পরিবেশ অধিদপ্তরের CEGIS এর পরামর্শক দলকে সহায়তার নির্দেশ মাউশির
পরিবেশ অধিদপ্তরের CEGIS এর পরামর্শক দলকে সহায়তার নির্দেশ প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২৪ ফেব্রুয়ারি ২০২১ মাউশি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তরের CEGIS এর পরামর্শক দলকে সহায়তার নির্দেশনা প্রদান করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, কলেজ অধ্যক্ষ ও স্কুল সমূহের প্রধান শিক্ষকদের উদ্দ্যেশ্যে প্রকাশিত পরিবেশ অধিদপ্তরের CEGIS এর পরামর্শক দলকে সহায়তার নির্দেশনা বিজ্ঞপ্তিতে বলা হয়-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ পরিবেশ অধিদপ্তর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বাংলাদেশ এর সহায়তায় জাতীয় অভিযােজন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে।
জাতীয় অভিযােজন পরিকল্পনা প্রণয়ন করার জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে Centre for Environmental and Geographic Information System (CEGIS) 99 cc International Centre for Climate Change and Development (ICCCAD), Bangladesh Centre for Advanced Studies (BCAS).
Centre for Climate Change and Environmental Research (C3AR), BRAC University এর সমন্বয় গঠিত একটি বিশেষজ্ঞ দল নিয়ােজিত রয়েছেন।
প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে জাতীয় ও স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস ও অভিযােজনের ক্ষমতা বৃদ্ধি করা।
প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের জন্য বিভিন্ন বিভাগ, জেলা ও স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করা হয়েছে।
পরামর্শক দল তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন বিভাগ, জেলা ও স্থানীয় পর্যায়ে Focus Group Discussions (FGDS). Key informant Interviews (KIIS) 92 Consultation Workshops এর পরিকল্পনা করেছে যা ২২ জানুয়ারি থেকে ৩১ মে ২০২১ ইং পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সম্পাদিত হবে।
একই সাথে জাতীয় অভিযােজন পরিকল্পনাটি প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার অভিজ্ঞ/উর্ধ্বতন সংশ্লিষ্ট স্থানীয় কর্মকর্তার মতামত/সাক্ষাৎকার গ্রহণ করবে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল অফিস/সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের প্রধানকে বিশেষজ্ঞ দলকে সহায়তা করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
পরিবেশ অধিদপ্তরের CEGIS এর পরামর্শক দলকে সহায়তার নির্দেশনা
আপনি আরও পছন্দ করবেন-
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
আমাদের আরও কিছু ওয়েবসাইট: সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;