মাদ্রাসার অক্টোবর ২০২০ এমপিও চেক ছাড় – তুলতে হবে যখন
মাদ্রাসার অক্টোবর ২০২০ এমপিও ছাড়: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধিন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কর্মরত শিক্ষকদের ২০২০ এমপিও ছাড় দেওয়া হয়েছে। মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে মাদ্রাসার অক্টোবর ২০২০ এমপিও ছাড় সংক্রান্ত তথ্য প্রকাশ করে অধিদপ্তর;
মাদ্রাসা শিক্ষকদের অক্টোবর এর এমপিও সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের অক্টোবর/২০২০ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের ৪ টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সােনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ০১.১১.২০২০খ্রি. তারিখে হস্তান্তর করা হয়েছে।
স্মারক নং ৫৭.২৫,০০০০.০০২.০৮.০০৪,২০-৪১২,
তারিখঃ ০১.১১.২০২০খ্রি. শিক্ষক-কর্মচারীগণ আগামী ০৮.১১.২০২০খ্রি. তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা। | ব্যাংক হতে অক্টোবর/২০২০ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত যেকোন তথ্য ও পরামর্শ পেতে দেশের নাম করা মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের অন্যতম গ্রুপ “মাদ্রাসা শিক্ষক ফোরাম” এর যোগ দিন; গ্রুপ লিংক- https://web.facebook.com/groups/bmeb.gov
দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তিসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন তথ্য পেতে বাংলা নোটিশ ডট কম ফেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন;
আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:
প্রযুক্তিগত বিভিন্ন তথ্য পাবেন SoftDows.com-এ; সফওয়্যার রিভিউ, বিনামূল্যে বিভিন্ন অনলাইন প্রশিক্ষণ, নতুন আগত প্রযুক্তি পণ্যের সঠিক তথ্যের জন্য ঘুরে আসুন।