মাধ্যমিক শিক্ষার্থীদের ডেটাবেইজ এবং ইউনিক আইডি প্রদানে মাউশির বিজ্ঞপ্তি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষা তথ্য ভিত্তিক ডেটাবেইজ তৈরি এবং ইউনিক আইডি প্রদান কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সহযোগিতা প্রদান সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি। ১৮ মার্চ ২০২১ মাধ্যমিক শিক্ষার্থীদের ডেটাবেইজ এবং ইউনিক আইডি প্রদানে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষা তথ্য ভিত্তিক ডেটাবেইজ তৈরি এবং ইউনিক আইডি প্রদান কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সহযোগিতা প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরাে (ব্যানবেইস) কর্তৃক Establishment of Integrated Educational Information Management System (IEIMS)” শীর্ষক প্রকল্পের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের দুটি বিভাগ এবং এর আওতাধীন সকল সংস্থা, অধিদপ্তর, শিক্ষাবাের্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সমন্বিত শিক্ষাতথ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
উক্ত প্রকল্পের আওতায় CRVS (Civil registration and vital statistics) ব্যবস্থার আলােকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর ডেটাবেজ প্রস্তুত এবং ইউনিক আইডি (UID) প্রদান কার্যক্রম শীঘ্রই শুরু হবে।
এ জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হতে নির্ধারিত ছকের মাধ্যমে শিক্ষার্থীদের (৬ষ্ঠ-১২শ গ্রেডের) মৌলিক তথ্য ও শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহের পর ডেটা এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে।
এমতাবস্থায়, মাউশি অধিদপ্তরের সংশ্লিষ্ট আঞ্চলিক, জেলা, উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে শিক্ষার্থীদের সঠিক তথ্য দিয়ে জাতীয় গুরুত্বপূর্ণ উক্ত কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সহযােগিতা প্রদানের জন্য অনুরােধ করা হলাে।
মাউশি মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন
ব্যানবেইজ কর্তৃক প্রদত্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষা তথ্য ভিত্তিক ডেটাবেইজ তৈরি এবং ইউনিক আইডি প্রদান কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সহযােগিতা প্রদান সংক্রান্ত নির্দেশনায় বলা হয়।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরাে (ব্যানবেইস) কর্তৃক বাস্তবায়নাধীন Establishment of “Integrated Educational Information Management System (IEIMS)” শীর্ষক প্রকল্পের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের দুটি বিভাগ এবং এর আওতাধীন সকল সংস্থা, অধিদপ্তর, শিক্ষাবাের্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সমন্বিত শিক্ষাতথ্য ব্যবস্থপনা পদ্ধতি প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
উক্ত প্রকল্পের আওতায় CRVs ব্যবস্থার আলােকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর ডেটাবেজ প্রস্তুত এবং ইউনিক আইডি (UID) প্রদান কার্যক্রম শীঘ্রই শুরু হবে।
এ জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হতে নির্ধারিত ছকের মাধ্যমে শিক্ষার্থীদের (৬ষ্ঠ-১২শ গ্রেডের) মৌলিক তথ্য ও শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহের পর ডেটা এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে।
উল্লিখিত কার্যক্রম বাস্তবায়নে লক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহকারি প্রােগ্রামার, UITRCE কে মাস্টার ট্রেইনার হিসেবে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অপর একজন ICT তে অভিজ্ঞ শিক্ষককে ডেটা এন্ট্রি ও তথ্যছক পূরণ সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
বর্ণিত কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।
এমতাবস্থায়, ইউনিক আইডি (UID) প্রদান কার্যক্রম সংযুক্ত কর্মপরিকল্পনা অনুযায়ী সফলভাবে বাস্তবায়নের নিমিত্ত সার্বিক সহযােগিতা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক, জেলা, উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে প্রয়ােজনীয় নির্দেশনা প্রদানের জন্য বিশেষভাবে অনুরােধ করা হলাে।
ব্যানবেইজ মহাপরিচালক হাবিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
আপনার জন্য আরও কিছু তথ্য:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
আমাদের আরও কিছু ওয়েবসাইট:
সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, বঙ্গ আয়না;