চাকরির বিজ্ঞপ্তিসরকারি চাকরি
এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট(এ.আই.টি) -এ নিয়োগ
এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট(এ.আই.টি) বাংলাদেশ এর একটি সনামধন্য প্রতিষ্ঠান।
এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট(এ.আই.টি) -তে নিয়োগ এর জন্য জরুরি ভিত্তিতে
বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আবেদন করা যাচ্ছে;
আবেদন করতে বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।
পদের নামঃ এরিয়া অফিসার (মার্কেটিং)
যোগ্যতাঃ
- অনার্স/মাস্টার্স বা সমমান।
অভিজ্ঞতাঃ
- অনার্স/মাস্টার্স বা সমমান।
পদসংখ্যাঃ নির্দিষ্ট নয়
বেতনঃ-
- উপযুক্ত প্রার্থীকে আকর্ষনীয় বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
পদের নামঃ ইলেকট্রিশিয়ান
যোগ্যতাঃ
- এস.এস.সি/সমমান এবং কোরিয়ান বা জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউটসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স এর উপর ২ বছরের ট্রেড কোর্সধারী।
অভিজ্ঞতাঃ
- 8 to 10 year(s)
পদসংখ্যাঃ নির্দিষ্ট নয়
বেতনঃ-
- উপযুক্ত প্রার্থীকে আকর্ষনীয় বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
পদের নামঃ মেকানিক
শিক্ষাগত যোগ্যতাঃ –
- এস.এস.সি/সমমান এবং কোরিয়ান বা জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউটসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে যন্ত্র কৌশলের এর উপর ২ বছরের ট্রেড কোর্সধারী।
অভিজ্ঞতাঃ-
- 8 to 10 year(s)
পদসংখ্যাঃ নির্দিষ্ট নয়
বেতনঃ-
- উপযুক্ত প্রার্থীকে আকর্ষনীয় বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
পদের নামঃ ড্রাইভার (ফর্ক লিফট)
শিক্ষাগত যোগ্যতাঃ –
- এস.এস.সি/জে.এস.সি পাশ।
অভিজ্ঞতাঃ-
- 2 to 3 year(s)
পদসংখ্যাঃ নির্দিষ্ট নয়
বেতনঃ-
- উপযুক্ত প্রার্থীকে আকর্ষনীয় বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
পদের নামঃ সিকিউরিটি গার্ড
শিক্ষাগত যোগ্যতাঃ –
- এস.এস.সি/সমমান।
- আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত।
অভিজ্ঞতাঃ-
- এস.এস.সি/সমমান।
- আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত।
পদসংখ্যাঃ নির্দিষ্ট নয়
বেতনঃ-
- উপযুক্ত প্রার্থীকে আকর্ষনীয় বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রের সহিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (ফোন নং সহ), ০২ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদসহ দরখাস্ত আগামী ০৫-০৯-২০ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পাঠাতে হবে। উল্লেখ্য যে, বাছাইকৃত প্রার্থীদেরকেই পরীক্ষার জন্য ডাকা হবে।
সেক্রেটারী
এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট (এআইটি)
আফজা টাওয়ার, ২৭/এফ মনিপুরীপাড়া (৪র্থ তলা), সংসদ ভবন এভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২১৫।
e-mail: ait.hrd1989@gmail.com
Application Deadline : 5 Sep 2020
আপনার জন্য আরো চাকরিঃ