শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের লক্ষ্যে প্রাক-প্রস্তুতি গ্রহণের নির্দেশ
শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের লক্ষ্যে প্রাক-প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাউশি ওয়েবসাইটে ২২ জানুয়ারি ২০২১ তারিখে প্রকাশিত শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের লক্ষ্যে প্রাক-প্রস্তুতি গ্রহণের নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
মাউশি মহা পরিচালক প্রফেসর ড. মোঃ সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের লক্ষ্যে প্রাক-প্রস্তুতি গ্রহণের নির্দেশনা বিজ্ঞপ্তিতে বলা হয়-
দেশের সকল মাধ্যমিক, স্কুল ও কলেজ, উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এর অবগতির জন্য জানানাে যাচ্ছে যে,
এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করতে হবে। আপনারা জানেন কোভিড-১৯ অতিমারী চলাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা।
সেই লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলােকে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার জন্য একটি ‘গাইড লাইন’ তৈরি করা হয়েছে (সংযুক্ত)।
সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে এ গাইড লাইন অনুযায়ী আগামী ০৪/০২/২০২১ তারিখের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র প্রতিষ্ঠানগুলাে খুলে দেওয়া যায়।
শুধু করােনাকালিন সমস্যা মােকাবিলা নয়, বরং ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আমাদেরকে এখনই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসাবে গড়ে তােলার ব্যবস্থা নিতে হবে।
আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–