ঢাকা ও কুমিল্লা বোর্ডে জেএসসি ২০২০ ফরম পূরণ সময় বৃদ্ধি
ঢাকা ও কুমিল্লা বোর্ডে জেএসসি ২০২০ ফরম পূরণ সময় বৃদ্ধি করা হয়েছে। ২০২০ সালের জেএসসি পরীক্ষার্থীদের অটোপাশ দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হলেও পরীক্ষার্থীদের জেএসসি সনদ দেওয়ার জন্য শিক্ষাবোর্ড সমূহ ২০২০ সালের জেএসসি পরীক্ষার জন্য অনলাইনে ফরম ফিলাপের বিজ্ঞপ্তি ও নির্দেশনা প্রদান করা হয়।
এর আগে প্রদানকৃত নির্দেশনায় ৩১ জানুয়ারীর মধ্যে ২০২০ সালের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ফরম ফিলাপ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হলেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো অনলাইনে ফরম ফিলাপ সম্পন্ন না করায় নতুন করে জেএসসি ফরম ফিলাপের সময় বৃদ্ধি করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ঢাকা শিক্ষাবোর্ডের ২০২০ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের Online এ ফরম পূরণের সময় বর্ধিত করণের বিজ্ঞপ্তিতে বলা হয়-
২০২০ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের Online এ ফরম পূরণের সময় আগামী ১০/০২/২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলাে। উক্ত সময়ের মধ্যে Online এ ফরম পূরণ অবশ্যই সম্পন্ন করতে হবে।
ফরম পূরণ করতে কোন ‘ফি’ প্রয়ােজন হবে না।
২০২০ সনের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের Online এ ফরম পূরণের সময় বর্ধিতকরণ প্রসঙ্গে কুমিল্লা শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়-
করােনা ভাইরাস সংক্রমনের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জেএসসি পরীক্ষা গ্রহণ না করে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে।
ইতােমধ্যে এ সকল শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষার উত্তীর্ণ-সনদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ-সনদ প্রদানের লক্ষে Online-এ ফরম পূরণের সময়সীমা আগামী ০৮/০২/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত বর্ধিতকরা হলাে।
এ বাের্ডের স্মারক নং : পরী/মাধ্য/জেএসসি-২০২০/২০২১/৫১৯, তারিখ : ২০/০১/২০২১ খ্রি. এর নির্দেশনা মােতাবেক তার বিদ্যালয়ের মাধ্যমে জেএসসি রেজিষ্ট্রেশনধারী শিক্ষার্থীদের ফরম পূরণের প্রয়ােজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরােধ করা হলাে।
মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকের সর্ববৃহৎ গ্রুপ মাদ্রাসা শিক্ষা বাতায়ন এ যোগ দিয়ে আপনাদের মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সমাধান নিতে পারেন।
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–