ঘরে বসেই বিনামূল্যে তিনটি গুরুত্বপূর্ণ আইটি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে নেকটার
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী বাংলাদেশের শিক্ষিত তরুন যুব সমাজকে বেকারত্ব হাত থেকে মুক্ত করার জন্য ঘরে বসেই তিনটি গুরুত্বপূর্ণ বিনামূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনার সুযোগ দিয়েছে; দেশের শিক্ষত বেকার যুব সমাজ বিনামূল্যে আইটি প্রশিক্ষণ এই কোর্সগুলো গ্রহণ করে অনলাইনে ও অফলাইনে উন্নত ক্যারিয়ার গড়ে তুলতে পারে। নেকটার পরিচালিত কোর্সগুলো শতভাগ বিনামূল্যে এবং উচ্চ মাধ্যমিক পাশ যেকোউ ভর্তি পারে এবং ঘরে বসেই প্রশিক্ষণ নিতে পারে।
[spacing size=”10″]
একটার পরিচালিত গুরুত্বপূর্ণ এই কোর্সটি করে যে কেউ চাইলে অনলাইনে এবং যে কোন প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকরির সুযোগ পেতে পারেন;
- আরও পড়ুন: কলেজ ভর্তি আবেদন ফি প্রেরণের সবগুলো নিয়ম
অত্যন্ত আকর্ষণীয় এবং শতভাগ সফল হওয়ার সম্ভাবনাময় কোর্সগুলো হল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, গ্রাফিক্স ডিজাইন (ফটোশপ ও ইলাস্ট্রেটর), সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্স।
ঘরে বসেই মাত্র ৩০ দিনে কোর্স গুলো সম্পন্ন করে আপনি আইসিটি ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।
কোর্সগুলো করতে আপনার কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং একটি কম্পিউটার ও মডেম থাকা বাধ্যতামূলক।
এইচএসসি, আলীম, স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ের সমাজের শিক্ষিত বেকার যুবক ও যুবমহিলা এই কোর্সগুলো করার সুযোগ পাবে
কোর্সগুলোতে অনলাইনে আবেদন করার শেষ তারিখ: ১০ আগস্ট ২০২০ পর্যন্ত;
আবেদনকারীদের মধ্যে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট ২০২০
- ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আবেদনকারীদের মৌখিক এবং লিখিত পরীক্ষা হবে:
১২ আগস্ট ২০২০ সকাল ১০ ঘটিকায়, - গ্রাফিক ডিজাইন (অ্যাডোব ফটোশপ ও ইলাস্ট্রেটর) আবেদনকারী প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে:
১২ আগস্ট ২০২০, বিকাল ২:৩০ মিনিটে; - সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে:
১২ আগস্ট ২০২০, বিকাল ৪:০০ ঘটিকায়;
তিনটি কোর্সের অনলাইনে ক্লাস শুরু হবে ১৬ আগস্ট ২০২০ থেকে এবং চলবে ২৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত;
- ওয়ার্ডপ্রেস থিম কাস্টোমাইজেশনের ক্লাস হবে প্রতিদিন সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত,
- গ্রাফিক ডিজাইন (অ্যাডোব ফটোশপ ও ইলাস্ট্রেটর) কোর্সের ক্লাস চলবে প্রতিদিন বিকাল ২:৩০ থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত;
- সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্স চলবে প্রতিদিন বিকাল ৫ ঘটিকায় থেকে সন্ধ্যা ৭ ঘটিকায় পর্যন্ত;
[spacing size=”10″]
এই কোর্স সংক্রানত যেকোনো তথ্য ও সহযোগীতা প্রয়োজন হলে আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ফলো করে যেকোন প্রশ্ন করুন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব;
নেকটার কর্তৃক পরিচালিত চলতি কোর্সসমূহ:
WordPress Theme Customization
- কোর্স শুরুর তারিখ : ১৬-০৮-২০২০
- মোট ঘণ্টা : ৬০ ঘণ্টা
- মোট ক্লাস : ৩০ টি
- ক্লাসের সময় : সকাল ১০.০০ – দুপুর ১২.০০ টা
- ভর্তি ফি : ফ্রি
অনলাইন আবেদন, পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত সময়সূচী:
- নিবন্ধনের শেষ তারিখ : ১০-০৮-২০২০
- তালিকা প্রকাশের তারিখ : ১১-০৮-২০২০
- পরীক্ষার তারিখ : ১২-০৮-২০২০
- কোর্স শুরুর তারিখ : ১৬-০৮-২০২০
- কোর্স শেষের তারিখ : ২৭-০৯-২০২০
- ক্লাসের দিন : শনিবার থেকে বৃহস্পতিবার
- মোট ঘণ্টা : ৬০ ঘণ্টা
- মোট ক্লাস : ৩০ টি
- প্রতিদিন ক্লাসের ঘণ্টা : ২ ঘণ্টা
- ক্লাসের সময় : সকাল ১০.০০ – দুপুর ১২.০০ টা
Graphics Design (Adobe Photoshop and Adobe Illustrator)
- কোর্স শুরুর তারিখ : ১৬-০৮-২০২০
- মোট ঘণ্টা : ৬০ ঘণ্টা
- মোট ক্লাস : ৩০ টি
- ক্লাসের সময় : দুপুর ২.৩০ – বিকাল ৪.৩০ টা
- ভর্তি ফি : ফ্রি
অনলাইন আবেদন, পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত সময়সূচী:
- নিবন্ধনের শেষ তারিখ : ১০-০৮-২০২০
- তালিকা প্রকাশের তারিখ : ১১-০৮-২০২০
- পরীক্ষার তারিখ : ১২-০৮-২০২০
- কোর্স শুরুর তারিখ : ১৬-০৮-২০২০
- কোর্স শেষের তারিখ : ২৭-০৯-২০২০
- ক্লাসের দিন : শনিবার থেকে বৃহস্পতিবার
- মোট ঘণ্টা : ৬০ ঘণ্টা
- মোট ক্লাস : ৩০ টি
- প্রতিদিন ক্লাসের ঘণ্টা : ২ ঘণ্টা
- ক্লাসের সময় : দুপুর ২.৩০ – বিকাল ৪.৩০ টা
[spacing size=”10″]
C Programming Language Course
- কোর্স শুরুর তারিখ : ১৬-০৮-২০২০
- মোট ঘণ্টা : ৬০ ঘণ্টা
- মোট ক্লাস : ৩০ টি
- ক্লাসের সময় : বিকাল ০৫:০০ – সন্ধ্যা: ৭.০০ টা
ভর্তি ফি : ফ্রি
অনলাইন আবেদন, পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত সময়সূচী:
- নিবন্ধনের শেষ তারিখ : ১০-০৮-২০২০
- তালিকা প্রকাশের তারিখ : ১১-০৮-২০২০
- পরীক্ষার তারিখ : ১২-০৮-২০২০
- কোর্স শুরুর তারিখ : ১৬-০৮-২০২০
- কোর্স শেষের তারিখ : ২৭-০৯-২০২০
- ক্লাসের দিন : শনিবার থেকে বৃহস্পতিবার
- মোট ঘণ্টা : ৬০ ঘণ্টা
- মোট ক্লাস : ৩০ টি
- প্রতিদিন ক্লাসের ঘণ্টা : ২ ঘণ্টা
- ক্লাসের সময় : বিকাল ০৫:০০ – সন্ধ্যা: ৭.০০ টা
যাদের জন্য এই কোর্সটি প্রযোজ্য:
- স্বাধীনভাবে অনলাইনে কাজ করতে চান।
- অনলাইন উদ্যোক্তা হতে চান।
- আইটি স্পেশালিস্ট হতে চান।
[spacing size=”10″]
প্রশিক্ষণ গ্রহণের জন্য যা যা প্রয়োজন:
- শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম এইচএসসি / সমমান পাস থাকতে হবে ।
- কম্পিউটার ও ইন্টারনেট এর প্রাথমিক ধারণা থাকতে হবে।
- ইন্টারনেট কানেকশসহ একটি কম্পিউটার বা ল্যাপটপ বাসায় থাকতে হবে।
- অনলাইন ক্লাসের জন্য অবশ্যই ইন্টারনেট ব্যবহারে সক্ষমতা থাকতে হবে।
- প্রতিদিন অনলাইন ক্লাসে উপস্থিত থাকতে হবে।
- নিয়মিত অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
- আবেদন পত্রের সংগে সংযুক্তি : সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের স্ক্যান ফাইল।
প্রশিক্ষণার্থীদের জন্য সুযোগ-সুবিধাদী:
- বিনামূল্যে প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী প্রদান ।
[spacing size=”10″]
উপকারি পোষ্ট । অনেকের কাজে দিবে । ধন্যবাদ শেয়ার করার জন্য ।
আমি আর সোর্সিং শিখতে চাই, আমার বিভাগীয় শহর রংপুর জেলাঃ নীলফামারী এবং থানা কিশোরগঞ্জ
আমি এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে ও এইচএসসি বাণিজ্য বিভাগ থেকে পাশ করে বেকার ,,,