শিক্ষা প্রতিষ্ঠানের জমি নামজারি ও জমাখারিজ করে তথ্য সংরক্ষণের নির্দেশ
শিক্ষা প্রতিষ্ঠান জমি জরুরিভিত্তিতে নামজারি ও জমাখারিজ সম্পাদনসহ তথ্যাদি হালনাগাদ করে সংরক্ষণ নির্দেশনা প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর ওয়েব সাইটে ১১ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান জমি জরুরিভিত্তিতে নামজারি ও জমাখারিজ সম্পাদনসহ তথ্যাদি হালনাগাদ করে সংরক্ষণের এই নির্দেশিকা প্রদান করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমেনুর রশিদ স্বাক্ষরিত শিক্ষা প্রতিষ্ঠান জমি জরুরিভিত্তিতে নামজারি ও জমাখারিজ সম্পাদনসহ তথ্যাদি হালনাগাদ করে সংরক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি পাওয়ার পরেও প্রতিষ্ঠানের নামীয় জমি এখনও নামজারি ও জমাখারিজ করা হয়নি।
নামজারি ও জমা খারিজ না করার কারণে বিভিন্ন ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত মামলার উদ্ভব হচ্ছে।
অধিকন্তু নামজারি না হওয়ার কারণে কিছু অসাধু চক্র কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের জমি বেহাত হওয়ার আশংকা থেকে যাচ্ছে।
স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের জমির পরিমাণ, বিবরণ, খতিয়ান, নামজারি ও জমা খারিজ, ভূমি উন্নয়ন করের দাখিলা, জমির দলিল এবং বাস্তব দখলের কাগজপত্র হালনাগাদ করে একটি ফাইল সংরক্ষণ করা প্রয়ােজন।
এমতাবস্থায়, শিক্ষা প্রতিষ্ঠানের জমি যাতে কোনক্রমেই বেহাত না হয় এবং ভবিষ্যতে জটিলতা এড়ানাে যায় সে লক্ষ্যে জরুরিভিত্তিতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের নামীয় জমি নামজারি ও জমাখারিজসহ হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশােধ করে একটি রেজিস্টারে তথ্যাদি সংরক্ষণের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশনা প্রদান করা হলাে।
একইসাথে, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি এবং অন্যান্য স্থাবর/অস্থাবর সম্পত্তির একটি সমন্বিত তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করার জন্য নির্দেশক্রমে অনুশাসন প্রদান করা হলাে।
মােমিনুর রশিদ আমিন (অতিরিক্ত সচিব) স্বাক্ষরিত শিক্ষা প্রতিষ্ঠানের জমি নামজারি ও জমাখারিজ করে তথ্য সংরক্ষণের নির্দেশনা
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন
আপনার জন্য আরও কিছু তথ্য:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–