সিলেট বোর্ডের ২০২০ সালের জেএসসি পরীক্ষার্থীদের ফরম বিজ্ঞপ্তি
সিলেট বোর্ডের ২০২০ সালের জেএসসি পরীক্ষার্থীদের ফরম বিজ্ঞপ্তি: সিলেট শিক্ষাবোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ কবির আহম্মদ স্বাক্ষরিত ২০২০ সালের জেএসসি পরীক্ষার্থীদের ফরম বিজ্ঞপ্তিতে বলা হয়-
সিলেট বোর্ডের ২০২০ সালের জেএসসি পরীক্ষার্থীদের ফরম বিজ্ঞপ্তি
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, সিলেট এর আওতাধীন সকল বিদ্যালয় প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে,
করােনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জেএসসি পরীক্ষা গ্রহণ না করে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে।
ইতােমধ্যে এ সকল শিক্ষার্থীদৈর জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ সনদ প্রদানের সিদ্ধান্তও গৃহিত হয়েছে।
শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ সনদ প্রদানের লক্ষ্যে Online এ ফরম পূরণ/নাম অন্তর্ভূক্তির নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলাে।
Online এ শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (Probable list) প্রদর্শন:
শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা সিলেট শিক্ষা বাের্ডের ওয়েব সাইট (www.sylhetboard.gov.bd) এ দেয়া হবে।
উক্ত সম্ভাব্য তালিকা হতে ২৩/০১/২০২১ থেকে ২৯/০১/২০২১ তারিখের মধ্যে Online এ নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফরম পূরণ (eFF) সম্পন্ন করতে হবে এবং ৩০/০১/২০২১ ও ৩১/০১/২০২১ তারিখে Finalization করতে হবে।
- (ক) Finalize বাটন এ ক্লিক করে অবশ্যই Final submit করতে হবে। অন্যথায় ফরম পূরণ সম্পূর্ণ হবে না।
- (খ) Final submit সম্পূর্ণ না হলে উত্তীর্ণ সনদ দেয়া হবে না।
ফরম পূরণ/নাম অন্তর্ভূক্ত করতে কোন ‘ফি’ প্রয়ােজন হবে না
২৯/০১/২০২১ তারিখের পর কোন ফরম পূরণ/নাম অন্তর্ভূক্তির সুযােগ থাকবে না এবং উক্ত তালিকাই চূড়ান্ত তালিকা হিসেবে গণ্য করা হবে।
উল্লেখ্য, জেএসসি রেজিষ্ট্রেশনের Password ই ফরম পূরণের Password হিসেবে ব্যবহৃত হবে;
আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–