শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের প্রাক প্রস্তুতি পরিবীক্ষণের নির্দেশ
শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের প্রাক প্রস্তুতি পরিবীক্ষণের জন্য শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২৮ জানুয়ারি ২০২১ তারিখে মাউশি ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের প্রাক প্রস্তুতি পরিবীক্ষণের নির্দেশ প্রদান করা হয়।
মাউশি মহা পরিচালক প্রফেসর ড. সৈয়দ মাে. গােলাম ফারুক স্বাক্ষরিত কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের প্রাক প্রস্তুতি পরিবীক্ষণ বিজ্ঞপ্তিতে বলা হয়-
দেশের সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি ও বেসরকারি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা থেকে গত ২২/০১/২০২১ তারিখে একটি গাইড লাইন’ সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে (সংযুক্ত)।
এ গাইড লাইন যথাযথভাবে অনুসরণ করে সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রস্তুত করছে কি না তা পরিবীক্ষণ করা প্রয়ােজন।
সে লক্ষ্যে সকল আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ নিজ নিজ অঞ্চল, জেলা এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা পরিবীক্ষণ এর মাধ্যমে নিশ্চিত করবেন।
কোন প্রতিষ্ঠান উক্ত গাইড লাইন যথাযথভাবে বাস্তবায়ন না করে থাকলে, কেন বাস্তবায়ন করতে পারছে না তা পরিচালক, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংকে ই-মেইলের (director_mew_dshe@yahoo.com) মাধ্যমে অবহিত করবেন।
এমতাবস্থায়, কোভিড-১৯ মােকাবিলার পাশাপাশি ‘মুজিব বর্ষ উপলক্ষ্যে স্থায়ীভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলােকে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তােলার লক্ষ্যে গাইড লাইন’ অনুসরণপূর্বক যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না তা পরিবীক্ষণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়।
আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–