নবম শ্রেণির ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা
আজ নবম শ্রেণির শিক্ষার্থী বন্ধুদের জন্য ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর গণিত সমাধান সহায়িকা নিয়ে হাজির হলাম। তোমাদের আজ ৯ম শ্রেণির ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর গণিত বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করবো। শুধু আমাদের সাথে থাকো এবং নবম ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা দেখে নাও:
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-৩
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
- সপ্তম অধ্যায়: ব্যবহারিক জ্যামিতি
- চতুর্থ অধ্যায়: সূচক ও লগারিদম
- নবম অধ্যায়: ত্রিকোণমিতিক অনুপাত
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
সংক্ষিপ্ত প্রশ্ন: ০১
১. নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়ােজন?
উত্তর: নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য ৫ টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন-
- ৪ টি বাহু ও ১ টি কোণ,
- ৪ টি বাহু ও ১ টি কর্ণ,
- ৩ টি বাহু ও ২ টি কর্ণ,
- ৩ টি বাহু ও তাদের অন্তর্ভুক্ত ২ টি কোণ,
- ২ টি বাহু ও ৩ টি কোণ।
২. ABC বৃত্তে BC ব্যাস হলে, ∠BAC এর মান কত?
উত্তর: ABC বৃত্তে BC ব্যাস হলে,
∠BAC=90°=1 সমকোণ।
কারণ, অর্ধবৃত্তস্থ কোণের মান ১ সমকোণ।
৩. সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে, ত্রিভুজটির বাহুগুলাের অনুপাত কত হবে?
উত্তর: সমকোণী ত্রিভূজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে, ত্রিভূজের বাহুগুলোর অনুপাত হবে;
৪. PQRS সামান্তরিকের ∠Q = 95° হলে, ∠S – ∠R = কত?
উত্তর: যেহেতু, চতুর্ভুজের চারকোণের সমষ্টি 360°
∴ সামান্তরিকের চারকোণের সমষ্টি 360°
সুতরাং, এর বিপরীত কোণগুলোও সমান হবে।
∴ ∠Q = ∠S এবং ∠P = ∠R
∴ ∠Q = 95°= ∠S
∴ ∠R+∠P=360°-(95°+95°)
= 360°-190° =170°
৫. বৃত্তের ব্যাস 14 সে.মি. হলে, ঐ বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত?
উত্তর: বৃত্তের ব্যাস = 14 সে.মি.
সৃজনশীল প্রশ্ন: ০১
ΔABC এর শীর্ষবিন্দু A এবং ভূমি সংলগ্ন ∠B = 45°, ∠C = 60°; ত্রিভুজটির পরিসীমা 10 সে.মি.
ক. ∠A এর পূরক কোণের মান কত?
উত্তর: দেওয়া আছে, ∠B=45°; ∠C=60°
∴ ∠A=180°-(∠B+∠C)
= 180°-(45°+60°)
= 180°-105°
= 75°
∴ ∠A এর পূরক কোণ = 90°-75°
= 15° Ans
খ. অঙ্কনের বিবরণসহ ত্রিভুজটি আঁক।
উত্তর: দেওয়া আছে, ∠B=45°; ∠C=60°
ত্রিভুজের পরিসীমা, S=10 cm
বিশেষ নির্বচন : মনে করি, একটি ত্রিভুজের পরিসীমা, S=10 cm এবং ভূমি সংলগ্ন ∠B=45°; ∠C=60° দেওয়া আছে।
অঙ্কনের বিবরণ:
১। যে কোনো একটি রশ্নি DF থেকে পরিসীমা S-এর সমান করে DE অংশ কেটে নিই;
২। D ও E বিন্দুতে DE রেখাংশের একই পাশে 1/2∠x -এর সমান ∠EDG এবং 1/2∠y-এর সমান ∠DEH আঁকি।
মনে করি, DG ও EH রশ্নিদ্বয় পরস্পরকে A বিন্দুতে ছেদ করে;
৩। A বিন্দুতে ∠ADE এবং ∠AED এর সমান করে যথাক্রমে ∠DAB এবং ∠EAC আঁকি। AB এবং AC রাশিদ্বয় DE রেখাংশকে যথাক্রমে B ও C বিন্দুতে ছেদ করে;
তাহলে, ∆ABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ;
গ. এমন একটি ত্রিভুজ অঙ্কন কর যার ভূমি সংলগ্ন দুইটি কোণ উদ্দীপকে উল্লিখিত কোণ দুইটির সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ΔABC এর পরিসীমার একতৃতীয়াংশ। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]
উত্তর:
বিশেষ নির্বচন: মনে করি, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ যথাক্রমে ∠x=45°; ∠y=60° এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ∆ABC এর পরিসীমার এক তৃতীয়াংশ। ত্রিভূজটি আঁকতে হবে।
অঙ্কনের বিবরণ:
১। যে কোনো একটি রেখাংশ AD=d নিই। AD রেখাংশের A ও D বিন্দুতে যথাক্রমে PAQ এবং MDN লম্ব আঁকি।
২। PQ রেখাংশের A বিন্দুতে ∠x=∠PAB এবং ∠y=∠QAC আঁকি।
৩। মনে করি, AB ও AC রেখাংশ MN রেখাকে যথাক্রমে B ও C বিন্দুতে ছেদ করে।
তাহলে, ∆ABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ
সংক্ষিপ্ত প্রশ্ন: ০২
৩. logx125 = 6 হলে, x এর মান কত?
উত্তর:
৪. 0.000003476 কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ কর।
উত্তর: 0.000003476 কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলে-
৫. 32.0035 এর সাধারণ লগের অংশক কত?
উত্তর: 32.0035 এর সাধারণ লগের অংশক-
ক্যালকুলেটর ব্যবহার করে, log (32.0035) = 1.505197
∴ অংশক = 0.505197 Ans
সৃজনশীল প্রশ্ন: ০২
সংক্ষিপ্ত প্রশ্ন-০৩
প্রশ্ন-১ এর সমাধান:
এই ছিল তোমাদের জন্য নবম শ্রেণির ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর গণিত বিষয়ের সমাধান।
নবম শ্রেণির ৬ষ্ঠ এস্যাইনমেন্ট এর অন্যান্য বিষয়ের উত্তর সহায়িকা:
- গণিত: নবম শ্রেণির ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা
- বিজ্ঞান: এসিডের সঙ্গা, ভিনেগারকে দূর্বল এসিড বলার কারণ ও পাকস্থলীতে এসিডিটি
- পদার্থ বিজ্ঞান: বস্তুর উপর তাপের প্রভাব, তাপধারণ ক্ষমতা ও বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয়
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়: নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলাে পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গি
- হিসাব বিজ্ঞান: খতিয়ান ও নগদান বই – ৯ম শ্রেণির হিসাব বিজ্ঞান ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট
- ভূগোল ও পরিবেশ: ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ
শ্রেণি ভিত্তিক সকল শ্রেণির এসাইনমেন্ট উত্তর সহায়িকা:
- ৬ষ্ঠ শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
- ৭ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
- ৮ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
- ৯ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে-
Join BanglaNotice Facebook Group
সংক্ষিপ্ত প্রশ্ন-০২ এর ২নং এর উত্তর সম্ভবত ভুল।উত্তর y=3 এর বদলে y=5 হবে
সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে, ত্রিভুজটির বাহুগুলাের অনুপাত কত হবে?1:1
Very nice
Helpful
আপনাদের এই এসাইনমেন্টের সমাধানে আপনাদের অনেক ভালো করা উচিত ছিল বলে আমি মনে করি ।
ধন্যবাদ !
thak you so mach.
Thank you