সর্বশেষ আপটেড

Protective measures to stop the spread of coronavirus disease.

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। তোমরা কি ৮ম শ্রেণি ১১শ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ ইংরেজি এর উত্তর সম্পর্কে ধারণা নিতে চাচ্ছো? কিংবা এসাইনমেন্টটি কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে বলবো তোমরা ঠিক ওয়েবসাইটে এসেছো। তোমাদের জন্য আজকের আর্টিকেলটিতে রয়েছে ৮ম শ্রেণির ১১শ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের বাছাইকরা উত্তর- Protective measures to stop the spread of coronavirus disease.

৮ম শ্রেণির ১১শ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট

একাদশ সপ্তাহে অষ্টম শ্রেণীর ইংরেজি চতুর্থ অ্যাসাইনমেন্ট নেয়া হয়েছে পাঠ্যবইয়ের ইউনিট ৪ পিপলস হু মেক এ দিফেরেন্স এর লেসন ৩ Who’s Child is this থেকে নির্ধারণ করা হয়েছে;

শিক্ষার্থীরা অষ্টম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ের চতুর্থ ইউনিটের তিন নম্বর লেশন এর বিভিন্ন পার্টস অধ্যয়ন করার পর নির্ধারিত কাজটি সম্পন্ন করে যথানিয়মে সংশ্লিষ্ঠ বিষয়ে শিক্ষকের নিকট জমা দিবে।

নিচের ছবিতে অষ্টম শ্রেণির একাদশ সপ্তাহের ইংরেজি বিষয়ের এসাইনমেন্ট বিস্তারিত উল্লেখ করা হলোঃ

Assignment-4

Lesson 3: Hygiene
Priya lives in a village. Now-a-days, she is confined to the four walls as her school has been closed since 17 March 2020. She became scared when she came to know that a deadly virus named Corona spread all over the world and the Government of Bangladesh requested people to stay at home to stop the spread widely. To maintain personal health and hygiene, people need to eat nutritious food and take regular physical exercise, wash hands frequently and maintain social distance to be safe. However, it makes her sad seeing many people not following the safety rules.

Indicator :
Students will be awarded ‘Excellent’ for relevant and information, appropriate content & grammar, spelling, punctuation, complete communication, and creativity.

৮ম শ্রেণির ১১শ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের বাছাইকরা উত্তর

COVID-19 is a disease caused by a new coronavirus, which has not been previously identified in humans. In most cases, COVID-19 causes mild symptoms including dry cough, tiredness, and fever, though fever may not be a symptom for some older people. Other mild symptoms include aches and pains, nasal congestion, runny nose, sore throat, or diarrhea. Some people become infected but don’t develop any symptoms and don’t feel unwell. In more severe cases, the infection can cause pneumonia or breathing difficulties. More rarely, the disease can be fatal.

The virus is transmitted through direct contact with respiratory droplets of an infected person (generated through coughing and sneezing), and touching surfaces contaminated with the virus. The COVID-19 virus may survive on surfaces for several hours, but simple disinfectants can kill it.

Here are ten precautions you and your family can take to avoid infection:

  1. Wash your hands frequently using soap and water or an alcohol-based hand rub.
  2. Cover mouth and nose with flexed elbow or tissue when coughing or sneezing.
  3. Dispose of used tissue immediately.
  4. Avoid close contact with anyone who has cold or flu-like symptoms.
  5. Seek medical care early if you have a fever, cough, or difficulty breathing.
  6. Maintain a safe distance from anyone who is coughing or sneezing.
  7. Stay home if you feel unwell.
  8. Clean and disinfect frequently touched surfaces every day.
  9. Always carry a hand sanitizer, pack of disposable tissues, and disinfecting wipes.
  10. Follow the facility guidelines on any visit requirements, including screening and wearing a mask.

Older people and people of all ages with pre-existing medical conditions (such as diabetes, high blood pressure, heart disease, lung disease, or cancer) appear to develop serious illness more often than others.

আরো দেখুন-

তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন নামকরা বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত আলোচনা করছে।

তুমিও যোগ দিয়ে বিভিন্ন তথ্য পেতে পারো- গ্রুপ লিংক- facebook.com/groups/banglanoticeনিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ