চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগ সুপারিশের জন্য ই-রিকুইজিশন প্রদানের নির্দেশ
দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগ সুপারিশের জন্য ই-রিকুইজিশন প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ গত ২৩ জুন ২০২২ এনটিআরসিএ পরিচালক কাজী কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা সমূহ থেকে প্রাপ্ত e-requisition বা শূন্যপদের চাহিদার ভিত্তিতে চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগ সুপারিশ করবে এনটিআরসিএ।
চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের জন্য ই-রিকুইজিশন
সুস্থ ও সুন্দরভাবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ জাতীয় মেধা তালিকার আলোকে শিক্ষক নিয়োগ সুপারিশ করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান সমূহকে চতুর্থ ধাপে ই রিকুইজিশন প্রদানের যাবতীয় নির্দেশনা সহ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এনটিআরসি এর অফিশিয়াল ওয়েবসাইটে।
বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য এনটিআরসিএর প্রকাশিত রিকুইজিশনের বিজ্ঞপ্তি এবং প্রতিষ্ঠানসমূহে সঠিকভাবে রিকুইজিশন প্রধানের যাবতীয় নির্দেশনা প্রদান করা হলো।
চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের জন্য ই-রিকুইজিশন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি-২০২২
শুধুমাত্র MPO পদের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের শূন্য পদে অধিযাচন (e-Requisition) প্রদানের জন্য বিজ্ঞপ্তি-২০২২ এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানাে যাচ্ছে যে,
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক ৪র্থ নিয়ােগ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের (Entry Level) শূন্য পদে শিক্ষক নিয়ােগ সুপারিশের লক্ষ্যে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে অনলাইনে MPO ভুক্ত শূন্য পদের অধিযাচন (e-Requisition) সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
উক্ত অধিযাচন (e-Requisition) কার্যক্রম আগামী ২৬ জুন ২০২২ তারিখ থেকে ৩১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত চলবে।
৩য় গণবিজ্ঞপ্তির আওতায় নিয়ােগ সুপারিশ কার্যক্রম চলমান থাকায় ৩য় গণবিজ্ঞপ্তিতে যে সকল শূন্যপদের eRequisition প্রদান করা হয়েছে তা বাদ দিয়ে আগামী ৩০ জুন ২০২২ খ্রিঃ তারিখে যে সকল MPO ভুক্ত পদ শূন্য হবে ঐ সকল শূন্য পদের অধিযাচন প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরােধ করা হলাে।
তৃতীয় নিয়ােগ বিজ্ঞপ্তির আওতায় নিয়ােগ সুপারিশ প্রদানের পর যে সকল MPO ভুক্ত পদে শিক্ষক যােগদান করে অন্যত্র চলে গেছেন সে সকল MPO ভুক্ত শূন্য পদের বিপরীতেও অধিযাচন প্রদান করতে হবে।
চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের জন্য ই-রিকুইজিশন প্রদানের পদ্ধতি
প্রতিষ্ঠান প্রধানগণ তাদের নিজস্ব User ID এবং Password ব্যবহার করে http://ngi.teletalk.com.bd লিংকে অথবা NTRCA এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ই-রিকুইজিশন সেবা বক্সের e-Requisition Log In অপশনে ক্লিক করে e-Requisition প্লাটফরমে প্রবেশ করতঃ অনলাইন ফরমটি পূরণপূর্বক শুধুমাত্র MPO ভুক্ত শূন্যপদের অধিযাচন প্রেরণ করবেন।
অনলাইন ফরমটি পূরণের সময় এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুইজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক অনলাইনে ই-রিকুইজিশন দাখিলের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (USEO) এবং পরবর্তীতে জেলা শিক্ষা অফিসার (DEO) তাদের নিজ নিজ User ID/Password ব্যবহার করে ই-রিকুইজিশন প্লাটফরমে প্রবেশ করবেন এবং প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক প্রেরিত শূন্য পদের তালিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইপূর্বক অনলাইনে সাবমিট করবেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ের (entry level) MPO ক্যাটাগরির শিক্ষকের শূন্যপদের অধিযাচন, প্রদানের জন্য এ বিজ্ঞপ্তি জারি করা হলাে। Non-MPO পদের জন্য শূন্য পদের চাহিদা সংক্রান্ত অধিযাচন (eRequisition) পরবর্তীতে গ্রহণ করা হবে।
চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের জন্য ই-রিকুইজিশন প্রদানের নির্দেশনা ডাউনলোড
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত পদে চতুর্থ ধাপের কার্য সম্পাদনের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নির্দেশনাটি ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। অথবা এখানে ক্লিক করুন।
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন;
আপনার জন্য আরও কিছু তথ্যঃ