৬ষ্ঠ শ্রেণি ৩য় সপ্তাহের গণিত বিষয়ের সমাধান ২০২১ ল সা.গু ও গ.সা.গু নির্ণয়
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো। তোমাদের জন্য ৬ষ্ঠ শ্রেণি ৩য় সপ্তাহের গণিত বিষয়ের সমাধান ২০২১ নিয়ে আজ হাজির হলাম। এই পোস্ট অনুসরণ করে তোমরা ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণি ৩য় সপ্তাহের গণিত বিষয়ের সমাধান সুন্দরভাবে লিখতে পারবেন।
Table of contents
- ৬ষ্ঠ শ্রেণি গণিত ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ
- (ক) ১ থেকে ৭২ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি সনাক্ত কর;
- (খ) ৮ ও ১২ সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় কর;
- (গ) মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় কর;
- (ঘ) ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির নূন্যতম সাধারণ গুণিতক নির্ণয় কর।
- (ঙ) দেখাও যে উদ্দীপকের ১ম ও ২য় সংখ্যাদ্বয়ের গুণফল, এদের ল.সা.গু ও গ.সা.গু এর গুণফলের সমান।
তোমাদের জন্য ৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের গণিত বিষয়ের এ্যাসাইনমেন্ট এর প্রশ্ন-
৬ষ্ঠ শ্রেণির গণিত, এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নং-০১ নির্ধারণ করা হয়েছে প্রথম অধ্যায়, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ থেকে।
৬ষ্ঠ শ্রেণি ৩য় সপ্তাহের গণিত বিষয়ের সমাধান ২০২১ – বাছাইকরা উত্তর
৬ষ্ঠ শ্রেণি গণিত ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ
এ্যাসাইনমেন্ট নং-১: তিনটি সংখ্যা ২৮, ৪৮ ও ৭২
- (ক) ১ থেকে ৭২ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি সনাক্ত কর।
- (খ) ৮ ও ১২ সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় কর।
- (গ) মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় কর।
- (ঘ) ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির নূন্যতম সাধারণ গুণিতক নির্ণয় কর।
- (ঙ) দেখাও যে উদ্দীপকের ১ম ও ২য় সংখ্যাদ্বয়ের গুণফল, এদের ল.সা.গু ও গ.সা.গু এর গুণফলের সমান।
২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির গণিত বিষয়ের ৩য় এ্যাসাইনমেন্ট ল সা.গু ও গ.সা.গু নির্ণয় করে সমস্যাটি সমাধান করবে।
তোমাদের এ্যাসাইনমেন্ট এর উত্তর লেখার সুবিদার্থে ৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের গণিত বিষয়ের একটি সেরা নমূনা উত্তর দেওয়া হল।
৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের গণিত বিষয়ের একটি সেরা নমূনা উত্তর শুরু
এ্যাসাইনমেন্ট নং-১ : উদ্দীপক: তিনটি সংখ্যা ২৮, ৪৮ ও ৭২
(ক) ১ থেকে ৭২ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি সনাক্ত কর;
ক এর উত্তর
১ থেকে ৭২ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো : ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১;
(খ) ৮ ও ১২ সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় কর;
খ. এর উত্তর
৮ এর ভাজকসমূহ হলো:
- ১ X ৮ = ৮,
- ২ X ৪ = ৮
∴ ৮ এর ভাজকসমূহ হলো : ১, ২, ৪, ৮
আবার, ১২ এর ভাজকসমূহ হলো :
- ১ X ১২ = ১২,
- ২ X ৬ = ১২,
- ৩ X ৪ = ১২,
∴ ১২ এর ভাজকসমূহ হলো : ১, ২, ৩, ৪, ৬, ১২;
∴ ৮ ও ১২ সংখ্যা দুইটির সাধারণ ভাজক হলো : ১, ২, ৪; (উত্তর)
(গ) মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় কর;
গ. এর উত্তর
মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করা হলো-
সংখ্যা তিনটি যথাক্রমে ২৮, ৪৮ ও ৭২;
এখানে,
২৮ = ১ X ২ X ২ X ৭
৪৮ = ১ X ২ X ২ X ২ X ২ X ৩
৭২ = ১ X ২ X ২ X ২ X ৩ X ৩
∴ ২৮ এর গুণনীয়কগুলো হলো = ১, ২, ৪, ৭, ২৮;
∴ ৪৮ এর গুণনীয়কগুলো হলো = ১, ২, ৩, ৪, ৬, ১২, ১৬, ৪৮;
∴ ৭২ এর গুণনীয়কগুলো হলো = ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২;
∴ সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক হলো = ৪ (উত্তর)
(ঘ) ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির নূন্যতম সাধারণ গুণিতক নির্ণয় কর।
ঘ. এর উত্তর
ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয়-
(ঙ) দেখাও যে উদ্দীপকের ১ম ও ২য় সংখ্যাদ্বয়ের গুণফল, এদের ল.সা.গু ও গ.সা.গু এর গুণফলের সমান।
ঙ এর উত্তর
১ম ও ২য় সংখ্যাদ্বয়ের গুণফল = ২৮ X ৪৮ = ১৩৪৪
১ম ও ২য় সংখ্যাদ্বয়ের ল.সা.গু. =
∴ ল. সা. গু. = ২ X ২ X ৭ X ১২ = ৩৩৬
১ম ও ২য় সংখ্যাদ্বয়ের গ.সা.গু.
∴ গ.সা.গু. = ৪
∴ ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল = ৩৩৬ x ৪ = ১৩৪৪
∴ উদ্দীপকের ১ম ও ২য় সংখ্যাদ্বয়ের গুণফল, এদের ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফলের সমান। [দেখানো হলো]
বন্ধুরা এই ছিল তোমাদের জন্য ৬ষ্ঠ শ্রেণি ৩য় সপ্তাহের গণিত বিষয়ের সমাধান ২০২১ এর বাছাইকরা উত্তর;
৬ষ্ঠ শ্রেণি ৩য় সপ্তাহের গণিত বিষয়ের সমাধান ২০২১ – বাছাইকরা উত্তরটি পিডিএফ ডাউনলোড করতে চাইলে নিচের ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করুন;
৩য় সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির অন্যান্য বিষয়ের বাছাইকরা সেরা নমূনা উত্তর:
- কৃষি শিক্ষা ৩য় সপ্তাহের নমূনা উত্তর দেখতে এখানে ক্লিক করুন;
- গার্হস্থ্য বিজ্ঞান ৩য় সপ্তাহের নমূনা উত্তর দেখতে এখানে ক্লিক করুন;
তোমাদের প্রতি সপ্তাহের সকল এ্যাসাইনমেন্ট এর নমূনা উত্তর পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখো; এবং এ্যাসাইনমেন্ট এর বিভিন্ন বিষয়ে সহায়তা পাওয়ার জন্য গ্রুপে যোগদান কর;
এই সংক্রান্ত আরও কিছু তথ্য: