কিশোর কিশোরীদের নিয়ে সূর্য ক্লাব গঠন করতে মাউশির নির্দেশ
কিশোর কিশোরীদের নিয়ে সূর্য ক্লাব গঠন করতে মাউশির নির্দেশ: কিশাের-কিশােরীদের উদ্বুদ্ধ করে ডিজিটাল ডিভাইডস নিরসন বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরােধ, সঠিক পুষ্টি নিশ্চিতকরণ, স্কুল থেকে ঝরে পড়া রােধ, নিজের কাজ নিজে করা নিশ্চিতকরণ কার্যক্রম বাস্তবায়ন প্রদান সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
০২ ফেব্রুয়ারি ২০২১ কিশোর কিশোরীদের নিয়ে সূর্য ক্লাব গঠন করতে মাউশির নির্দেশনা প্রদান করা হয়েছে।
মাউশির মহা পরিচালক মোহাম্মদ মাজহারুল হক মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারি বেসরকারি বিদ্যালয় ও সংশ্লিষ্টদের জন্য বলা হয়-
ইনােভেশন কলসালটেন্ট প্রা: লি: বাংলদেশের সকল বিভাগের বিভিন্ন উপজেলায় ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে “সূর্য ক্লাব” গঠন করার জন্য আবেদন করেছেন।
বর্তমানে এস ডি জি-৪-এ বর্ণিত গুণগত শিক্ষা অর্জনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাথে ইনােভেশন কলসালটেন্ট প্রা: লি: এর কাজ করার আগ্রহের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সকল বিভাগের বিভিন্ন উপজেলায় কিশাের-কিশােরীদের উদ্বুদ্ধ করে ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে “সূর্য ক্লাব” গঠন করে নিন্মােক্ত কার্যক্রম পরিচালনার জন্য শর্ত সাপেক্ষে অনুমতি প্রদান করা হলাে।
সূর্য ক্লাব এর কার্যক্রমসমুহ:
- ১. ডিজিটাল ডিভাইড’ নিরসনে কাজ করা
- ২. বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম পরিচালনা করা (হাইজিন কর্ণার স্থাপন)
- ৩. সঠিক পুষ্টি নিশ্চিতকরণ।
- ৪. নিজের কাজ নিজে করা (পুষ্টি মাঠ তৈরী করা)
- ৫. বাল্যবিবাহ প্রতিরােধ করা।
- ৬. স্কুল থেকে ঝরে পড়া রােধ করা
সূর্য ক্লাব এর প্রতি শর্তসমূহ:
- ১. শ্রেণি কার্যক্রমে কোন বিঘ্ন সৃষ্টি করা যাবেনা;
- ২. পাঠ্যক্রমের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করতে হবে।
- ৩. পুষ্টি মাঠ তৈরিতে খেলার মাঠ নষ্ট করা যাবে না।
- ৪. প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তার সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করতে হবে:
- ৫. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা ইনােভেশন কলসালটেন্ট প্রা: লি: গৃহীত কার্যক্রমসমূহ মনিটরিং ও মূল্যায়ন করবে;
- ৬. মাউশি অধিদপ্তরের কোন অর্থনৈতিক সংশ্লেষ থাকবে না;
- ৭. কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রতি তিনমাস পরপর মাউশি অধিদপ্তরে জমা দিতে হবে;
- ৮. বিদ্যমান রাষ্ট্রিয় বিধি-বিধান এবং নীতিমালা অনুসরন করে কার্যক্রম পরিচালনা করতে হবে;
যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এই আদেশ জারি করা হয়।
কিশোর কিশোরীদের নিয়ে সূর্য ক্লাব গঠন করতে মাউশির নির্দেশনাটি ডাউনলোড করুন।
বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
আপনার জন্য আরও কিছু তথ্য-
মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকের সর্ববৃহৎ গ্রুপ মাদ্রাসা শিক্ষা বাতায়ন এ যোগ দিয়ে আপনাদের মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সমাধান নিতে পারেন।
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–