Digital Monitoring System DMS এর জন্য স্কুল ও কলেজ এর তথ্য প্রেরণের নির্দেশ
Digital Monitoring System (DMS) App-এ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের (সরকারি ও বেসরকারি) অন্তর্ভুক্তির জন্য তথ্য প্রেরণ করার নির্দেশ দিয়েছে মাউশি; সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ মনিটরিং করার জন্য একটি সফটওয়্যার ডেভেলাপ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতি নির্ধারিত ছকে তথ্য প্রেরণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে;
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর- ৩৭.০২.০০০০,১১৫.১৬.০০২.১৯.১৪৭ এবং তারিখঃ ০৭/১০/২০২০ Digital Monitoring System (DMS) app-এ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের (সরকারি ও বেসরকারি) অন্তর্ভুক্তির জন্য তথ্য প্রেরণ প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতি বলা হয়-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাৰ্থীন মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের পরিদর্শন কার্যক্রমকে আরও সহজ এবং নির্ভরযােগ্য করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন ছকের তথ্যসমূহ Digital Monitoring System App এর মাধ্যমে সংগ্রহ করা এবং mmcm.gov.bd ওয়েবসাইটের জ্যাশবাের্ডের মাধ্যমে নিয়মিত পরিবীক্ষণ করা হচ্ছে।
এমতাবস্থায়, দেশের সকল কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের (সরকারি ও বেসরকারি) তথ্য ‘উক্ত app এর মধ্যে সন্নিবেশিত করা প্রয়োজন। এলক্ষ্যে নিমােক্ত ছক অনুযায়ী তথ্য প্রয়োজন।
ছকটি ডাউনলোড করে উপযুক্ত তথ্যসমূহ পূরণ পূর্বক পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে director.mew@gmail.com ই-মেইল ঠিকানায় প্রেরণ করার জনা অনুরােধ করা হলাে।
(প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক), মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর স্বাক্ষরিত-
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন
Digital Monitoring System (DMS) App-এ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের (সরকারি ও বেসরকারি) অন্তর্ভুক্তির জন্য তথ্য প্রেরণ প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তথ্য প্রেরণের নমূনা ছকটি ডাউনলোড করুন:
আপনার জন্য আরও কিছু জরুরী নোটিশ-