পত্রিকার খবর ফেসবুকে শেয়ার – ১০ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
পত্রিকার খবর ফেসবুকে শেয়ার করায় ১০ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। দৈনিক ভোরের কাগজ ও ফেসবুকে সিনিয়র শিক্ষক পদোন্নতী বিষয়ক নৈতিবাচক পোস্ট নিজের ফেসবুক একাউন্টে শেয়ার করায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষককে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কারণ দর্শানো নোটিশ করা হয়।
০১ মার্চ মাউশি ওয়েবসাইটে প্রকাশিত কারণ দর্শানো নোটিশে বলা হয়-
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক’ পদে পদোন্নতির লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ করা হলে Social Media (Facebook)/দৈনিক ভােরের কাগজ পত্রিকা থেকে আপনি/আপনার নামীয় আইডির মাধ্যমে উক্ত খসড়া গ্রেডেশন তালিকা নিয়ে নেতিবাচক কিছু পােষ্ট/প্রকাশিত সংবাদ শেয়ার করেছেন, যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
এমতাবস্থায়, Social Media (Facebook)/দৈনিক ভােরের কাগজে প্রকাশিত এ ধরনের নেতিবাচক পােষ্ট/প্রকাশিত সংবাদ শেয়ার করার কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে সংযুক্ত তালিকায় উল্লিখিত সময় ও তারিখে পরিচালক (মাধ্যমিক) মহােদয়ের কক্ষে উপস্থিত হয়ে কারণ দর্শানাের জবাব প্রদান করার জন্য নির্দেশক্রমে উপরােধ করা হলাে।
বিষয়টি অতীব জরুরী
আপনার জন্য আরও কিছু তথ্য:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
আমাদের আরও কিছু ওয়েবসাইট: সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;