৫ম শ্রেণি ইংরেজি ১ম সপ্তাহের বাড়ীর কাজ ও পাঠপরিকল্পনা, মে ২০২১

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ), ময়মনসিংহ কর্তৃক প্রণীত প্রাথমিক বিদ্যালয় অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য কোভিড-১৯ সময়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা এবং স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক বাড়ির কাজ ৫ম শ্রেণি ইংরেজি বিষয়ের ১ম সপ্তাহের বাড়ীর কাজ ও পাঠপরিকল্পনা দেওয়া হল।

প্রথম সপ্তাহে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের English for today বই থেকে Unit-1 (Hello) অংশ থেকে ০২ মে ২০২১ থেকে ০৬ মে ২০২১ পর্যন্ত পাঠ নির্ধারণ করা হয়েছে।

১ম সপ্তাহের পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয় থেকে ০৫ টি পাঠ পরিকল্পনা এবং ০২ টি বাড়ীর কাজ নির্ধারণ করা হয়েছে।

৫ম শ্রেণির ইংরেজি বিষয়ের ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা

তোমাদের ইংরেজি English for today বই থেকে Unit-1 (Hello) থেকে Lesson 1 to 5 পাঠ নির্ধারণ করা হয়েছে। তোমরা শিক্ষকদের প্রদত্ত নির্দেশনা ও অভিভাবকের সহায়তায় প্রদত্ত পাঠটি সম্পন্ন করবে।

তোমাদের জন্য পঞ্চম শ্রেণির ইংরেজি বইয়ের পাঠটি নিচে দেওয়া হল। এখান থেকে অনুশীলন করতে পারবে অথবা চাইলে তোমাদের ইংরেজি বই থেকেও তা অনুশীলন করতে পারবে।

পাঠ থেকে তোমাদের জন্য নির্ধারিত বাড়ীর কাজগুলো দেওয়া হয়েছে। এবং পোস্টের শেষে বাড়ীর কাজ ডাউনলোড করার অপশনটিও চালু রাখা হয়েছে।

2nd May 2021 : Unit-1, Hello, Lesson-1

A – Read and Say:

Part-A of Lesson One

Sima: Hello! May I introduce myself? I’m Sima.

Jessica: Hi! I’m Jessica.

Sima: Where are you going, Jessica?

Jessica: I’m going to Chattogram. I’m on holiday with my father.

Sima: Really? Where are you from?

Jessica: I’m from the United Kingdom. Are you from Dhaka?

Sima: No, I’m from Sylhet. That’s where we’re going. Our train is leaving in 10 minutes.

Jessica: Have a good journey.

Sima: Thank you. Nice meeting you, Jessica. Have fun in Chattogram.

Jessica: Thanks. Nice meeting you, too, Sima.

3rd May 2021 : Lesson: 2-3

B. Pair work. Ask and answer the questions.

1. Where is Jessica going?

2. Why is Jessica going there?

3. Where is Jessica from?

4. Is Sima from Dhaka?

5. Where is Sima going?

6. When is Sima’s train leaving?

7. Where are Sima and Jessica?

There is a homework in 3rd may 2021. You will find it on homework section in this post.

4th May 2021 : Lesson: 2-3 (Language Focus)

C. Useful expressions:

  • At the beginning of a conversation: May I introduce myself? I’m…
  • At the end of a conversation: Nice meeting you. See you. See you later.

D. Pairwork. Introduce yourself. Use the useful expressions.

5th May 2021 : Lesson: 4-5

Lesson 4-5

E. Read and say.

Sima and Tamal are in the Town Hall Language Club. They come to the club to practise speaking English. They listen to CDs and watch DVDs in English, or speak English with friends. Today there is a new person in the club. He is a young man. He is reading a book about Bangladesh.

Sima: Look, Tamall Who’s that gentleman? Do you know him?

Tamal: Yes. That’s Andy Smith. He’s working with an NGO here. I met him yesterday at the bookshop.

Sima: Maybe we can practise our English with him.

Tamal: Good idea. I’ll introduce you to him. Come with me.

6th May 2021 : Lesson: 4-5

F. Pairwork. Ask and answer the questions.

1. Where are Sima and Tamal?

2. Why do they go there?

3. Who is the new person there?

4. What is he reading?

5. Where did Tamal meet the new person?

6. Why does Sima want to meet the new person?

৫ম শ্রেণির ১ম সপ্তাহের ইংরেজি বাড়ীর কাজ English for today for class Five 1st week homework may 2021

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের দুটো বাড়ীর কাজ নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা শিক্ষকদের থেকে অথবা বাংলা নোটিশ ডট কম এর পেইজ থেকে বাড়ীর কাজগুলো সংগ্রহ করে অভিভাবকের সহায়তা পাঠ অনুশীলনের মাধ্যমে সম্পন্ন করবে।

নিচের তোমাদের ইংরেজি বিষয়ের বাড়ীর কাজগুলো দেওয়া হল।

পঞ্চম শ্রেণি ইংরেজি বাড়ীর কাজ-১

উপরোক্ত পাঠ থেকে শিক্ষকরা ০৩ মে ২০২১ এর যুগ্ন কাজের জন্য প্রদত্ত প্রশ্নগুলোকে বাড়ীর কাজ হিসেবে দিবেন। প্রশ্নগুলো পুনরায় দেওয়া হল-

B. Pair work. Ask and answer the questions.

  • 1. Where is Jessica going?
  • 2. Why is Jessica going there?
  • 3. Where is Jessica from?
  • 4. Is Sima from Dhaka?
  • 5. Where is Sima going?
  • 6. When is Sima’s train leaving?
  • 7. Where are Sima and Jessica?

পঞ্চম শ্রেণি ইংরেজি বাড়ীর কাজ-২

০৬ মে ২০২১ এর বাড়ীর কাজ হিসেবে নিন্মোক্ত প্রশ্নগুলো দেওয়া হবে। F. Pairwork. Ask and answer the questions.

  • 1. Where are Sima and Tamal?
  • 2. Why do they go there?
  • 3. Who is the new person there?
  • 4. What is he reading?
  • 5. Where did Tamal meet the new person?
  • 6. Why does Sima want to meet the new person?

পঞ্চম শ্রেণীর অন্যান্য বিষয়ের প্রথম সপ্তাহের বাড়ির কাজ:

সপ্তাহব্যাপী পঞ্চম শ্রেণীর প্রতিদিনের বাড়ির কাজ পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ এবং পেইজটি লাইক এবং ফলো করবেন।

প্রকাশিত হওয়ার সাথে সাথে প্রাথমিক বিদ্যালয়ের বাড়ীর কাজ ও পাঠ পরিকল্পনা পাওয়ার জন্য গুগল প্লে-স্টোর থেকে আমাদের এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

৫ম শ্রেণি ইংরেজি ১ম সপ্তাহের বাড়ীর কাজ ও পাঠপরিকল্পনা, মে ২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *