তথ্য ভান্ডার

Answer for Class Six English Grammar 3rd Assigned Task

Dear Students of Class Six, Today we come with an Answer for Class Six English Grammar 3rd Assigned Task. By following you can solve the 3rd Assigned Task of Class Six English Grammar. Let Begin:

Assigned Tasks/ Assignment:

Answer for Home Work 1, 2, 3:

Activity 1: Select the correctly punctuated sentence from the multiple-choice below.
Answer-

  • 1. Ans: d. Spain is a beautiful country; the beaches are warm, sandy and spotlessly clean.
  • 2. Ans: a. The children’s books were all left in the following places: Mrs. Smith’s room, Mr. Powell’s office, and the caretaker’s cupboard.
  • 3. Ans: a. She always enjoyed sweets, chocolate, and toffee.
  • 4. Ans: a. I can’t see Tim’s car, there must have been an accident.
  • 5. Ans: a. Tim’s gran, a formidable woman, always bought him chocolate, cakes, sweets, and a nice fresh apple.
    or, d. Tim’s gran, a formidable woman, always bought him chocolate, cakes, sweets, and a nice fresh apple.
  • 6. Ans: c. We decided to visit Spain, Greece, Portugal and Italy’s mountains.

Activity 2: Read the text below and use punctuation marks as needed in the underlined sentences.

My best friend’s name is Emil. Emil, the only son of his parents, has so many good qualities. He is intelligent, brave, and honest.

We call him a little detective. His curiosity about anything is amazing! A few days ago, he went to Dhaka from his hometown alone.

He went by train. In the station, one of his relatives was waiting for him.

After his return, we asked him,  “Emil, Were you afraid on the train?”

He answered, “Why should I? My father gave me clear instructions. And the people on the train loved me a lot”.

Activity 3: Read the text below and use/change punctuation marks as needed.

In Dhaka, Emils have got some new friends: Adnan, a student of St. Gregory School, Sushen, a student of Mirpur Govt. Boys School and Lovely, a student of Kisholoy School.

They’ve good contact with Emil. Yesterday, I went to Emil, but I couldn’t see him. He wrote on a piece of paper. Detective Emil is busy now. He stuck that piece of paper on his door. So, I left his place laughing.

That’s all for today hope you may complete the Answer for Class Six English Grammar 3rd Assigned Task

তোমাদের এস্যাইনমেন্ট সংক্রান্ত যেকোন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক গ্রুপে জয়েন করো <Join Now>; গ্রুপে দেশের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নিচ্ছে।

প্রতি সপ্তাহের এস্যাইনমেন্ট তোমার ফেসবুক ওয়ালে পেতে আমাদের ফেসবুক পেইজটি LIKE & FOLLOW করে রাখো;

ইউটিউবে বিভিন্ন তথ্য পেতে বাংলা নোটিশ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করে রাখুন;

তোমার জন্য নির্বাচিত কিছু তথ্য:

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

2 Comments

  1. এটা ভুল হতে পারে কারন উওর হতে পারে
    1 (b)
    2(a)
    3 and 4 or 5 ans (d)
    6 (c)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ