নন-এমপিও শিক্ষকদের জন্য এনটিআরসিএর জরুরী বিজ্ঞপ্তি
২০১৯ সালের ২য় নিয়োগ চক্রের নন-এমপিও পদে সুপারিশকৃত নন এমপিও শিক্ষকদের অনুকূলে জারীকৃত Recommendation Letter-এর শর্ত শিখিলকরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারী করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ; নন-এমপিও শিক্ষকদের জন্য জারীকৃত বিজ্ঞপ্তিটি দেখুন-
এনটিআরসিএর এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বেসরকারি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ২০১৯ সালে সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণের রিকমন্ডেশন লেটার এর ৪ নং শর্ত শিথিল সংক্রান্ত এই নির্দেশনাটি প্রদান করা হয়।
এনটিআরসিএ এর ওয়েবসাইটে প্রকাশিত ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখের বিজ্ঞপ্তিতে বলা হয়-
এনটিআরসিএ কর্তৃক ২য় নিয়ােগ চক্রের NON-MP0 পদে সুপারিশকৃত প্রার্থীদের Recommendation Letter-এর ৪নং শর্তে “নন-এমপিও পদে সুপারিশকৃত প্রার্থীরা কখনও এমপিও সুবিধা দাবী করতে পারবেন না।
এ সুপারিশ নন এমপিও পদে এমপিও প্রাপ্তির কোন সুপারিশ নয় এবং এর মাধ্যমে প্রার্থীর MP০ প্রাপ্তির কোন অধিকার জন্মাবে না” মর্মে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, অক্টোবর ২০১৯ এ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান MPO ভুক্তির ঘােষণা এবং তৎপরবর্তীতে বিভিন্ন তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন সংশ্লিষ্ট অধিদপ্তরসমূহ কর্তৃক যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও পদসমূহ নতুন করে MPO ভুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে উল্লিখিত ৪নং শর্ত শিথিলযােগ্য বিবেচিত হবে।
প্রচলিত এমপিও নীতিমালার আলােকে তাদের ক্ষেত্রে এমপিওভুক্তির এ শর্ত প্রতিবন্ধকতা তৈরি করবে না।
০২. উল্লেখ্য, কেবলমাত্র নন-এমপিও চাহিদা প্রদানকারী প্রতিষ্ঠান ( যেগুলো নতুন এমপিও ভুক্ত হয়েছে এবং এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী ভবিষ্যতেও এমপিও ভুক্ত হবে) এবং যেখানে এনটিআরসিএ কর্তৃক নন-এমপিও পদে সুপারিশ করা হয়েছিল সেগুলাের ক্ষেত্রে এ শর্ত শিথিলযােগ্য মর্মে বিবেচিত হবে।
০৩. জনস্বার্থে এ আদেশ জরুরী হিসেবে বিবেচ্য।
স্মারক নং: বেশিনিক/শিশি/প্রতিষ্ঠান NON-MPO পদ MPO সংক্রান্ত /৯০৪/২০১৯৫৪, তারিখ:০৫সেপ্টেম্বর, ২০২০