শিক্ষা বোর্ড সমূহ

রাজশাহী বোর্ডের ২০২০-২১ একাদশের বিষয় ও বিভাগ পরিবর্তন বিজ্ঞপ্তি

রাজশাহী বোর্ডের ২০২০-২১ একাদশের বিষয় ও বিভাগ পরিবর্তন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের নিয়ম সহ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিষয় ও বিভাগ পরিবর্তন প্রসঙ্গে ২১ জানুয়ারি রাজশাহী শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড রাজশাহী এর কলেজ পরিদর্শক প্রফেসর মােঃ হাবিবুর রহমান স্বাক্ষরিত  ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিষয় ও বিভাগ পরিবর্তন প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় ও বিভাগ পরিবর্তন অনলাইনের মাধ্যমে আগামি ২১/০১/২০২১ তারিখ হতে ১৮/০২/২০২১ তারিখ পর্যন্ত কলেজে অনুমােদিত বিষয় ও আসন সংখ্যা ফাঁকা থাকা সাপেক্ষে বিভাগ পরিবর্তন করা যাবে।

রাজশাহী শিক্ষাবোর্ডের একাদশ শ্রেণিতে বিষয় পরিবর্তন ফি ২৫০/- ও বিভাগ পরিবর্তন ফি ৫০০/- টাকা

বিষয় ও বিভাগ পরিবর্তন কার্যক্রম সম্পন্ন করার জন্য লিংকে প্রদত্ত নির্দেশিকা অনুসরণ করে অনলাইনে তথ্য Submit সাপেক্ষে সােনালী সেবার স্লিপ ডাউন লােড পূর্বক সােনালী ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা প্রদান করে হার্ড কপি ও রশিদের একটি কপি কলেজ নিবন্ধন শাখায় ২২/০২/২০২১ তারিখ হতে ২৫/০২/২০২১ তারিখের মধ্যে জমা দিতে হবে।

রাজশাহী শিক্ষা বাের্ড নতুন ভর্তি/বিভাগ পরিবর্তন/বিষয় পরিবর্তন/ভর্তি বাতিল নির্দেশিকা:

আবেদনকারী অর্থাৎ ছাত্র/ছাত্রী রাজশাহী শিক্ষা বাের্ডের ওয়েবসাইট (www.rajshahieducationboard.gov.bd) প্রবেশ করে এ ছাড়পত্র/ভর্তি/ভর্তি বাতিল/বিভাগ পরিবর্তন/বিষয় পরিবর্তন” এ ক্লিক করতে হবে।

আবেদনকারী Exam Name- HSC/SSC, Exam Year এবং Previous Examination Information 4 Exam- SSC/JSC, Previous Board, Rajshahi/Dhaka/Dinajpur/Madrasah ইত্যাদি, Exam Year সিলেক্ট করতে হবে।

Registration No & Roll No পূরণ করে Find-এ ক্লিক করলে, আবেদনকারীর নাম/পিতার নাম/মাতার নাম বর্তমান প্রতিষ্ঠানের নাম পাওয়া যাবে।

Email Address, মােবাইল নম্বর, জেন্ডার- Male/Female তথ্য পূরণ করে আবেদন সাবমিট করতে হবে।

রাজশাহী বোর্ডের ২০২০-২১ একাদশের বিষয় ও বিভাগ পরিবর্তন বিজ্ঞপ্তি

নতুন ভর্তি:

(Institute Information) Group:- Science/Humanities/Business Studies/Home Science/Islamic Studies/Music, Version:- Bangla/English, Institute District:Rajshahi/Natore/Bogura .ETC,

Institute Name:- Shift:- morning/day, Subject Additional Subject, Photo সিলেক্ট করে Next Button এ ক্লিক করলে সােনালী সেবা স্লিপ তৈরী হবে।

বিভাগ পরিবর্তন:

বিভাগ পরিবর্তন করতে চাইলে Change Type: Group Change সিলেক্ট করে Group নাম: Humanities/Business Studies/Home Science/Islamic Studies/Music, Version:- Bangla/English, Shift:- day সিলেক্ট করে

সেই বিভাগের বিষয় গুলাে পরিবর্তন করে Next Button এ ক্লিক করলে সােনালী সেবা স্লিপ তৈরী হবে।

বিষয় পরিবর্তন:

বিষয় পরিবর্তন করতে চাইলে Change Type:- Subject Change সিলেক্ট করে Group :- Science/ Humanities/Business Studies/Home Science/Islamic Studies/Music, Version:- Bangla/English, Shift:- day সিলেক্ট করে বিষয় পরিবর্তন করে Next Button এ ক্লিক করলে সােনালী সেবা স্লিপ তৈরী হবে।

ভর্তি বাতিল:

ভর্তি বাতিল করতে চাইলে Group:- Science/Humanities/Business Studies/Home Science/Islamic Studies/Music, Version:- Bangla/English, Shift:- morning/day, Admission Cancel Cause:- কারিগরী শিক্ষায় ভর্তি/বিদেশ/অন্যত্র পড়াশুনার সুযােগ/অন্যান্য সিলেক্ট করে Next Button এ ক্লিক করলে সােনালী সেবা স্লিপ তৈরী হবে।

Application Status-এ ক্লিক করে আবেদনকারী তথ্য পূরণ করলে সােনালী সেবা স্লিপ পাওয়া যাবে।

আবেদনকারী উক্ত সােনালী সেবা স্লিপের টাকা ব্যাংকে জমা দিয়ে, নতুন ভর্তি/বিভাগ পরিবর্তন/বিষয় পরিবর্তন/ভর্তি বাতিলের আবেদনের সাথে সােনালী সেবার স্লিপ ও অনলাইনে নতুন ভর্তি/বিভাগ পরিবর্তন/বিষয় পরিবর্তন/ভর্তি বাতিলের পূরণকৃত তথ্য সংযুক্ত করে নিজ প্রতিষ্ঠানে জমা দিবেন।

প্রতিষ্ঠান উক্ত আবেদনের তথ্যটি অনলাইনে Login করে Sign করলে আবেদনটির নতুন ভর্তি/বিভাগ পরিবর্তন/বিষয় পরিবর্তন/ভর্তি বাতিলের কার্যক্রমটি সম্পন্ন হবে এবং আবেদনকারী সবসময় অনলাইনে তার আবেদনের কার্যক্রম চলমান তথ্য জানতে/দেখতে পারবেন।

রাজশাহী বোর্ডের ২০২০-২১ একাদশের বিষয় ও বিভাগ পরিবর্তন বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি ও নির্দেশনা ডাউনলোড

আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ