৫ম শ্রেণি বাংলা ১ম সপ্তাহের বাড়ীর কাজ ও পাঠপরিকল্পনা, মে ২০২১

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ), ময়মনসিংহ কর্তৃক প্রণীত প্রাথমিক বিদ্যালয় অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য কোভিড-১৯ সময়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা এবং স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক বাড়ির কাজ ৫ম শ্রেণি বাংলা ১ম সপ্তাহের বাড়ীর কাজ ও পাঠপরিকল্পনা দেওয়া হল। 

প্রথম সপ্তাহে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের বাংলা বই থেকে এই দেশ এই মানুষ গল্প থেকে ০২ মে ২০২১ থেকে ০৬ মে ২০২১ পর্যন্ত পাঠ নির্ধারণ করা হয়েছে। 

এবং চতুর্থ শ্রেণীর শিখন ঘাটতি পূরণের জন্য ০৬ মে ২০২১ চতুর্থ শ্রেণীর বাংলাদেশের প্রকৃতি অনুচ্ছেদের অনুশীলনী ৬ পাঠ এবং বাড়ীর কাজ দেওয়া হয়েছে। 

পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের বাড়ির কাজ হিসেবে ০৬ মে ২০২১ রোজ-বৃহস্পতিবার চতুর্থ শ্রেণির বাংলাদেশের প্রকৃতি অনুশীলনী ৬ এর চতুর্থ শ্রেণির বাড়ির কাজ এবং পঞ্চম শ্রেণীর এই দেশ এই মানুষ পাঠ-৫ এর পঞ্চম শ্রেণির বাড়ির কাজ দেওয়া হয়েছে। 

তোমাদের জন্য ৫ম শ্রেণীর আমার বাংলা বই এর বাড়ির কাজ গুলো দেওয়া হল তোমরা চাইলে নিচের ডাউনলোড বাটনে থেকে পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ের বাড়ির কাজ ও পাঠ পরিকল্পনার ডাউনলোড করে নিতে পারে।

 ৫ম শ্রেণির ১ম সপ্তাহের পাঠ পরিকল্পনা মে ২০২১

০২ মে ২০২১ থেকে ০৬ মে ২০২১ পর্যন্ত পঞ্চম শ্রেণির আমার বাংলা বইয়ের এই দেশ এই মানুষ প্রবন্ধ থেকে পাঠপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থীরা ০২ থেকে ০৫ মে পর্যন্ত এই দেশ এই মানুষ অনুচ্ছেদটি পড়ে শেষ করবে এবং ০৬ মে ২০২১ দুটো বাড়ীর কাজ সম্পন্ন করবে।

৫ম শ্রেণি বাংলা বাড়ীর কাজ (চতুর্থ শ্রেণির ঘাটতি পূরণের জন্য)-১

শিখণ ঘাটতি পূরণের জন্য ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ৪র্থ শ্রেণির আমার বাংলা বই এর বাংলাদেশের প্রকৃতি অনুশীলনী-৬ পড়বে এবং ৪র্থ শ্রেণির বাংলা বিষয়ের বাড়ীর কাজ-১ সম্পন্ন করবে।

৫ম শ্রেণি বাংলা বাড়ীর কাজ-১
৫ম বাড়ীর কাজ-১

শিক্ষার্থীরা উপরোক্ত বাড়ীর কাজের ছবিটি অভিভাবকের সহায়তা প্রিন্ট করবে অথবা শিক্ষকগণ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বিতরণ করবেন। শিক্ষার্থীর নাম, রোল, ও তারিখ সঠিকভাবে লিখবে।

বাড়ীর কাজ ও নিদের্শনা

নির্দেশনাঃ “বাংলাদেশের প্রকৃতি” বর্ণনামূলক রচনাটি মনােযােগ সহকারে পড়ি ও অনুশীলনীর কাজগুলাে আলাদা পৃষ্ঠায় লিখি।

নিচের অনুশীলনীর প্রশ্নগুলো লিখবে:

১. শব্দগুলাে পাঠ থেকে খুঁজে বের করি, ও বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি:

ইলশেগুঁড়ি, মূষলধারে, পেঁজা, তুলাে, ষড়খন্তু, বর্ষাকাল, অসহ্য, খ্রীষ্ম তাপ, পাড়, বিচিত্র, নবান্ন।

২. নিচের প্রশ্নগুলাের উত্তর বলি ও লিখি:

  • ক. বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে-যায়?
  • খ. বছরের বারাে মাসের নাম বলি এবং লিখি।
  • গ. কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয়? বলি এবং লিখি।
  • ঘ. আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি।
  • ঙ. কোন ঋতু আমার বেশি পছন্দ? পছন্দের কারণ কী? লিখে জানাই;

৩. ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি:

  • ক. আমাদের দেশ …………… দেশ। (সোনালী ধানের)
  • খ. গ্রীষ্মকে বলা হয় ……………… (উত্তুরে)
  • গ. বর্ষায় ফোটে …………. নানা ফুল। (ষড় ঋতুর)
  • ঘ. হেমন্তু …………….. ঋতু। (কদম, কেয়া ও আরও)
  • ঙ. শীতকালে ……………. হাওয়া বয়। (মধুমাস)

৪. ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বা দিকের শব্দের সঙ্গে মেলাই।

  • যাওয়া – ফুরফুরে বাতাস
  • খেজুরের – আসা
  • বসন্তকাল – প্রচণ্ড গরম
  • পিঠা – রস
  • গ্রীষ্ম – পুলি
বাংলা ১ম সপ্তাহের বাড়ীর কাজ ও পাঠপরিকল্পনা 02
দ্বিতীয় অংশ

৫. নিচের ছকে খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি:

ক. আকাশ তখন কালাে ঘন মেঘে ছেয়ে যায়। (………….)

খ. নদীর পাড় সাদা কাশফুলে ভরে যায়। (………..)

গ. রৌদ্রের অসহ্য তাপ। (…………)

ঘ. এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। (…………)

ঙ. এ সময়ে কৃষকের ঘর সােনালি ফসলে ভরে ওঠে। (…………)

চ. গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। (…………)

৬. নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ্য ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই:

কোকিলের ডাক মিষ্টি

ব্যক্তি, বস্তু, সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ্য। উপরের বাক্যটিতে কোকিল হলাে বিশেষ্য পদ। কিন্তু কোকিলের ডাক কেমন? মিষ্টি। এটি বিশেষণ পদ। যে শব্দ বিশেষ্য পদের কোনাে গুণ বা চরিত্র প্রকাশ করে, সেটিই বিশেষণ। এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি

বিশেষ্যবিশেষণ
কোকিলমিষ্টি

এবার নিচের বাক্যগুলাে পড়ি। বিশেষ্য পদগুলােকে গােল (O) চিহ্ন দিয়ে ও বিশেষণ পদগুলাের নিচে দাগ চিহ্ন (-) দিয়ে চিহ্নিত করি।

ক. তখন হাড় কাঁপানাে শীত।

খ. আকাশ হয়ে ওঠে ঘন নীল।

গ. ফুরফুরে সুন্দর বাতাস বয়।

ঘ. গ্রীষ্মে মিষ্টিফল পাওয়া যায়।

৭. কর্ম অনুশীলন: আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি।

উপরোক্ত অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখে অভিভাবকের সহায়তায় স্বাস্থ্য বিধি মেনে সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের নিকট জমা দিতে হবে। প্রয়োজনে শিক্ষকের নির্দেশনা অনুসরণ করবে।

চতুর্থ শ্রেণির আমার বাংলা বইয়ে আমাদের প্রকৃতি রচনাটি পড়তে এখানে ক্লিক করুন।

৫ম শ্রেণি বাংলা বাড়ীর কাজ-১

বাংলা ১ম সপ্তাহের বাড়ীর কাজ ও পাঠপরিকল্পনা 03

তোমাদের জন্য পঞ্চম শ্রেণি আমার বাংলা বই এর বাড়ীর কাজ সমূহ হল-

এই দেশ এই মানুষ” বর্ণনামূলক রচনাটি মনােযােগ সহকারে পড়ি ও অনুশীলনীর কাজগুলাে আলাদা পৃষ্ঠায় লিখবে।

১. শব্দগুলাে পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি:

সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক, সাংগ্রাই, বিজু

২. ঘরের ভিতরের শব্দগুলাে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি:

সৌভাগ্যপ্রকৃতিবৈচিত্র্যবেলাভূমিপ্রান্তরসার্থক

ক. আমাদের ………………………….. যে আমরা এদেশে জন্মেছি।

খ. আমাদের দেশে রয়েছে সুন্দর …………।

গ. কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের …….…।

ঘ. একই দেশ অথচ কত ……..………..।

ঙ. দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, ………………., পাহাড়, সমুদ্র-এইসব।

চ. দেশকে ভালােবাসার মধ্য দিয়েই ……….. হয়ে উঠবে আমাদের জীবন।

৩. নিচের প্রশ্নগুলাের উত্তর বলি ও লিখি:

ক. বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে?

খ. বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলাের নাম কী?

গ. বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কী কী?

ঘ. “দেশ হলাে জননীর মতাে।” দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন?

ঙ. জেলেদের পেশা কী? তারা যদি কাজ না করে তাহলে আমাদের কী হতে পারে?

চ. “ধর্ম যার যার, উৎসব যেন সবার।”- এ কথার দ্বারা কী বােঝানাে হয়েছে?

ছ. দেশকে কেন ভালােবাসতে হবে?

৪. নিচের অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি করি:

দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র- এইসব। দেশ হলাে জননীর মতাে। মা যেমন আমাদের মেহমমতা, ভালােবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনই আমাদের বাঁচিয়ে রেখেছে।

এ দেশকে আমাদের ভালােবাসতে হবে। দেশকে ভালােবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।

৫ম শ্রেণি বাংলা ১ম সপ্তাহের বাড়ীর কাজ ও পাঠপরিকল্পনা ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

পঞ্চম শ্রেণীর অন্যান্য বিষয়ের প্রথম সপ্তাহের বাড়ির কাজ:

সপ্তাহব্যাপী পঞ্চম শ্রেণীর প্রতিদিনের বাড়ির কাজ পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ এবং পেইজটি লাইক এবং ফলো করবেন।

প্রকাশিত হওয়ার সাথে সাথে প্রাথমিক বিদ্যালয়ের বাড়ীর কাজ ও পাঠ পরিকল্পনা পাওয়ার জন্য গুগল প্লে-স্টোর থেকে আমাদের এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

৫ম শ্রেণি বাংলা ১ম সপ্তাহের বাড়ীর কাজ ও পাঠপরিকল্পনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *