৫ম শ্রেণি বিজ্ঞান ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ, মে ২০২১
প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রণীত অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ও পরীক্ষামূলক বাড়ীর কাজের অংশ হিসেবে ৫ম শ্রেণি বিজ্ঞান ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ, মে ২০২১ দেওয়া হল। বিজ্ঞান ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা;
পাঠ পরিকল্পনায় মে ০২, ২০২১ থেকে মে ০৪, ২০২১ পর্যন্ত প্রথম সপ্তাহে ৫ম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার্থীরা ৪ মে ২০২১ পর্যন্ত প্রাথমিক বিজ্ঞান বইয়ের আমাদের পরিবেশ অধ্যায়টি সম্পূর্ণ পড়বে এবং ০২ তারিখের জন্য প্রদত্ত বাড়ীর কাজটি সম্পন্ন করবে।
পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা, মে ২০২১
তোমাদের প্রাথমিক বিজ্ঞান পাঠ্য বইয়ের ১ম অধ্যায় আমাদের পরিবেশ পাঠটি ০৪ মে ২০২১ পর্যন্ত ০৩টি পাঠে পড়বে। তোমাদের পড়ার সুবিদাথের্ পাঠটি নিচের দেওয়া হল।
অধ্যায়: ১-আমাদের পরিবেশ
১. জীব ও জড় বস্তুর মধ্যকার সম্পর্ক
পরিবেশের উপাদানগুলােকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করি। মানুষ, পশু-পাখি, গাছপালা এরা হলাে জীব। মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হলাে জড়।
প্রশ্ন : জীব কীভাবে জড়ের উপর নির্ভরশীল?
কাজ- বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়ােজন;
কী করতে হবে :
১. নিচে দেখানাে ছকের মতাে খাতায় একটি ছক তৈরি করি।
জীব | বেঁচে থাকার জন্য যে জড় বস্তু প্রয়ােজন |
মানুষ | |
অন্যান্য প্রাণী | |
উদ্ভিদ |
২. জীবের বেঁচে থাকার জন্য যে সকল জড় বস্তুর প্রয়ােজন তার একটি তালিকা তৈরি করি।
৩. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলােচনা করি।
- সহপাঠী-১: সূর্যের আলাে ও বায়ু জীব না জড়?
- সহপাঠী-২: খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলাে, বাতাস ও অন্যান্য জিনিস প্রয়ােজন।
সারসংক্ষেপ
মানুষ:
বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে। মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার। জন্য পানি প্রয়ােজন।
পুষ্টির জন্য খাবার প্রয়ােজন। ফসল ফলানাে ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়ােজন।
এছাড়াও জীবন যাপনের জন্য বাসস্থান, আসবাবপত্র, পােশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়ােজন।
অন্যান্য প্রাণী:
বেঁচে থাকার জন্য মানুষ জড়ের উপর নির্ভরশীল অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল। সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়ােজন।
মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। অনেক পােকামাকড়-কেঁচো ইত্যাদি মাটিতে বাস করে। আবার মাছ, চিংড়ি পানিতে বাস করে।
উদ্ভিদ:
বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর অক্সিজেন নির্ভর করে। যেমন- মাটি, পানি, বায়ু ইত্যাদি।
তাছাড়া সূর্যের আলাের উপরেও উদ্ভিদ নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলাে, পানি ও বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।
পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল। যেমন- শাপলা, কচুরিপানা ইত্যাদি) উদ্ভিদ জড় বস্তুর উপর নির্ভরশীল জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল।
কোনাে স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলাে ওই স্থানের বাস্তুসংস্থান।
২. উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা
প্রশ্ন : উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অপরের উপর নির্ভরশীল?
কাজ-পারস্পরিক নির্ভরশীলতা
কী করতে হবে :
১. নিচে দেখানাে ছকের মতাে খাতায় একটি ছক তৈরি করি।
জীব | কীভাবে পরস্পর নির্ভরশীল |
উদ্ভিদ | |
প্রাণী |
২. কীভাবে উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল নিচের ছবিটি পর্যবেক্ষণ করে তার একটি তালিকা তৈরি করি।
৩. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলােচনা করি।
উপরোক্ত পাঠগুলো যথা সময়ে অর্থ্যাৎ ০৪ মে ২০২১ এর পূর্বে শেষ করবে এবং প্রয়োজনীয় কাজগুলো করে রাখবে।
পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান ১ম সপ্তাহের বাড়ীর কাজ, মে ২০২১
অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা অনুযায়ী তোমাদের জন্য ০২ মে ২০২১ তারিখে প্রাথমিক বিজ্ঞান থেকে একটি বাড়ীর কাজ রাখা হয়েছে।
শিক্ষকরা তোমাদের নিকট প্রাথমিক বিজ্ঞান এর ১ম সপ্তাহের বাড়ীর কাজটি পৌছাবেন। তোমরা চাইলে এই পোস্টের শেষে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে।
কাজ: বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়ােজন।
কী করতে হবে:
১. শিক্ষার্থীরা পৃষ্ঠা ২-এ বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়ােজন শীর্ষক কাজটি করার জন্য নিচের নির্দেশনা অনুসরণ করবে।
২. শিক্ষার্থীরা জীবের বেঁচে থাকার জন্য যে জড় বস্তুর প্রয়ােজন তা নিচের ছকের ডান পাশে লিখবে।
৫ম শ্রেণি বিজ্ঞান ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ, মে ২০২১ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন
পঞ্চম শ্রেণীর অন্যান্য বিষয়ের প্রথম সপ্তাহের বাড়ির কাজ:
- ইংরেজি প্রথম সপ্তাহের বাড়ির কাজ পঞ্চম শ্রেণি
- বাংলা সপ্তাহের বাড়ির কাজ পঞ্চম শ্রেণি
- গণিত প্রথম সপ্তাহের বাড়ির কাজ পঞ্চম শ্রেণি
- প্রাথমিক বিজ্ঞান প্রথম সপ্তাহের বারের কাজ পঞ্চম শ্রেণী
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রথম সপ্তাহের বাড়ির কাজ পঞ্চম শ্রেণি
- ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম সপ্তাহের করে ক্লাস পঞ্চম শ্রেণি
- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের প্রথম সপ্তাহের পঞ্চম শ্রেণি
সপ্তাহব্যাপী পঞ্চম শ্রেণীর প্রতিদিনের বাড়ির কাজ পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ এবং পেইজটি লাইক এবং ফলো করবেন।
প্রকাশিত হওয়ার সাথে সাথে প্রাথমিক বিদ্যালয়ের বাড়ীর কাজ ও পাঠ পরিকল্পনা পাওয়ার জন্য গুগল প্লে-স্টোর থেকে আমাদের এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
আপনার জন্য আরও কিছু তথ্য:
৫ম শ্রেণি বিজ্ঞান ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ, মে ২০২১