মাধ্যমিক অ্যাসাইনমেন্ট

৭ম শ্রেণির ২য় অ্যাসাইনমেন্ট প্রকাশিত – ডাউনলোড করুন

মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ৭ম শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়ার জন্য এবং পাঠের মূল্যায়ন করার জন্য মাউশি কর্তৃক ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে; ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২য় সপ্তাহের এই নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়।

বাংলা নোটিশ ডট কম এর পাঠকদের জন্য শ্রেণি ভিত্তিক আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের প্রয়োজনীয় অ্যাসাইনমেন্টগুলো না ডাউনলোড করেই এখান থেকে দেখতে পাবে এবং চাইলে সবার নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিতে পারবে।

প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে।

৭ম শ্রেণির প্রকাশিত ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখে নাও-

শ্রেণি-সপ্তম বিষয়: বিজ্ঞান

এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-১

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:

প্রথম অধ্যায়: নিম্ন শ্রেণির জীব ভাইরাস ও ব্যাকটেরিয়া এন্টামিবা

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

প্রশ্ন ১ : পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক ও এন্টামিবা আছে। এদের সবার গঠন ও বৈশিষ্ট্য এক রকম নয়। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাক্টেরিয়া মানুষের উপকার ও অপকার করে থাকে।

  • ক) এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়?
  • খ) ব্যক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন?
  • গ) উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রােগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর।
  • ঘ) উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।

সংক্ষিপ্ত প্রশ্ন :

  • ১। ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন?
  • ২। ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন?

উত্তর দেখুন: > নিম্ন শ্রেণির জীব ভাইরাস ও ব্যাকটেরিয়া এন্টামিবা

মূল্যায়ন নির্দেশক:

  • নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান;
  • প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা;
  • ভাইরাস সৃষ্ট রােগ ও ব্যাক্টেরিয়ার;
  • অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করার দক্ষতা;

দেশের বিভিন্ন স্থানের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে উন্মুক্ত আলোচনা করছে ও সহযোগিতা নিচ্ছে।

তুমিও যুক্ত হও- গ্রুপ লিংক: facebook.com/groups/banglanotice

>> শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম – নির্দেশনাসহ PDF ডাউনলোড<<

শ্রেণি : ৭ম, বিষয়ঃ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি;

এ্যাসাইন্টমেন্টের ক্রম-নির্ধারিত কাজ-১

অধ্যায় ও বিষয় বস্তুর শিরােনাম: প্রথম অধ্যায়

  • পাঠ-১ ও ২:ব্যক্তি জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি;
  • পাঠ-৩, ৪ ও ৫:কর্মক্ষেত্রে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি;
  • পাঠ-৬ ও ৭:সমাজ জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি;

এ্যাসাইনমেন্ট/নির্ধারিতকাজ:

ব্যক্তিগত জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করে ‘প্রযুক্তি নির্ভর বিশ্ব শিরােনামে একটি প্রবন্ধ লিখ (২০০ শব্দের মধ্যে )

প্রবন্ধে যা যা থাকবে-

  • ভূমিকা;
  • ব্যক্তিগত জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তিব্যবহারের ক্ষেত্রসমূহ;
  • ব্যক্তিগত জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব;
  • উপসংহার;

উত্তর দেখুন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্র ও সুবিধা সমূহ

মূল্যায়ন নির্দেশক:

  • বিষয়বস্তু সম্পর্কে ধারণা;
  • নির্ভুল তথ্য ও যুক্তিসংগত ব্যাখ্যা প্রদান;
  • ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয় চাহিদা অনুযায়ী উত্তর প্রদানে সক্ষমতা;

শ্রেনি-৭ম, বিষয়: ইসলাম ও নৈতিক শিক্ষা

এ্যাসাইন্টমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-১

অধ্যায় ও বিষয় বস্তুর শিরােনাম: ১ম অধ্যায় আকাইদ

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

সংক্ষিপ্ত প্রশ্নবলী:

  • ১। আকাইদ কী?
  • ২। তাওহীদ বিশ্বাস করা প্রয়ােজন কেন?
  • ৩। কুফরির পরিণাম ব্যাখ্যা কর।
  • ৪। শিরকের কুফল ও পরিণতি বর্ননা কর।

উত্তর দেখুন: আকাইদ, তাওহীদ বিশ্বাস, কুফরীর পরিনাম, শিরকের কুফল ও পরিণতি

মূল্যায়ন নির্দেশক:

  • বিষয় বস্তুগত জ্ঞান;
  • নির্ভুল তথ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা;
  • প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিকভাবে উত্তর লিখনের পারঙ্গমতা;
  • ইসলামের দৃষ্টিভঙ্গি ও প্রাসঙ্গিক কুরআনসুন্নাহর উদ্ধৃতি প্রদানের দক্ষতা;
  • সমাজ ব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরুপণ করার অভিজ্ঞতা;

হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা পিডিএফ এর ভেতর দেওয়া আছে-

Class Seven 2nd Assignment Download

৭ম শ্রেণির ২য় অ্যাসাইনমেন্ট ডাউনলোড

শুধু আপনার জন্য আরও কিছু বাছাই করা তথ্য:

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

11 Comments

  1. ৩য় অ্যাসাইনমেন্ট কখন দিবে
    01862998975 নাম্বারে SMS করবেন

  2. ভাই ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কখন পাওয়া যাবে

  3. ৭ম শ্রেণার ৩য় অ‌্যাসাইন‌মেন্ট এর জায়গায় ২য় অ‌্যাসাইন‌মেন্ট এ উত্তর দেয়া আ‌ছে। কিন্তু ৩য় অ‌্যাসাইন‌মেন্টের উত্তর নাই। Please য‌দি solve ক‌রে দি‌তেন. . .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ