৮ম শ্রেণি ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ ইংরেজি, কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান
সরকারি-বেসরকারি নিন্মমাধ্যমিক, মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৮ম শ্রেণি ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ ইংরেজি, কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত অ্যাসাইনমেন্ট গাইডলাইন অ্যাসাইনমেন্ট প্রকাশের নীতিমালা অনুসারে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এসাইনমেন্ট প্রকাশিত হয়। শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট বিষয়ের অ্যাসাইনমেন্ট গুলো সম্পন্ন করে তাদের বিষয়ে শিক্ষকের নিকট যথাসময়ে জমা দিবে। শিক্ষক এসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন।
৮ম শ্রেণি ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১
শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ সপ্তাহে সপ্তম শ্রেণির তিনটি বিষয়ের অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। বিষয়গুলো হল- ইংরেজি, কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান। এর আগে ২৭ মার্চ ২০২১ অষ্টম শ্রেণির ইংরেজি বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট এবং ৩ এপ্রিল ২০২১ কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছিল কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ৭ জুন ২০২১ অষ্টম শ্রেণির ইংরেজি, কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট প্রকাশ করে।
শিক্ষার্থীরা আগামী ১৩ জুন ২০২১ এরমধ্যে ৮ম শ্রেণি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ এর নির্ধারিত বিষয়সমূহ অ্যাসাইনমেন্ট লিখে তাদের বিষয় শিক্ষকের নিকট সাবমিট করবে।
ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পাঠ্যবই থেকে ইউনিট-২, কৃষিশিক্ষা পাঠ্য বই থেকে দ্বিতীয় অধ্যায়, এবং গার্হস্থ্য অর্থনীতি পাঠ্যবই থেকে চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত পাঠ্যসূচি এর আলোকে একটি করে নির্ধারিত কাজ দেয়া হয়েছে। সেই সাথে অ্যাসাইনমেন্টগুলো সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা এবং রুবিক্স অন্তর্ভুক্ত করা আছে।
৮ম শ্রেণি ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট ইংরেজি
অষ্টম শ্রেণি ইংরেজি পাঠ্যবইয়ের ইউনিট ২ ফুড এন্ড নিউট্রিশন এর লেসন ১ থেকে ৩ পর্যন্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচীর আলোকে ষষ্ঠ সপ্তাহে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ডেইলি ডায়েট সংক্রান্ত করতে দেওয়া হয়। শিক্ষার্থীরা সংক্ষিপ্ত পাঠ্যসূচি আলোকে অধ্যয়ন করার পর ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে নির্ধারিত সময়ে জমা দিবে।
এর আগে দ্বিতীয় সপ্তাহে অষ্টম শ্রেণীর গণিত প্রথম অ্যাসাইনমেন্ট হয়েছিল। সেখানে শিক্ষার্থীদের Ethnic People of Bangladesh; their dress, food, culture সংক্রান্ত এসাইনমেন্ট দেয়া হয়। ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণির ইংরেজি বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট এর বিস্তারিত তোমাদের জন্য এখানে দেওয়া হলো।
Assignment Serial: Assignment-2, Unit and Unit Tittle: Unit-2: Food and nutrition, Lesson no and Title Lesson-1: Good Food, Lesson-2: Kind of food, Lesson-3: Our daily diet.
Assignment: Lesson 3: Our daily diet Your Daily Diet, 1. Make a list of food items you take every day as breakfast, brunch (a meal between breakfast and lunch), lunch, afternoon tea small meal you can have in the afternoon, and dinner and, identify what kinds of food they are. For example-Protein, Carbohydrate, etc. 2. Decide if your daily diet is balanced. If yes, give reasons. 3. If it’s not, explain why not.
Instruction: Students will read lesson-2 & 3 and collect the necessary information completely from the assignment.
বাছাইকরা নমুনা উত্তর দেখুন: The list of food items I take every day
Assessment Rubrics:
Excellent: Students will be awarded “Éxcellent for relevant information, appropriate content & grammar, spelling, punctuation, complete communication, and creativity.
Very Good: Students will be awarded “Very Good’ for relevant information, appropriate content, and grammar, spelling, punctuation, partial communication, and creativity.
Good: Students will be awarded “Good’ for inadequate content, errors in grammar, spelling & punctuation mistakes, less communication, and creativity.
Needs Improvement: Students will be awarded “Needs Improvement for irrelevant information, inappropriate content, frequent grammar, spelling and punctuation mistakes along with incomplete communication and creativity.
৮ম শ্রেণি ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষা
ষষ্ঠ সপ্তাহে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ের এসাইনমেন্ট এর পাশাপাশি কৃষিশিক্ষা পাঠ্যবই থেকে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা অপশনাল বিষয় হিসেবে কৃষিশিক্ষা নির্বাচন করেছে তারা এই এসাইনমেন্ট সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট ইংরেজি বিষয়ের সাথে জমা দিবে।
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কৃষিশিক্ষা পাঠ্যবইয়ের দ্বিতীয় অধ্যয় কৃষি প্রযুক্তি সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ্য অধ্যায়ন করে কৃষি শিক্ষা দ্বিতীয় এসাইনমেন্ট সম্পন্ন করবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত অ্যাসাইনমেন্ট পেপারে তাদের নির্ধারিত কাজ সম্পন্ন করার নির্দেশনা ও মূল্যায়ন রুবিক্স উল্লেখ করা আছে।
এর আগে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কৃষিশিক্ষা পাঠ্যবই এর প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে কৃষিজাত দ্রব্য উৎপাদনে কৃষিবিজ্ঞানীদের ভূমিকা ও বেকার কর্মসংস্থান সংক্রান্ত প্রথম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল।
২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তাহে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কৃষি শিক্ষা বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট, অধ্যায় ও অধ্যায় শিরোনাম, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এসাইনমেন্ট সম্পন্ন করার নির্দেশনা, ও মূল্যায়ন রুবিক্স দেওয়া হল।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২, অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: দ্বিতীয় অধ্যায়: কৃষি প্রযুক্তি, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: পাঠ-১: ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার পাঠ- ২: গরু মােটাতাজাকরণ, পাঠ- ৩: ফসলের রােগ ও তার প্রতিকার, পাঠ- ৪: মৃত পশুপাখি ও মাছের ব্যবস্থাপনা, পাঠ- ৫: মাঠফসলের বহুমূখীকরণ, পাঠ-৬; মাঠফসলের | বহুমুখীকরণের ব্যবহার, পাঠ-৭: শস্য পর্যায়ের ধারণা, পাঠ- ৮: শস্য পর্যায়ের ব্যবহার;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
পল্লব যখন মামার বাড়িতে গিয়েছিল তখন কাজিনদের সাথে অনেক সুন্দর সময়। কাটায় পল্লবের মামা কাজিনদের সহযােগিতায় বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করেছেন। সেখান থেকে টমেটো, বেগুন, আলু, ডাটা নিজ হাতে তুলে এনে পল্লবকে টাটকা সবজির সাথে পরিচয় করিয়ে দিলেন।
কিন্তু পল্লবের নজরে এলাে সবজি বাগানের কোন কোন গাছের পাতায় বাদামী ও কালাে দাগ ফুটে উঠেছে, একটা বেগুন গাছ ঢলে পড়ে আছে এবং আলু গাছের পাতায় ঝলসানাে অবস্থা সৃষ্টি হয়েছে।
পল্লব উক্ত সমস্যাগুলাে নিচের প্রশ্নের উত্তরের মাধ্যমে কীভাবে সমাধান করতে পারে-
১। গাছের পাতা কেন ঝলসে যায়?
২। গাছের চারা কেন ঢলে পড়ে?
৩। গাছের পাতায় বাদামী, কালাে বর্ণের দাগে গাছের কি ক্ষতি হয়?
৪। এ ধরণের পরিস্থিতি থেকে কীভাবে গাছের রােগ প্রতিরােধ করা যায়?
নির্দেশনা: ১. এনসিটিবি কর্তৃক প্রণীত ২০২১ সালের কৃষি শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায় পাঠ ২. ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ ৩. বিষয় শিক্ষকের পরামর্শ গ্রহণ ৪. অভিভাবকের মতামত গ্রহণ ৫. স্বাস্থ্যবিধি মেনে নিকট প্রতিবেশির সাথে পরামর্শ;
নমুনা উত্তর: গাছের পাতা ঝলসে পড়া, গাছের পাতা ঢলে পড়ার কারণ
মূল্যায়ন রুব্রিক্স:
অতি উত্তম: ১. পরিপূর্ণতায় বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা ২. তথ্য, ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সম্পূর্ণ সংগতিপূর্ণ ৩. লেখার সৃজনশীলতা;
উত্তম: ১. বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা ২. তথ্য ধারণা অধিকাংশই পাঠ্যপুস্তকের সাথে সংগতিপূর্ণ;
ভালো: ১. বিষয়বস্তুর সঠিকতা থাকলেও ধারাবাহিকতার অভাব, ২. তথ্য, ধারণা আংশিকভাবে সংগতিপূর্ণ;
অগ্রগতি প্রয়ােজন: ১. বিষয়বস্তুর সঠিকতার ও ধারাবাহিকতার অভাব, ২. তথ্য, ধারনা পাঠ্যপুস্তকের সাথে সংগতিপূর্ণ নয়;
৮ম শ্রেণি ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান
অষ্টম শ্রেণির যে সকল শিক্ষার্থী ঐচ্ছিক বিষয় হিসেবে গার্হস্থ্য বিজ্ঞান নির্বাচন করেছে তাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট রয়েছে ষষ্ঠ সপ্তাহে। এর আগে তাদের জন্য তৃতীয় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের প্রথম এসাইনমেন্ট দেয়া হয়েছিল।
২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তাহে অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়- খাদ্য পরিকল্পনা এর পাঠ ১ থেকে ৬ এর বিভিন্ন অংশ সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে তা সম্পন্ন করার পর শিক্ষার্থীদের একটি অ্যাসাইনমেন্ট লিখতে দেয়া হয়েছে।
অ্যাসাইনমেন্টে শিক্ষার্থীরা ০১ দিনে পরিবারের খাদ্য তালিকা তৈরি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে নির্ধারিত সময়ে কৃষি ও ইংরেজি বিষয়ের সাথে জমা দিবে।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২, অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: অষ্টম অধ্যায়: খাদ্য পরিকল্পনা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: পাঠ- ১ খাদ্য পরিকল্পনা-মেনু পরিকল্পনার নীতি, পাঠ- ২ ১০০০ দিনের পুষ্টি, পাঠ- ৩: ৪ থেকে ৬ বছরের শিশুর খাবার, পাঠ- ৪ ১১ থেকে ১৫ বছরের শিশুর খাবার, পাঠ- ৫: ওজনাধিক্য শিশুর খাদ্য পরিকল্পনা, পাঠ- ৬ স্বল্প ওজনের শিশুর খাদ্য পরিকল্পনা;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
২। তােমার বয়স তের বছর। নিচের ছক অনুযায়ী তােমার ১ দিনের খাদ্য তালিকা (পরিমানসহ) তৈরি কর;
বিভিন্ন শ্রেণির খাদ্য: শস্য ও শস্য জাতীয় খাদ্য, প্রােটিন জাতীয় খাদ্য, শাকসবজি, ফল, দুধ ও দুধ, জাতীয় খাদ্য তেল, ঘি, মিষ্টি জাতীয়। এই খাদ্যগুলো কখন কোনটি কি পরিমাণে খাবে। এবং বিভিন্ন শ্রেণির খাদ্য গ্রহনের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
নির্দেশনা: ১. পােষ্টার পেপার অথবা ক্যালেন্ডারের উল্টা পৃষ্ঠায় সাদা কাগজে চার্ট তৈরি করার নিদের্শনা দেওয়া যেতে পারে। ২. শিক্ষার্থীদেরকে নিজের পাঠ্যপুস্তক ভালােভাবে পড়তে নির্দেশ দিন।
মূল্যায়ন রুব্রিক্স:
অতি উত্তম: ১। খাদ্য তালিকার পূর্ণাঙ্গ চার্ট তৈরি করতে পারা, ২। তথ্য ও পরিমাপের সঙ্গতিপূর্ণ ধারণা, ৩। বিভিন্ন খাদ্য গ্রহণের যুক্তি সম্মত ব্যাখ্যা প্রদান, ৪। বানান ও বাক্য গঠন ঠিক থাকা।, ৫। লেখায় লক্ষণীয়মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা।
উত্তম: ১। খাদ্য তালিকার পূর্ণাঙ্গ চার্ট তৈরি করতে পারা, ২। তথ্য ও পরিমাপের সঙ্গতিপূর্ণ ধারণা, ৩। বিভিন্ন খাদ্য গ্রহণের যথাযথ যুক্তি প্রদান, ৪। বানান ও বাক্য গঠন ঠিক থাকা, ৫। লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা।
ভালাে: ১। খাদ্য তালিকার পূর্ণাঙ্গ চার্ট তৈরি করতে পারা, ২। তথ্য ও পরিমাপের সঙ্গতিপূর্ণ ধারণা, ৩। বিভিন্ন খাদ্য গ্রহণের আংশিক যুক্তি প্রদান, ৪। বানান ও বাক্য গঠন আংশিক ঠিক থাকা, ৫। লেখায় সামান্যমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা;
অগ্রগতি প্রয়ােজন: ১। খাদ্য তালিকার পূর্ণাঙ্গ চার্ট তৈরি করতে না পারা, ২। তথ্য ও পরিমাপের সঙ্গতিপূর্ণ ধারণা না থাকা, ৩। বিভিন্ন খাদ্য গ্রহণের যথাযথ যুক্তি প্রদানের অভাব, ৪। বানান ও বাক্য গঠন ঠিক না থাকা, ৫। লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা অনুপস্থিত;
একপৃষ্ঠায় ৮ম শ্রেণি ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ ইংরেজি, কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন–
একপৃষ্ঠায় পিডিএফ ডাউনলোড
তোমাদের প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নাও। এখানে এ্যাসাইনমেন্ট সমাধান করা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশিত হওয়ার সাথে সাথে পেয়ে যাবে। এছাড়াও তোমার মনে থাকা যেকোন প্রশ্ন এখানে করার সুযোগ রয়েছে; নিয়মিত আপডেট পাওয়ার জন্য অ্যাপটি ডাউনলোড করে নাও;
২০২১ শিক্ষাবর্ষের ৮ম শ্রেণির সকল সপ্তাহের এ্যাসাইনমেন্ট এবং উত্তর দেখুন
তোমাদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের ৮ম শ্রেণীর সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সেগুলোর পাতায় করানো উত্তরসমূহ দেওয়া হল। নিচে দেওয়া যেকোনো একটি সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর নামের উপর ক্লিক করলে তোমার কাঙ্ক্ষিত সেই সপ্তাহের এসাইনমেন্ট ও বাছাই করা নমুনা উত্তর সমূহ পেয়ে যাবে।
১ম সপ্তাহে ৮ম শ্রেণির বাংলা এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
২য় সপ্তাহে ৮ম শ্রেণির ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
৩য় সপ্তাহে ৮ম শ্রেণির গণিত এবং কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
৪র্থ সপ্তাহে ৮ম শ্রেণির বিজ্ঞান এবং চারু ও কারুকলা এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
৫ম সপ্তাহে ৮ম শ্রেণির বাংলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
নতুন করে তোমাদের জন্য সপ্তাহ ভিত্তিক অ্যাসাইনমেন্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে এই পোস্টটি আপডেট করা হবে। এটি রিলোড করার সাথে সাথেই তোমরা নতুন সপ্তাহের এসাইনমেন্ট এর লিঙ্ক পেয়ে যাবে।