মাধ্যমিক ও উচ্চশিক্ষাশিক্ষাঙ্গণ

নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি প্রেরণের নির্দেশ – EXCEL ফরম্যাটসহ

EIIN ধারী শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি ছক মোতাবেক জরুরীভিত্তিতে প্রেরণের নির্দেশ – EXCEL ফরম্যাটসহ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ওয়েবসাইটে প্রকাশিত ২৫ অক্টোবর ২০২০ তারিখের বিজ্ঞপ্তিতে  EIIN আছে এমন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে।

আপনাদের সুবিদার্থে তালিকাটি প্রেরণের জন্য প্রেরণের নির্দেশ – EXCEL ফরম্যাটসহ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হল-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৫ অক্টোবর তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে বলা হয়-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন EIIN ধারী শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক-কর্মচারীদের হালনাগাদ তথ্যাদি জরুরিভিত্তিতে প্রয়ােজন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন নন-এমপিও (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রি কলেজ) শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি

জেলা শিক্ষা অফিসার/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে হালনাগাদ করে সংযুক্ত ছক মােতাবেক

আগামী ৭৫,১১,২০২০ তারিখের মধ্যে Excel এবং PDF file করে ই-মেইলে (ssa@banbeis.gov.bd এবং ds.rnpo@moedu.gov.bd) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

(সংযুক্ত ছকে শিক্ষককর্মচারীর নামের ইংরেজী বানান এনআইডি কার্ডের অনুরূপ হতে হবে এবং প্রদত্ত মােবাইল নাম্বার এনআইডির সাথে মিল থাকতে হবে)।

তথ্য হালনাগাদ সহজীকরণের জন্য ইত: পূর্বে প্রাপ্ত তাঁর জেলার একটি তালিকাও প্রেরণ করা হলাে। প্রকৃত তথ্যাদি সন্নিবেশন করতে এই তালিকায় যােজন/বিয়োজন হালনাগাদ করতে পারবেন। সংযুক্ত বর্ণনা মােতাবেক।

EIIN ধারী শিক্ষা প্রতিষ্ঠানের নন-এম.পি.ও, শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি ছক প্রেরণে যেসকল বিষয় খেয়াল রাখতে হবে-

  • Must be filled in Capital letter: তালিকায় তথ্যগুলো অবশ্যই বড় হাতের অক্ষরে লিখতে হবে;
  • NID/Smart ID (Must be 17 digit/13 digit/10 digit): জাতীয় পরিচয়পত্র/স্মার্ট আইডি নম্বর অবশ্যই ১৭/১৩/১০ ডিজিটের হতে হবে)
  • Date of birth (DOB): dd/mm/yyyy, Mandatory (example: 04/07/1977) : জন্ম তারিখের ফরম্যাট অবশ্যই দিন/মাস/বছর (উদাহরণ: 04/07/197) এভাবে লিখতে হবে।
  • Gender: Mandatory (Male/Female/other) : লিঙ্গ অবশ্যই লিখতে হবে (পুরুষ/মহিলা/অন্যান্য)
  • Mobile No (Online service provider): Must be 11 digit and numeric start with 0, (example: 01915931490) : মোবাইল নম্বর অবশ্যই ১১ ডিজিটের হতে হবে যেখানে অনলাইন সার্ভিস থাকবে;
  • Bkash/rocket/nagad/sure cash (any one): বিকাশ/নগদ/রকেট/শিওরক্যাশ যেকোন একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট থাকতে হবে।
  • District Name (Mandatory) : জেলার নাম অবশ্যই দিতে হবে;
  • Upazila/Thana Name (Mandatory) : উপজেলার নাম অবশ্যই দিতে হবে;
  • Designation (Mandatory) : পদবি অবশ্যই দিতে হবে;
  • Matching: NID, Name in NID, and Mobile number must be matched : জাতীয় পরিচয়পত্রের নাম, জন্ম তারিখ ও মোবাইল রেজিষ্ট্রেশন এর নাম ও অন্যান্য তথ্যাদি অবশ্যই মিল থাকতে হবে;

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

NON-MPO TEACHERS_EMPLOYEE REPORT TO SHED

(নমূনা এক্সেল ফাইল ডাউনলোড করুন)

আপনার জন্য আরও কিছু তথ্য-

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ