নতুন EMIS সফটওয়্যার লগইন ও ব্যবহারবিধি
শিক্ষার উন্নয়ন ও আধুনিক সুবিধা প্রদানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর নিজস্ব একটি সফটওয়্যার সিস্টেম রয়েছে যা Education Management Information System (EMIS) নামে পরিচিত।
ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম আইএমএস মডিউলটি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্কুল কলেজ স্কুল কলেজ ও মাদ্রাসার পর্যায়ে সকল প্রতিষ্ঠান জন্য প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণ করবে।
প্রতিষ্ঠানের তথ্য সমূহের মধ্যে বিভিন্ন ধরনের পরিসংখ্যানগত তথ্য যেমন ছাত্র-ছাত্রী তথ্য ফলাফলের তথ্য শিক্ষক-শিক্ষিকা তথ্য অবকাঠামোগত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
তথ্য ব্যবহারিক অনুভূতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি সমন্বিত বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করতে পারবেন।
আজকে আমি আপনাদেরকে নতুন ইএমআই এর সফটওয়্যার ব্যবহারবিধি সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করব।
আমরা চাইলেই এই পোষ্টের সবার শেষে সফটওয়ারটি ব্যাবহার বিধি পিডিএফ ফাইল দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
সফটওয়্যার লগইন ও ব্যবহার বিধি
ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম IMS লগইন করতে প্রথমে ইন্টারনেট সংযোগ যুক্ত ডিভাইস (কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল) থেকে যেকোন ওয়েব ব্রাউজার (মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম) খুলতে হবে।
ওয়েব ব্রাউজারের এড্রেস বারে EMIS এর URL http://emis.gov.bd টাইপ করে Enter দিলে নিম্নরূপ হোমপেজে আসবে।