আমার মুজিব শিরােনামে শিক্ষার্থীদের নিকট থেকে লেখা ও ছবি আহবান
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আমার মুজিব শিরোনামে ৬ষ্ঠ থেকে স্নাতক পর্যায়ের সকল শিক্ষার্থীদের থেকে লেখা আহবান করেছে মাউশি; জাতীয় শোক দিবসে আমার মুজিব শিরোনামে ১০০ শব্দের লেখা আহ্বান করেছে মাউশি;
মাউশি ওয়েবসাইটে ৩০ জুলাই ২০২০ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মাউশি এবং ০৩ জুলাই উক্ত বিজ্ঞপ্তি সংশোধনী প্রকাশ করা হয়;
- আরও পড়ুন: কলেজ ভর্তি আবেদন ফি প্রেরণের সবগুলো নিয়ম
মাউশি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি হল-
জাতীয় শােক দিবস ২০২০ ও মুজিববর্ষ উপলক্ষ্যে আমার মুজিব’ শিরােনামে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের নিকট থেকে নিম্নোক্ত বিভাগওয়ারী লেখা এবং ছবি আহবান করা হচ্ছে। মুজিব শতবর্ষে শত (১০০) শব্দের লেখা ও ছবি আঁকার মাধ্যমে শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালবাসা জানাবে।
তিনটি বিভাগে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে-
- ক – বিভাগে থাকবে : ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা
- খ – বিভাগে থাকবে : ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণির শিক্ষার্থীরা
- গ – বিভাগে থাকবে : একাদশ, দ্বাদস, আলীম (১ম ও ২য় বর্ষ) শ্রেণির শিক্ষার্থীরা
- ঘ – বিভাগে থাকবে : অনার্স, মাষ্টার্স, ডিগ্রী (পাস), ফাজিল ও কামিল শ্রেণির শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা শুধু লেখা, শুধু ছবি, অথবা লেখা ও ছবি একসঙ্গে জমা দিতে পারবে। লেখার জন্য প্রতি উপজেলায় প্রতিটি বিভাগ থেকে দুইজন করে শ্রেষ্ঠ লেখককে পুরষ্কার প্রদান করা হবে।
ছবির ক্ষেত্রে পুরষ্কারের জন্য শিল্পীদেরকে জাতীয়ভাবে নির্বাচন করা হবে। এক্ষেত্রে প্রতি বিভাগ থেকে ২৫ জন করে ৪টি বিভাগে মােট ১০০ জন পুরষ্কার পাবে। পরবর্তীতে বাছাই করা লেখা ও ছবিগুলাে নিয়ে ‘আমার মুজিব’ নামে একটি গ্রন্থ প্রকাশ করা হবে।
২। অনুসরণীয় নিয়মাবলী:
লেখার ক্ষেত্রে শিক্ষার্থীরা A4 সাইজের সাদা কাগজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে ‘আমার মুজিব’ শিরােনামে অনধিক ১০০ শব্দের একটি লেখা নিজ হাতে অথবা কম্পিউটারে (Nikosh Font-এ ১৩ সাইজে) লিখবে; ছবি আঁকার ক্ষেত্রে A4 সাইজের সাদা কাগজে/আর্ট পেপারে ‘আমার মুজিব’ বিষয়ে একটি ছবি আঁকবে (যে কোন মাধ্যমে)
শিক্ষার্থীরা লেখার ক্ষেত্রে লেখার নিচে এবং ছবির ক্ষেত্রে ছবির পিছনে বিভাগের নাম (ক/খ/গ/ঘ), নিজের নাম (বাংলায়), শ্রেণি, শাখা, শিফট, রােল নম্বর, যােগাযােগের জন্য নিজের অথবা অভিভাবকের মােবাইল ও ই-মেইল নম্বর (যদি থাকে) উল্লেখসহ পাসপাের্ট সাইজের একটি ছবি সংযুক্ত করবে।
অতঃপর লেখা/ছবি আগামী ০৮/০৮/২০২০ তারিখ দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে দাখিল করবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান লেখার ক্ষেত্রে নিচে এবং ছবির ক্ষেত্রে পিছনে সিলসহ প্রতিস্বাক্ষর প্রদানপূর্বক ০৮/০৮/২০২০ তারিখ অপরাহ্নের মধ্যেই সংশ্লিষ্ট থানা/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে থানা/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান হতে ই-মেইলে প্রাপ্ত সকল লেখা ও ছবি আগামী ০৯/০৮/২০২০ তারিখের মধ্যে জেলা শিক্ষা অফিসারের নিকট ই-মেইলে প্রেরণ করবেন।
৩। জেলা পর্যায়ে যাচাই-বাছাই কমিটি:
- ১) আহবায়ক – সংশ্লিষ্ট জেলার সর্বপ্রাচীন সরকারি কলেজের অধ্যক্ষ;
- ২) সদস্য – সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের একজন প্রতিনিধি;
- ৩) সদস্য – সংশ্লিষ্ট জেলা শহরে অবস্থিত পাবলিক পরীক্ষায় সেরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কর্তৃক মনােনীত একজন প্রতিনিধি যিনি বাংলা ভাল জানেন;
- ৪) সদস্য – সংশ্লিষ্ট জেলা শহরে অবস্থিত পাবলিক পরীক্ষায় সেরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
কর্তৃক মনােনীত একজন প্রতিনিধি যিনি বাংলা ভাল জানেন; - ৫) সদস্য – সংশ্লিষ্ট জেলা শহরে অবস্থিত পাবলিক পরীক্ষায় সেরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক মনােনীত একজন প্রতিনিধি যিনি বাংলা ভাল জানেন;
- ৬) সদস্য – আহবায়ক কর্তৃক মনােনীত সংশ্লিষ্ট জেলার চারুকলায় অভিজ্ঞ একজন ব্যক্তি;
- ৭) সদস্য সচিব – সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা অফিসার;
৪। জেলা পর্যায়ে যাচাই-বাছাই কমিটির কার্যপিরিধি:
- ক) সংশ্লিষ্ট জেলার শিক্ষার্থীদের নিকট হতে প্রাপ্ত লেখা আগামী ১২/০৮/২০২০ তারিখের মধ্যে যাচাই-বাছাইপূর্বক উপজেলাভিত্তিক। প্রতি বিভাগের জন্য ২টি করে লেখা নির্বাচন করতে হবে। যে সকল মহানগরে থানা মাধ্যমিক শিক্ষা অফিস রয়েছে শুধুমাত্র সে সকল মহানগরের থানা মাধ্যমিক শিক্ষা অফিসের অধিক্ষেত্রকে একটি থানা (উপজেলা) হিসাবে গণ্য করতে হবে;
- খ) জেলা পর্যায় হতে নির্বাচিত লেখা Nikosh Font-এ ১৩ সাইজে টাইপ করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পাসপাের্ট সাইজের ছবি ও বিস্তারিত তথ্য আগামী ১৩/০৮/২০২০ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ই-মেইলে প্রেরণ করতে হবে। একইসঙ্গে জেলার উপজেলাভিত্তিক বিভাগওয়ারী নির্বাচিত শিক্ষার্থীদের তালিকাতে জেলা কমিটির সকল সদস্য স্বাক্ষর করবেন এবং তা স্ক্যান করে মাউশি অধিদপ্তরে প্রেরণ করবেন। মাউশি অধিদপ্তরের ই-মেইল নম্বর পরবর্তীতে প্রেরণ করা হবে;
- গ) ই-মেইলে প্রাপ্ত শিক্ষার্থীদের আঁকা সকল ছবিই JPG ফরমেটে A4 সাইজে হাই রেজুলেশনে (সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজেদের পাসপাের্ট সাইজের ছবিসহ) শিক্ষার্থীদের বিস্তারিত তথ্যসহ আগামী ১৩/০৮/২০২০ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ই-মেইলে প্রেরণ করতে হবে; এবং
- ঘ) লেখা, ছবি ও অন্যান্য তথ্যাদি সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে সংরক্ষণ করতে হবে।
০৩ আগষ্ট আমার মুজিব শিরোনামে প্রকাশিত বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করে মাউশি:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার গত ৩০ জুলাই, ২০২০ তারিখের ‘আমার মুজিব’ শিরােনামে শিক্ষার্থীদের নিকট থেকে লেখা ও ছবি আহবান সংক্রান্ত ৩৭.০২.০০০০.১০২.৯৯.০০২.২০.১৪০ নম্বর বিজ্ঞপ্তির অনুবৃত্তি ক্রমে নিম্নরূপ সংশােধন/সংযােজন করা হলাে:
- ১। শিক্ষার্থীদের নিকট থেকে প্রাপ্ত লেখা Nikosh Font এর পরিবর্তে SutonnyMJ Font-এ পাঠাতে হবে। জেলা পর্যায় হতে লেখার সফট কপি MS Word Document-এ এবং PDF আকারে ই-মেইলে প্রেরণ করতে হবে। জেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটি নির্বাচিত লেখাসমূহের সফট কপি প্রেরণের পূর্বে প্রুফ দেখে প্রেরণ করবেন।
- ২। ঢাকা জেলা কমিটিতে নিম্নোক্ত কমর্কতাগণ সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হবেন:
- ১) উপপরিচালক (কলেজ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ঢাকা অঞ্চল, ঢাকা;
- ২) উপরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ঢাকা অঞ্চল, ঢাকা;
- ৩) আহবায়ক কর্তৃক মনােনীত সরকারি কলেজের একজন শিক্ষক যিনি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ;
- ৪) উপপরিচালক (মাধ্যমিক), ঢাকা অঞ্চল, ঢাকা কর্তৃক মনােনীত সরকারি স্কুলের একজন শিক্ষক যিনি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ।
আরও পড়ুন: ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন দাখিলের জন্য করণীয়
- ৩। চট্টগ্রাম জেলা কমিটিতে নিম্নোক্ত কর্মকর্তাগণ সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হবেন:
- ১) উপপরিচালক (কলেজ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম;
- ২) উপরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম;
- ৪। জেলা শিক্ষা অফিস সংশ্লিষ্ট জেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটিকে সাচিবিক সহযােগিতা প্রদান করবে। এজন্য জেলা শিক্ষা অফিসের একজন ডাটা এন্ট্রি অপারেটর/অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও একজন অফিস সহায়ককে নিয়ােজিত করা যাবে।
সংশোধিত বিজ্ঞপ্তি ডাউনলোড করুন