৭ম শ্রেণির ২য় অ্যাসাইনমেন্ট প্রকাশিত – ডাউনলোড করুন
মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ৭ম শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়ার জন্য এবং পাঠের মূল্যায়ন করার জন্য মাউশি কর্তৃক ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে; ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২য় সপ্তাহের এই নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়।
বাংলা নোটিশ ডট কম এর পাঠকদের জন্য শ্রেণি ভিত্তিক আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের প্রয়োজনীয় অ্যাসাইনমেন্টগুলো না ডাউনলোড করেই এখান থেকে দেখতে পাবে এবং চাইলে সবার নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিতে পারবে।
প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে।
৭ম শ্রেণির প্রকাশিত ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখে নাও-
শ্রেণি-সপ্তম বিষয়: বিজ্ঞান
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-১
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
প্রথম অধ্যায়: নিম্ন শ্রেণির জীব ভাইরাস ও ব্যাকটেরিয়া এন্টামিবা
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
প্রশ্ন ১ : পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক ও এন্টামিবা আছে। এদের সবার গঠন ও বৈশিষ্ট্য এক রকম নয়। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাক্টেরিয়া মানুষের উপকার ও অপকার করে থাকে।
- ক) এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়?
- খ) ব্যক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন?
- গ) উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রােগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর।
- ঘ) উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
সংক্ষিপ্ত প্রশ্ন :
- ১। ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন?
- ২। ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন?
উত্তর দেখুন: > নিম্ন শ্রেণির জীব ভাইরাস ও ব্যাকটেরিয়া এন্টামিবা
মূল্যায়ন নির্দেশক:
- নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান;
- প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা;
- ভাইরাস সৃষ্ট রােগ ও ব্যাক্টেরিয়ার;
- অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করার দক্ষতা;
দেশের বিভিন্ন স্থানের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে উন্মুক্ত আলোচনা করছে ও সহযোগিতা নিচ্ছে।
তুমিও যুক্ত হও- গ্রুপ লিংক: facebook.com/groups/banglanotice
>> শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম – নির্দেশনাসহ PDF ডাউনলোড<<
শ্রেণি : ৭ম, বিষয়ঃ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি;
এ্যাসাইন্টমেন্টের ক্রম-নির্ধারিত কাজ-১
অধ্যায় ও বিষয় বস্তুর শিরােনাম: প্রথম অধ্যায়
- পাঠ-১ ও ২:ব্যক্তি জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি;
- পাঠ-৩, ৪ ও ৫:কর্মক্ষেত্রে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি;
- পাঠ-৬ ও ৭:সমাজ জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি;
এ্যাসাইনমেন্ট/নির্ধারিতকাজ:
ব্যক্তিগত জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করে ‘প্রযুক্তি নির্ভর বিশ্ব শিরােনামে একটি প্রবন্ধ লিখ (২০০ শব্দের মধ্যে )
প্রবন্ধে যা যা থাকবে-
- ভূমিকা;
- ব্যক্তিগত জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তিব্যবহারের ক্ষেত্রসমূহ;
- ব্যক্তিগত জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব;
- উপসংহার;
উত্তর দেখুন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্র ও সুবিধা সমূহ
মূল্যায়ন নির্দেশক:
- বিষয়বস্তু সম্পর্কে ধারণা;
- নির্ভুল তথ্য ও যুক্তিসংগত ব্যাখ্যা প্রদান;
- ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয় চাহিদা অনুযায়ী উত্তর প্রদানে সক্ষমতা;
শ্রেনি-৭ম, বিষয়: ইসলাম ও নৈতিক শিক্ষা
এ্যাসাইন্টমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-১
অধ্যায় ও বিষয় বস্তুর শিরােনাম: ১ম অধ্যায় আকাইদ
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
সংক্ষিপ্ত প্রশ্নবলী:
- ১। আকাইদ কী?
- ২। তাওহীদ বিশ্বাস করা প্রয়ােজন কেন?
- ৩। কুফরির পরিণাম ব্যাখ্যা কর।
- ৪। শিরকের কুফল ও পরিণতি বর্ননা কর।
উত্তর দেখুন: আকাইদ, তাওহীদ বিশ্বাস, কুফরীর পরিনাম, শিরকের কুফল ও পরিণতি
মূল্যায়ন নির্দেশক:
- বিষয় বস্তুগত জ্ঞান;
- নির্ভুল তথ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা;
- প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিকভাবে উত্তর লিখনের পারঙ্গমতা;
- ইসলামের দৃষ্টিভঙ্গি ও প্রাসঙ্গিক কুরআনসুন্নাহর উদ্ধৃতি প্রদানের দক্ষতা;
- সমাজ ব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরুপণ করার অভিজ্ঞতা;
হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা পিডিএফ এর ভেতর দেওয়া আছে-
Class Seven 2nd Assignment Download
৭ম শ্রেণির ২য় অ্যাসাইনমেন্ট ডাউনলোড
শুধু আপনার জন্য আরও কিছু বাছাই করা তথ্য:
- ৬ষ্ঠ শ্রেণির ২য় অ্যাসাইনমেন্ট প্রকাশিত – ডাউনলোড করুন
-
৭ম শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – মূল্যায়ন নির্দেশিকাসহ;
- মাদ্রাসা শিক্ষার্থীদের ২য় অ্যাসাইনমেন্ট প্রকাশিত – ডাউনলোড করুন;
৩য় অ্যাসাইনমেন্ট কখন দিবে
01862998975 নাম্বারে SMS করবেন
Nice
Thank you it
ভাই ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কখন পাওয়া যাবে
paichen ki?
৩য় এসাইনমেন্ট পেলে আমাকে জানাবেন
Thanks
This is always help for me
This is always helpful for me
Assignment 3 Kobe pabo
৭ম শ্রেণার ৩য় অ্যাসাইনমেন্ট এর জায়গায় ২য় অ্যাসাইনমেন্ট এ উত্তর দেয়া আছে। কিন্তু ৩য় অ্যাসাইনমেন্টের উত্তর নাই। Please যদি solve করে দিতেন. . .