নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি প্রেরণের নির্দেশ – EXCEL ফরম্যাটসহ
EIIN ধারী শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি ছক মোতাবেক জরুরীভিত্তিতে প্রেরণের নির্দেশ – EXCEL ফরম্যাটসহ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ওয়েবসাইটে প্রকাশিত ২৫ অক্টোবর ২০২০ তারিখের বিজ্ঞপ্তিতে EIIN আছে এমন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে।
আপনাদের সুবিদার্থে তালিকাটি প্রেরণের জন্য প্রেরণের নির্দেশ – EXCEL ফরম্যাটসহ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হল-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৫ অক্টোবর তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে বলা হয়-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন EIIN ধারী শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক-কর্মচারীদের হালনাগাদ তথ্যাদি জরুরিভিত্তিতে প্রয়ােজন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন নন-এমপিও (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রি কলেজ) শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি
জেলা শিক্ষা অফিসার/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে হালনাগাদ করে সংযুক্ত ছক মােতাবেক
আগামী ৭৫,১১,২০২০ তারিখের মধ্যে Excel এবং PDF file করে ই-মেইলে (ssa@banbeis.gov.bd এবং ds.rnpo@moedu.gov.bd) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(সংযুক্ত ছকে শিক্ষককর্মচারীর নামের ইংরেজী বানান এনআইডি কার্ডের অনুরূপ হতে হবে এবং প্রদত্ত মােবাইল নাম্বার এনআইডির সাথে মিল থাকতে হবে)।
তথ্য হালনাগাদ সহজীকরণের জন্য ইত: পূর্বে প্রাপ্ত তাঁর জেলার একটি তালিকাও প্রেরণ করা হলাে। প্রকৃত তথ্যাদি সন্নিবেশন করতে এই তালিকায় যােজন/বিয়োজন হালনাগাদ করতে পারবেন। সংযুক্ত বর্ণনা মােতাবেক।
EIIN ধারী শিক্ষা প্রতিষ্ঠানের নন-এম.পি.ও, শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি ছক প্রেরণে যেসকল বিষয় খেয়াল রাখতে হবে-
- Must be filled in Capital letter: তালিকায় তথ্যগুলো অবশ্যই বড় হাতের অক্ষরে লিখতে হবে;
- NID/Smart ID (Must be 17 digit/13 digit/10 digit): জাতীয় পরিচয়পত্র/স্মার্ট আইডি নম্বর অবশ্যই ১৭/১৩/১০ ডিজিটের হতে হবে)
- Date of birth (DOB): dd/mm/yyyy, Mandatory (example: 04/07/1977) : জন্ম তারিখের ফরম্যাট অবশ্যই দিন/মাস/বছর (উদাহরণ: 04/07/197) এভাবে লিখতে হবে।
- Gender: Mandatory (Male/Female/other) : লিঙ্গ অবশ্যই লিখতে হবে (পুরুষ/মহিলা/অন্যান্য)
- Mobile No (Online service provider): Must be 11 digit and numeric start with 0, (example: 01915931490) : মোবাইল নম্বর অবশ্যই ১১ ডিজিটের হতে হবে যেখানে অনলাইন সার্ভিস থাকবে;
- Bkash/rocket/nagad/sure cash (any one): বিকাশ/নগদ/রকেট/শিওরক্যাশ যেকোন একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট থাকতে হবে।
- District Name (Mandatory) : জেলার নাম অবশ্যই দিতে হবে;
- Upazila/Thana Name (Mandatory) : উপজেলার নাম অবশ্যই দিতে হবে;
- Designation (Mandatory) : পদবি অবশ্যই দিতে হবে;
- Matching: NID, Name in NID, and Mobile number must be matched : জাতীয় পরিচয়পত্রের নাম, জন্ম তারিখ ও মোবাইল রেজিষ্ট্রেশন এর নাম ও অন্যান্য তথ্যাদি অবশ্যই মিল থাকতে হবে;
বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
NON-MPO TEACHERS_EMPLOYEE REPORT TO SHED
(নমূনা এক্সেল ফাইল ডাউনলোড করুন)
আপনার জন্য আরও কিছু তথ্য-