২০২১ সালের ৮ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
২০২১ সালের ৮ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে ১৬ মার্চ ২০২১; শিক্ষার্থীদের মূল্যায়নের লক্ষ্যে ২০২১ শিক্ষাবর্ষের মাউশি কর্তৃক প্রকাশিত প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্টগুলোর মধ্যে ৮ম শ্রেণির জন্য নির্ধারিত এ্যাসাইনমেন্ট আলাদাভাবে ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট পিডিএফ ও জেপিজি আকারে প্রকাশ করা হলো;
আরও দেখুন: ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশনা প্রকাশ
২০২১ সালের ৮ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করার জন্য এই পোস্টের শেষে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা এখান থেকে সরাসরি ওয়েবভার্সন পড়তে পারবেন।
মাধ্যমিক বিদ্যালয় সমূহে অধ্যয়নরত ৮ম শ্রেণির শিক্ষার্থীরা প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট সম্পন্ন করে ২৫ মার্চ ২০২১ এর মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা দিবেন।
মূল্যায়নের লক্ষ্যে ২০২১ সালে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ১ম সপ্তাহের এস্যাইনমেন্ট বা নির্ধারিত কাজ হিসেবে ৫ টি বিষয়ের ৫ টি এস্যাইনমেন্ট দেওয়া হয়েছে।
২০২১ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণির প্রথম সপ্তাহের বাংলা প্রথম পত্রের এ্যাসাইনমেন্ট
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১;
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: গদ্য (গল্প)
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: ‘পড়ে পাওয়া; বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
কেস স্টাডি: রিনা ও মলি স্কুলে নতুন বই আনতে গিয়েছে। বই নিয়ে বের হওয়ার সময় তারা স্কুলের মাঠে একটি দামি মােবাইল ফোন পেল। তারা তাদের সহপাঠী রনির সাথে বিষয়টি নিয়ে আলােচনা করে।
তারা সিদ্ধান্ত নেয় যে, ফোনের প্রকৃত মালিককে এটি ফেরত দেবে। কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দিতে পারে, সেই ধাপসমূহের বর্ণনা;
নির্দেশনা:
১। পড়ে পাওয়া’ গল্পটি ভালাে করে পাঠ করবে এবং গল্পের বাদল, বিধু, সিধু, তিনুরা সততা ও বুদ্ধিমত্তার দ্বারা যেভাবে বাক্সটি প্রকৃত মালিককে ফেরত দিয়েছিল, সেই অভিজ্ঞতার আলােকে অ্যাসাইনমেন্টটি তৈরি করবে।
একটি নমূনা উত্তর দেখুন: কুড়িয়ে পাওয়া মোবাইল প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া ধাপসমূহ পড়ুন
মূল্যায়ন রুব্রিক্স:
ক. অতি উত্তম:
- ১. বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা,
- ২.তথ্য, তত্ত্ব, ধারণা, সূত্র ইত্যাদি বিষয়ক সাথে সঙ্গতিপূর্ণ;
- ৩. লেখায় লক্ষ্যণীয় মাত্রায় নিজস্বতা সৃজনশীলতা;
- ৪. সার্থক বাক্যের যথাযথ প্রয়ােগ;
খ. উত্তম:
- ১. বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা,
- ২.তথ্য, তত্ত্ব, ধারণা, সূত্র ইত্যাদি বিষয়ব সাথে সঙ্গতিপূর্ণ;
- ৩. লেখায় সামান্য মাত্রায় নিজস্বতা সৃজনশীলতা;
- ৪. সার্থক বাক্য ব্যবহারে ঘাটতি;
গ. ভালাে
- ১. বিষয়বস্তুর সঠিকতা থাক ধারাবাহিকতার অভাব,
- ২.লেখায় তথ্য, তত্ত্ব, ধারণা, সূত্র ইত বিষয়বস্তুর সাথে আংশিকভাবে সঙ্গতিপূর্ণ;
- ৩. লেখায় সামান্য মাত্রায় নিজস্বতা সৃজনশীলতা;
- ৪. সার্থক বাক্য ব্যবহারে ঘাটতি;
ঘ. অগ্রগতি প্রয়ােজন:
- ১. বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিক অভাব;
- ২.লেখায় তথ্য, তত্ত্ব, ধারণা, সূত্র ইত্য বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ নয়;
- ৩. লেখায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব;
- ৪. সার্থক বাক্য ব্যবহারে ঘাটতি;
৮ম শ্রেণির ২০২১ শিক্ষাবর্ষে প্রথম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: আকাইদ
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ
- পাঠ-১ (ঈমান);
- পাঠ- ২ (নিফাক);
- পাঠ-৩ (আলআসমাউল হুসনা);
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ
মনে কর তােমার ঘনিষ্ঠ একজন সহপাঠীর আচরণে মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত হয়, তাকে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য তুমি কী কী উদ্যোগ নিতে পারাে- এ সম্পর্কিত একটি কর্মপরিকলপনা তৈরি করাে।
সংকেত:
- ১। সহপাঠীর কোন কোন আচরণে মুনাফিকের লক্ষণ তার উল্লেখ;
- ২। উক্ত আচরণগুলাে কেন ক্ষতিকর তার ব্যাখ্যা;
- ৩। উক্ত বিষয়ের কুরআন ও হাদিসের উদ্ধৃতি;
- ৪। সহপাঠীর মুনাফিকী আচরণ দূর করার উপায়;
- ৫। সহপাঠীকে মুমিন হওয়ার জন্য তােমার পদক্ষেপ;
নির্দেশনাঃ
- পাঠ্যপুস্তক থেকে উক্ত বিষয়ে ধারণা নেয়া যেতে পারে প্রয়ােজনে অভিভাবকের সহযােগিতা নেয়া যেতে পারে;
- মােবাইল বা যে কোন ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে বিষয় শিক্ষকের সাথে যােগাযােগ করা যেতে পারে;
- ইন্টারনেটের সাহায্য নেয়া যেতে পারে;
- অ্যাসাইনমেন্ট স্বহস্তে লিখতে হবে;
একটি নমূনা উত্তর: সহপাঠীর মুমিন বান্দা হতে সহায়তা পরিকল্পনা
মূল্যায়ন রুব্রিক্স:
নিচের নির্ণায়কের ভিত্তিতে শিক্ষক মূল্যায়ন করবেন এবং রেকর্ড সংরক্ষণ করবেন। প্রয়ােজনীয় ক্ষেত্রে ফিডব্যাক প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন নিশ্চিত করবেন।
অতি উত্তম:
- ১। কুরআন ও হাদিসের উদ্ধৃতি আরবিতে লিখা
- ২। ধারাবাহিকতা বজায় থাকা
- ৩। পর্যায় উপলব্ধি করে যৌক্তিক বিশ্লেষণ
- ৪। লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা
- ৫। বানান ও বাক্য গঠনে সঠিকতা
উত্তম:
- ১। কুরআন ও হাদিসের উদ্ধৃতির অনুবাদ
- ২। আংশিক ধারাবাহিকতা বজায় থাকা
- ৩। পর্যায় উপলব্ধি করে আংশিক যৌক্তিক বিশ্লেষণ
- ৪। লেখায় আংশিমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলত
- ৫। বানান ও বাক্য গঠনে সঠিকতা
ভালো:
- ১। কুরআন অথবা হাদিসের উদ্ধৃতির অনুবাদ
- ২। কিছুটা ধারাবাহিকতা বজায় থাকা
- ৩। পর্যায় উপলব্ধি করে আংশিক বিশ্লেষণ
- ৪। লেখায় আংশিকমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলত
- ৫। বানান ও বাক্য গঠনে সঠিকতা
অগ্রগতি প্রয়ােজন:
- ১। কুরআন অথবা হাদিসের উদ্ধৃতির অনুবা অভাব।
- ২। ধারাবাহিকতা বজায় না থাকা
- ৩। পর্যায় উপলব্ধি করে বিশ্লেষণ না করা
- ৪। লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা না থাকা
- ৫। বানান ও বাক্য গঠনে সঠিকতা না থাকা
অষ্টম শ্রেণির ২০২১ সালের ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট পিডিএফ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করার জন্য উপরের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।
আপনার জন্য আরও কিছু তথ্য:
আরও দেখুন: ২০২১ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১ম সপ্তাহের ১ম এস্যাইনমেন্ট ডাউনলোড
২০২১ সালের মাধ্যমিক স্কুল সমূহের এসাইনমেন্ট উত্তর লেখা এবং এর সমাধান সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত পাওয়ার জন্য বাংলা নোটিশ ডটকমের বৃহৎ ফেসবুক গ্রুপে যোগ দিন এবং পরবর্তীতে অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ টি লাইক এবং ফলো করে রাখ।
২০২১ শিক্ষাবর্ষের ৮ম শ্রেণির সকল সপ্তাহের এ্যাসাইনমেন্ট এবং উত্তর দেখুন
তোমাদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের ৭ম শ্রেণীর সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সেগুলোর পাতায় করানো উত্তরসমূহ দেওয়া হল। নিচে দেওয়া যেকোনো একটি সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর নামের উপর ক্লিক করলে তোমার কাঙ্ক্ষিত সেই সপ্তাহের এসাইনমেন্ট ও বাছাই করা নমুনা উত্তর সমূহ পেয়ে যাবে।
১ম সপ্তাহে ৮ম শ্রেণির বাংলা এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
২য় সপ্তাহে ৮ম শ্রেণির ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
৩য় সপ্তাহে ৮ম শ্রেণির গণিত এবং কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
৪র্থ সপ্তাহে ৮ম শ্রেণির বিজ্ঞান এবং চারু ও কারুকলা এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
৫ম সপ্তাহে ৮ম শ্রেণির বাংলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
নতুন করে তোমাদের জন্য সপ্তাহ ভিত্তিক অ্যাসাইনমেন্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে এই পোস্টটি আপডেট করা হবে। এটি রিলোড করার সাথে সাথেই তোমরা নতুন সপ্তাহের এসাইনমেন্ট এর লিঙ্ক পেয়ে যাবে।
মাদ্রাসা দাখিল ৮ম শ্রেণির ২০২১ সালের ১ম এ্যাসাইনমেন্ট ও সিলেবাস
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
আমাদের আরও কিছু ওয়েবসাইট:
সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;