নতুন উপবৃত্তির পাসওয়ার্ড পাঠানো হয়েছে – আপনার পাসওয়ার্ড যেভাবে পাবেন
নতুন শিক্ষাবর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা অনলাইন সফটওয়্যার এর এন্ট্রি পাসওয়ার্ড পাঠানো হয়েছে। নতুন সমন্বিত উপবৃত্তির পাসওয়ার্ড পাঠানো প্রসঙ্গে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রােগ্রাম কর্তৃক একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচি সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রােগ্রাম ০১ অক্টোবর ২০২০ প্রকাশিত বিজ্ঞপ্তিতে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার User NameID ও Password প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তি বলা হয়-
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য এইচএসপি MIS এ এন্ট্রির জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার User Name/ID ও Password সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার মেইলে প্রেরণ করা হলাে।
উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ সমতি উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিদানে User Name/ID ও Password সরবরাহ করবেন। এছাড়া প্রয়ােজনীয় ক্ষেত্রে বর্ণিত নীতিমালা অনুসরন করবেন।
১। শিক্ষা প্রতিষ্ঠান User Name/ID ও Password না পেলে নিম্নরূপ তথ্যাদি ৬নং অনুচ্ছেদে প্রদত্ত ই-মেইলে প্রেম করতে হবে।
প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নম্বর, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নাম, ইমেইল নং, প্রতিষ্ঠানের ধরণ (সরকারি/বেসরকারি/এমপিওনিন-এমপিও)।
২। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা User Name/ID ও Password না পেয়ে থাকলে উপজেলা/থানার নাম নং অনুচ্ছেদে প্রদত্ত ই-মেইলে প্রেরণ করতে হবে।
৩। এইচএসপি ও স্কলারশিপ MIS এর URL লিংক http://103.48.16.248:8080/1ISP-MIS/login
৪। প্রশিক্ষণ ও তথ্যের জন্যঃ www.facebook.com/groups/spbnu অনুসৱণ করার জন্য অনুরােধ করা হলাে।
৫। শিক্ষার্থীর তথ্য HSP MIS এন্ট্রি শুরু করার বিষয়ে পরবর্তীতে পত্রের মাধ্যমে অবহিত করা হবে।
৬। User Name/ID ও Password না পেয়ে থাকলে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের জন্য hsp.sstipend@gmail.com ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের জনা hsp.stipend@gmail.com মেইলে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে যােগাযােগের জন্য অনুরােধ করা হলাে।
উপবৃত্তির তথ্য এন্ট্রি করার জন্য ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করুন ভিডিও দেখুন
আপনার জন্য আরো কিছু জরুরী বিজ্ঞপ্তি-
- শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড রেজিষ্টার; বিনামূল্যে ডাউনলোড
- সমন্বিত উপবৃত্তি ফরম: ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির নতুন শিক্ষার্থী অন্তর্ভূক্ত করণ
উপবৃত্তির তথ্য এন্ট্রি সংক্রান্ত যেকোন সহযোগিতা পেতে আমাদের ফেসবুক গ্রুপ (বাংলা নোটিশ) এবং ফেসবুক পেইজ বাংলা নোটিশ এ যোগদান করে মেসেজ করুন।
আমি এখন দশম শ্রেণিতে পড়ি কিন্তু আমি কি আমার বিকাশ আইডি কি নুতুন করে খুলতে হবে