বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের e-Requisition সংশােধন সম্পর্কিত নির্দেশনা
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের e-Requisition সংশােধন সম্পর্কিত একটি জরুরী নির্দেশনা প্রদান করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ); ০৩ মার্চ ২০২১ NTRCA ওয়েবসাইটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রদত্ত ই-রিকুইজেশন সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের e-Requisition সংশােধন সম্পর্কিত নির্দেশনা বিজ্ঞপ্তিতে বলা হয়-
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়ােগের লক্ষ্যে এ কার্যালয়ে দাখিলকৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ই-রিকুইজিশনে বিভিন্ন ধরণের ভুল থাকায় তা পুনরায় যাচাই করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তার জেলার মােট চাহিত পদের তথ্য এতদসংগে সংযুক্ত করা হল (কপি সংযুক্ত)।
উক্ত তথ্য যাচাইকালে নিম্নলিখিত বিষয়গুলাে উল্লেখ করতে হবে:
- ১। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ জনবল কাঠামাে অনুযায়ী চাহিত পদটি প্যাটার্নভুক্ত ও শুন্য কিনা?
- ২। চাহিত পদটি সঠিক বিষয়ের কিনা?
- ৩। পদটি MPO বা Non MPO কিনা?
- ৪। পদটি মহিলা কোটা ভুক্ত কিনা?
- ৫। নতুন করে কোন শূন্য পদের চাহিদা প্রদান করা যাবে না।
উপযুক্ত বিষয়গুলাে বিবেচনা করে তার জেলার সকল ই-রিকুইজিশন আগামী ১৪.০৩.২০২১ তারিখের মধ্যে http://ngi.teletalk.com.bd এর মাধ্যমে নিজ নিজ Panel এর USER ID এবং Password দিয়ে Log In করে যাচাই বাছাই পূর্বক প্রয়ােজনীয় ক্ষেত্রে সংশােধন করবেন।
সংশােধিত হালনাগাদ তথ্যের সফটকপি এ কার্যালয়ে প্রেরণ করার জন্য অনুরােধ করা হলো।
উল্লেখ্য যে, যাচাই বাছাই অন্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পদগুলো সংশোধন করা হবে শুধু সেগুলাে বর্ণিত তারিখের মধ্যে হার্ড কপি এ কার্যালয়ে প্রেরণ করার জন্য অনুরােধ করা হল।
পুনঃযাচাইকৃত পদগুলাের মধ্যে কোন ধরণের ভুল থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে দায়ভার বহন করতে হবে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের e-Requisition সংশােধন সম্পর্কিত নির্দেশনা বিজ্ঞপ্তি
আপনার জন্য আরও কিছু তথ্য:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
আমাদের আরও কিছু ওয়েবসাইট: সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;