২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে সাবমিট করার নির্দেশ
২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে সাবমিট করার নির্দেশ প্রদান করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিবি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখের বিজ্ঞপ্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ২০২২ সালের পাঠ্য বইয়ের চাহিদা জমা দেওয়ার সময়সূচী ও পদ্ধতি সম্পর্কে জানানো হয়।
এনসিটিবি সচিব প্রফেসর ড. মাে. নিজামুল করিম স্বাক্ষরিত ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে দাখিল প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা শিক্ষা প্রতিষ্ঠান হতে ম্যানুয়াল পদ্ধতিতে সংগ্রহ পূর্বক অনলাইনে দাখিলের কার্যক্রম ১৫/০২/২০২১ তারিখ হতে ০১/০৩/২০২১ পর্যন্ত চলমান থাকবে।
চাহিদা ইনপুট সংক্রান্ত ব্যবহার নির্দেশিকা (ইউজার ম্যানুয়াল) ওয়েবসাইটে আপলােড করা হয়েছে।
চাহিদা ইনপুট সংক্রান্ত কোনাে ধরনের সমস্যা হলে সফটওয়্যার এর জরুরি যোযােগ লিংক এ ক্লিক করে আপনার জেলার জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট এনসিটিবির সহায়তাকারীর সহায়তা নেওয়ার অনুরােধ করা হলাে।
উক্ত সময়ের মধ্যে পাঠ্যপুস্তকের চাহিদা www.textbook.gov.bd/brs ঠিকানায় প্রবেশ করে ইনপুট দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল জেলা/উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে অনুরােধ করা হলাে।
এ এপ্লিকেশনের ব্যবহার সংক্রান্ত যে কোনো তথ্য জানতে নিচের নম্বরে যোগাযোগ করুন
অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার অনুরোধ করা হলো
ক্র. | নাম | মোবাইল | ই-মেইল | দায়িত্বপ্রাপ্ত জেলাসমূহ |
---|---|---|---|---|
১ | জনাব মোঃ মমিনুল ইসলাম | 01715597587 | maminul587@gmail.com | কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, ঝালকাঠি, ঝিনাইদহ, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বাগেরহাট, ভোলা |
2 | জনাব মোঃ আবু সাঈদ সজিব | 01672727103 | sajibnctb.103@gmail.com | কক্সবাজার, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফেনী, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি |
3 | জনাব মোঃ খোকন মিয়া | 01515216216 | mdk21462@gmail.com | জামালপুর, নেত্রকোণা, ময়মনসিংহ, মৌলভীবাজার, শেরপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ |
4 | জনাব মোঃ আলমগীর হোসেন | 01716887717 | alamgirhossain01716@gmail.com | চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ |
5 | জনাব মিল্টন হোড় | 01843607066 | miltonhore89@gmail.com | কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী |
6 | জনাব মোঃ আব্দুল গাফফার | 01947526655 | ahmedgaffar19@gmail.com | কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মাগুরা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা |
২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে সাবমিট করার নির্দেশনা
বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–