, ব্লক: সিডব্লিউএন(সি) গুলশান এভিনিউ, গুলশান ঢাকা-১২১২ এই ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে।

চাইলে সরাসরি মোবাইলে ফোন করা যাবে। জরুরী প্রয়োজনে: ০২-৫৮৮১৬৫২০ (সরাসরি), ০২-22২২৮৩৪৫৭ (হান্টিং), বর্ধিত : ৭০৩, ৭০৫, ৭০৭ ও ৭০৮

তথ্যসূত্র: শাজাহাল ইসলামী ব্যাংক

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ