৭ বিশ্ববিদ্যালয় ছাড়া সবগুলোতেই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা
৭ বিশ্ববিদ্যালয় ছাড়া সবগুলোতেই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা: কোভিড-১৯ এর কারণে এইচএসসি পরীক্ষা গ্রহণ সম্ভব না হওয়ার ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাশের মাধ্যমে উত্তীর্ণ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অটোপাশ দিলেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে শিক্ষার্থীদের পরীক্ষার টেবিলে বসতেই হবে।
এবার গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে গুচ্ছ পদ্ধতির ভর্তির পরীক্ষায় সাতটি বিশ্ববিদ্যালয় বাহিরে থাকতে পারে।
এসকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীর নগর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি।
এই বিশ্ববিদ্যালয়গুলো একাই আলাদা আলাদাভাবে স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাকী সবগুলো বিশ্ববিদ্যালয়ে একসাথে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে ইউজিসির গৃহিত উদ্যোগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বুয়েটের থাকার কিছুটা সম্ভবনা ক্ষিণ হলেও অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো একসাথেই ভর্তি পরীক্ষা হবে।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা, ভর্তির আবেদন ফি, অনলাইনে আবেদনের নিয়মসহ বিস্তারিত ৪ ফেব্রুয়ারির বৈঠকের পর জানানোর কথা বলেছেন অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ।
৭ বিশ্ববিদ্যালয় ছাড়া সবগুলোতেই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–