হিসাববিজ্ঞান : ষষ্ঠ অধ্যায় : জাবেদা
হিসাববিজ্ঞান : ষষ্ঠ অধ্যায় : জাবেদা, ক্লাস পরিচালনা তারিখ ও সময়: 16 এপ্রিল 2020, শ্রেণি: নবম দশম, বিষয়: হিসাববিজ্ঞান, পাঠের শিরোনাম: জাবেদা
শিক্ষকের নাম ও পদবী: জনাব মোঃ গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক
পাঠের সংক্ষিপ্ত আলোচনা: শিক্ষক নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা বিষয় নিয়ে আলোচনা করেন।
পুনরায় দেখতে চাইলে এই লিংকে ক্লিক করো।
শিক্ষক দুটি জাবেদা সমাধান করার মাধ্যমে জাবেদার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং সমাধানের কৌশল বর্ণনা করেন।
প্রথম জাবেদা: 2018 সালের পহেলা মেয়ে জনাব অভিজিৎ নগদ 40 হাজার টাকা ও 5 হাজার টাকার ব্যাংক জমা মূলধন স্বরূপ আনলে। তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ ছিল-
মে-২: ব্যাংক জমা দেওয়া হল 10000 টাকা
মে-৪: ব্যাংক থেকে উত্তোলন 5000 টাকা
মে-১২: ব্যাংক চার্জ ধার্য করা হলো 1000 টাকা
মে-২০: জীবন বীমা পরিশোধ করা হলো 400 টাকা
ক. ব্যয় নির্ণয় করো।
খ. সত্ত্বাধিকার নির্ণয় করো।
গ. জাবেদার লিখ।
উপরোক্ত জাবেদা টি সমাধান করে শিক্ষককে দেখাবে। হিসাববিজ্ঞান : ষষ্ঠ অধ্যায় : জাবেদা
প্রতি সপ্তাহে সবার আগে অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ টি ডাউনলোড করে রাখুন।