২০২১ সালের ৭ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
২০২১ সালের ৭ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হবে আগামী ১৬ মার্চ ২০২১; শিক্ষার্থীদের মূল্যায়নের লক্ষ্যে ২০২১ শিক্ষাবর্ষের মাউশি কর্তৃক প্রকাশিত প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্টগুলোর মধ্যে ৭ম শ্রেণির জন্য নির্ধারিত এ্যাসাইনমেন্ট আলাদাভাবে পিডিএফ ও জেপিজি আকারে প্রকাশ করা হলো;
আরও দেখুন: ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশনা প্রকাশ
২০২১ সালের ৭ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করার জন্য এই পোস্টের শেষে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা এখান থেকে সরাসরি ওয়েবভার্সন পড়তে পারবেন।
মাধ্যমিক বিদ্যালয় সমূহে অধ্যয়নরত ৭ম শ্রেণির শিক্ষার্থীরা প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট সম্পন্ন করে ২৫ মার্চ ২০২১ এর মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা দিবেন।
মূল্যায়নের লক্ষ্যে ২০২১ সালে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ১ম সপ্তাহের এস্যাইনমেন্ট বা নির্ধারিত কাজ হিসেবে ৫ টি বিষয়ের ৫ টি এস্যাইনমেন্ট দেওয়া হয়েছে।
২০২১ শিক্ষাবর্ষে ৭ম শ্রেণির প্রথম সপ্তাহের বাংলা প্রথম পত্রের এ্যাসাইনমেন্ট
শ্রেণি: ৭ম, বিষয়: বাংলা ১ম পত্র;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১;
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: গদ্য
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুর
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
যৌক্তিকতা নিরুপণ: নিচে উল্লিখিত অংশটি সাধুরীতিতে রচিত উপযুক্ত কারণ দেখিয়ে তার যৌক্তিকতা তুলে ধর।
‘সংবাদ পাইলাম, কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতােমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে;
নির্দেশনা:
- শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের সহায়তা নিয়ে সাধুরীতির ৪৫টি বৈশিষ্ট্য লিখবে।
- উল্লিখিত পাঠ থেকে সর্বনাম, ক্রিয়াপদ, অব্যয় ও তৎসম শব্দের দৃষ্টান্ত চিহ্নিত করবে।
- যৌক্তিকতা সহ উপসংহার লিখবে।
মূল্যায়ন রুব্রিক্স:
অতি উত্তম:
- ১. বিষয়বস্তুর সঠিকতা;
- ২. যথাযথ দৃষ্টান্ত;
- ৩. বানান শুদ্ধতা;
- ৪. মৌলিকতা/নিজস্বতা
উত্তম: ১ টির ক্ষেত্রে ঘাটতি
ভালো: ২-৩ টির ঘাটতি
অগ্রগতি প্রয়ােজন: সকলক্ষেত্রেই ঘাটতি
৭ম শ্রেণির ২০২১ শিক্ষাবর্ষে ১ম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ ১ম অধ্যায়
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ
- পাঠ-১ (তাওহিদ)
- পাঠ-২ (তাওহিদ নৈতিকতা)
- পাঠ-৩ (কুফর)
- পাঠ-৪ (শিরক)
- পাঠ-৫ (ইমান মুফাস্সাল)
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
পােস্টার: আমাদের চারপাশে সৃষ্টিজগতের মাঝে মহান আল্লাহর একত্ববাদের অসংখ্য নমুনা বিদ্যমান; বাস্তব উদাহরণসহ এককত্ববাদের প্রমাণ উল্লেখ করে একটি পােস্টার তৈরি কর।
নির্দেশনা:
- পাঠ্যবইয়ের অধ্যায় এক এর সংশ্লিষ্ট পাঠের আলােকে বিষয়বস্তুর মৌলিক চাহিদাগুলাে শনাক্ত করতে হবে।
- আর্ট পেপার/ক্যালেন্ডারের উল্টাপৃষ্ঠা অথবা খাতার পৃষ্ঠা ব্যবহার করে পােস্টার তৈরি করা যেতে পারে।
- প্রয়ােজনে সহায়ক পুস্তকের সাহায্য নেওয়া যেতে পারে।
- পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলােচনা করে বিষয়ের সঠিকতা সম্পর্কে সম্যক ধারণা নেওয়া যেতে পারে।
একটি নমূনা উত্তর: আল্লাহর একাত্ববাদের প্রমাণ পোস্টার
মূল্যায়ন রুব্রিক্স:
অতি উত্তম:
- ১. বিষয়বস্তু পূর্ণমাত্রায় সঠিক ও ধারাবাহিক
- ২. কুরআন ও হাদিসের উদ্ধৃতি আরবিতে সঠিকভাবে লিখতে পারা
- ৩. লেখায় লক্ষনীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা
উত্তম:
- ১. বিষয়বস্তু অধিকাংশক্ষেত্রে সঠিক ও ধারাবাহিক;
- ২. কুরআন ও হাদিসের উদ্ধৃতি আরবিতে অধিকাংশক্ষেত্রে সঠিকভাবে লিখতে পারা;
- ৩. লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা;
ভালো:
- ১. বিষয়বস্তু সঠিক থাকলেও ধারাবাহিকতা অভাব।
- ২. কুরআন ও হাদিসের উদ্ধৃতি আংশিকভাবে আরবিতে লিখতে পারা।
- ৩. লেখায় সামান্য মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা;
অগ্রগতি প্রয়ােজন:
- ১. বিষয়বস্তু সঠিকতা ও ধারাবাহিকতার অভাব;
- ২. কুরআন ও হাদিসের উদ্ধৃতি লিখতে না পারা;
- ৩. লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা অনুপস্থিতি;
এছাড়া সপ্তম শ্রেণির প্রথম সপ্তাহের এস্যাইনমেন্ট-এ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং খৃষ্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের এ্যাসাইনমেন্ট রয়েছে। উপরের ডাউনলোড বাটনে ক্লিক করলে সকল বিষয়ের সাথে এই বিষয়গুলোর অ্যাসাইনমেন্ট ও পাওয়া যাবে। ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট পিডিএফ;
আপনার জন্য আরও কিছু তথ্য:
আরও দেখুন: ২০২১ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১ম সপ্তাহের ১ম এস্যাইনমেন্ট ডাউনলোড
২০২১ সালের মাধ্যমিক স্কুল সমূহের এসাইনমেন্ট উত্তর লেখা এবং এর সমাধান সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত পাওয়ার জন্য বাংলা নোটিশ ডটকমের বৃহৎ ফেসবুক গ্রুপে যোগ দিন এবং পরবর্তীতে অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ টি লাইক এবং ফলো করে রাখ।
মাদ্রাসা দাখিল ৭ম শ্রেণির ২০২১ সালের ১ম এ্যাসাইনমেন্ট ও সিলেবাস
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
২০২১ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণির সকল সপ্তাহের এ্যাসাইনমেন্ট এবং উত্তর দেখুন
১ম সপ্তাহে ৭ম শ্রেণির বাংলা এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
২য় সপ্তাহে ৭ম শ্রেণির ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
৩য় সপ্তাহে ৭ম শ্রেণির গণিত এবং কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
৪র্থ সপ্তাহে ৭ম শ্রেণির বিজ্ঞান এবং চারু ও কারুকলা এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
৫ম সপ্তাহে ৭ম শ্রেণির বাংলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
আমাদের আরও কিছু ওয়েবসাইট:
সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;