দিনাজপুর বোর্ডে ২০২০ সালে ৯ম শ্রেণিতে উত্তীর্ণদের সনদ প্রদান বিজ্ঞপ্তি
দিনাজপুর বোর্ডে ২০ সালে ৯ম শ্রেণিতে উত্তীর্ণদের সনদ প্রদান বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দিনাজপুর শিক্ষাবোর্ডের ওয়েবসাইট http://www.dinajpureducationboard.gov.bd/ তে ১৮ জানুয়ারি ২০২১ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২০২০ সালে অষ্টম শ্রেণি হতে নবম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের উত্তীর্ণ-সনদ প্রদান সংক্রান্ত বিষয়ে উল্লেখ করা হয়।
দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত ২০২০ সালে অষ্টম শ্রেণি হতে নবম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের “উত্তীর্ণ-সনদ প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-
এতদ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড, দিনাজপুর এর আওতাধীন সকল বিদ্যালয় প্রধান এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে,
করােনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জেএসসি পরীক্ষা গ্রহণ না করে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ণের ভিত্তিতে নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে।
Online-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা (list) প্রদর্শন:
অষ্টম শ্রেণি হতে নবম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা দিনাজপুর শিক্ষা বাের্ডের ওয়েবসাইট www.dinajpurboard.gov.bd) এর e-FF Link-এ আগামী ১৯/০১/২০২১ তারিখে প্রকাশ করা হবে।
উক্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের উত্তীর্ণ-সনদ প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবে।
ক) প্রতিষ্ঠানসমূহকে দিনাজপুর শিক্ষা বাের্ডের বর্ণিত ওয়েবসাইটের JSC eFF Link-এ Click করে প্রতিষ্ঠানের EIIN ও
JSC Registration-এর Password দিয়ে Login করে প্রাপ্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকার সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন
নম্বর ও নামের পার্শ্বের Select Button-এ ক্লিক করে Select করতে হবে।
খ) শিক্ষার্থী Select করার পর প্রাপ্ত Temporary List-এ Click করতে হবে।
গ) সকল শিক্ষার্থী Select হয়েছে কি-না তা ভালভাবে Temporary List-এ যাচাই/বাছাই করতে হবে।
ঘ) এরপর Generate Payslip Button-এ ক্লিক করে Payslip Generate করে Save দিতে হবে।
ঙ) অত:পর Final Candidate List Print করে প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করত: ০১ কপি নিজ প্রতিষ্ঠানে সংরক্ষণ
করতে হবে এবং ০১ সেট ফটোকপি আগামী ০১/০২/২০২১ তারিখের মধ্যে শিক্ষা বাের্ডের পরীক্ষা শাখায় জমা দিতে হবে।
চ) আগামী ২৮/০১/২০২১ তারিখের মধ্যে উপরােক্ত কার্যাদি সম্পন্ন করতে হবে।
ব্যাংকে কোন ফি জমা দিতে হবে না
দিনাজপুর বোর্ডে ২০ সালে ৯ম শ্রেণিতে উত্তীর্ণদের সনদ প্রদান বিজ্ঞপ্তি
আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–