ডিগ্রী পাস ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল ২৭ আগষ্ট পর্যন্ত
ডিগ্রী পাস ২য় বর্ষের ফরম পূরণ: জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস (২য় বর্ষ) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল; জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি এই তথ্য প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ; ডিগ্রী পাস ২য় বর্ষের বিজ্ঞপ্তি পড়ুন ও ডাউনলোড করুন-
[spacing size=”10″]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি নিন্মরূপ:
সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে,
২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী পুনরায় সময় বৃদ্ধি করা হয়েছে।
নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে।
পরীক্ষার্থীর ফরম ডাউন লােড, নিশ্চয়ন, সােনালী সেবা ও ফি বিবরণীসহ অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার তারিখঃ
অনলাইনে ফরম পূরণের আবেদন করার তারিখ (শিক্ষার্থী কর্তৃক): ১৬/০৮/২০২০ থেকে ২৪/০৮/২০২০
শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ (কলেজ কর্তৃক) : ২৫/০৮/২০২০ থেকে ২৭/০৮/২০২০
সােনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ: (কলেজ কর্তৃক) : ০১/০৯/২০২০ থেকে ০৩/০৯/২০২০ বিকাল ৪:০০টা পর্যন্ত
ফি বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট (কলেজ কর্তৃক) শাখা/স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার তারিখ: ১০/০৯/২০২০
[spacing size=”10″]
উল্লেখ্য ইতােপূর্বে স্মারক নং ০৫(৫১৯) জাতীঃ বিঃ/পরীঃ/ডিগ্রী পাস/২০১৯/২৯৩২, তারিখঃ ১৩/০১/২০২০ মােতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে;
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোন বিজ্ঞপ্তি, ভর্তি, পরীক্ষা, ফরম ফিলাপ, বৃত্তিসহ সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন; ফেসবুক পেইজ
আপনার জন্য আরও কিছু তথ্য-
- জাতীয় বিশ্ববিদ্যালয়: সকল পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়: ২০১৯ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান পরীক্ষার ২য় বর্ষের পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি