৬ষ্ঠ শ্রেণির সকল সপ্তাহের এস্যাইনমেন্ট (নির্ধারিত কাজ) ২০২১
করোনাকালীন সময়ে দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না। শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে প্রমোশন এবং পাঠ মূল্যায়নের জন্য বাংলাদেশ সরকার ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে সেই আলোকে ছয় সপ্তাহ ব্যাপী অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৬ষ্ঠ শ্রেণির সকল সপ্তাহের এস্যাইনমেন্ট (নির্ধারিত কাজ) – নমুনা উত্তরসহ প্রতি সপ্তাহের প্রকাশ করা হবে বাংলা নোটিশ ডট কম এ। তোমরা ৬ষ্ঠ শ্রেণির সকল সপ্তাহের এস্যাইনমেন্ট (নির্ধারিত কাজ) – নমুনা উত্তরসহ পাওয়ার জন্য নিয়মিত ভিজিট করবে এবং ফেসবুকে জয়েন করবে।
পহেলা নভেম্বর থেকে সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হচ্ছে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার পরবর্তী সপ্তাহের জন্য এসাইনমেন্ট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত শ্রেণীভিত্তিক অ্যাসাইনমেন্টে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট রয়েছে।
বাংলা নোটিশ তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার জন্য অ্যাসাইনমেন্টের উত্তর নির্দেশিকা প্রকাশ করে থাকে।
নিচে দেওয়া সপ্তাহ ভিত্তিক অ্যাসাইনমেন্ট থেকে যে কোন একটি সিলেক্ট করলে তোমরা ঐ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর সহ প্রশ্নমালা পেয়ে যাবে।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এক পৃষ্ঠায় সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট আমরা তৈরি করে দিয়ে থাকি।
৬ষ্ঠ শ্রেণির প্রতি সপ্তাহের এস্যাইনমেন্ট (নির্ধারিত কাজ)
নিচের তালিকা থেকে সপ্তাহের এসাইনমেন্ট এর নামের উপর ক্লিক করলেই কাঙ্খিত এস্যাইনমেন্ট এর পাতা চালু হবে।
৬ষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – উত্তরসহ
উত্তর সমূহ দেখুন:
- ১. বাংলা এস্যাইনমেন্ট এর উত্তর: সততার পুরস্কার, মিনু, নীলনদ ও পিরামিডের দেশ গল্পের শিক্ষা
- ২. ইংরেজি: English 1st Assignment Solutions for Class Six
- ৩. বাংলাদেশ ও বিশ্বপরিচয়: মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণ, প্রাচীন সভ্যতা ও রাজবংশ
৬ষ্ঠ শ্রেণির ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – উত্তরসহ
উত্তর সমূহ দেখুন:
- ১. বিজ্ঞান: বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এবং জীব জগৎ
- ২. আইসিটি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্র ও সুবিধা সমূহ
- ৩. ইসলাম শিক্ষা: আল-আসমাউল হুসনা (আল্লাহর গুনবাচক নাম) – দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র
৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – উত্তরসহ
উত্তর সমূহ দেখুন:
- ইংরেজি: ‘Holding Hands’ Title Justify – Grocery Shopping Experience Share
- গণিত: ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান ৩য় এস্যাইনমেন্ট (নির্ধারিত কাজ)
- কৃষি: কৃষি বিষয়ক তথ্য – মাঠ ফসল ও উদ্যান ফসল – কৃষিজ যন্ত্রপাতি
৬ষ্ঠ শ্রেণির ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – উত্তরসহ
উত্তর সমূহ দেখুন:
- বিজ্ঞান: পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব, শ্রেণি বিন্যাস, ধাতু ও অধাতু, বিদ্যুৎ পরিবাহ
- ইংরেজি: Experience at A Railway and A Bus Station
- ইংরেজি-২: Answer for Class Six English Grammar 3rd Assigned Task
- বাংলাদেশ ও বিশ্ব: পরিবারের সদস্যদের যেসকল কাজ টেকসই উন্নয়নের অন্তরায়
৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – উত্তরসহ
- মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত
- ইসলাম ও নৈতিক শিক্ষা:
- গণিত: ৬ষ্ঠ শ্রেণির গণিত ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান কৌশল
- বিজ্ঞান: এন্টিবায়ােটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন – দুধ কী জাতীয় মিশ্রণ
৬ষ্ঠ শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – উত্তরসহ
- বাংলা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যুক্তি
- গণিত: ষষ্ঠ শ্রেণি ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা
- কৃষি শিক্ষা: পুকুরে ইউরিয়া সার প্রয়ােগের পরিমাণ নির্ণয় কর ও পলিব্যাগে চারা তৈরী
- গার্হস্থ্য বিজ্ঞান:
দেশের বিভিন্ন প্রান্তের সুনামধন্য বিদ্যালয় সমূহের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা ফেসবুকে এস্যাইনমেন্ট সমাধান করার জন্য নিয়মিত আলোচনা করে প্রয়োজনীয় সমস্যার সমাধান করে নিচ্ছে।
JOIN BANGLANOTICE FACEBOOK GROUP
প্রতি সপ্তাহের এস্যাইনমেন্ট তোমার ফেসবুক ওয়ালে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন এবং BanglaNotice.com নিয়মিত ভিজিট করুন।
আপনাদের এই সব সাহায্যেরজন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।আমি আসা করি আপনাদের এই ওয়েবসাইটের নাম সব জায়গায় ছড়িয়ে পড়ে।
Class 6 এর কৃষি শিক্ষা ভুল হয়েছে (৬ষ্ঠ সপ্তাহ)