সর্বশেষ আপটেড

Duty of Parents and Teachers for a Child

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। তোমরা কি ৭ম শ্রেণি ১১শ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ ইংরেজি এর উত্তর সম্পর্কে ধারণা নিতে চাচ্ছো? কিংবা এসাইনমেন্টটি কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে বলবো তোমরা ঠিক ওয়েবসাইটে এসেছো। তোমাদের জন্য আজকের আর্টিকেলটিতে রয়েছে ৭ম শ্রেণির ১১শ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের বাছাইকরা উত্তর- Duty of Parents and Teachers for a Child. 

৭ম শ্রেণির ১১শ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট

একাদশ সপ্তাহে সপ্তম শ্রেণীর ইংরেজি চতুর্থ অ্যাসাইনমেন্ট নেয়া হয়েছে পাঠ্যবইয়ের ইউনিট ৪ পিপলস হু মেক এ দিফেরেন্স এর লেসন ৩ Who’s Child is this থেকে নির্ধারণ করা হয়েছে;

শিক্ষার্থীরা সপ্তম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ের চতুর্থ ইউনিটের তিন নম্বর রেশন এর বিভিন্ন পার্টস অধ্যয়ন করার পর নির্ধারিত কাজটি সম্পন্ন করে যথানিয়মে সংশ্লিষ্ঠ বিষয়ে শিক্ষকের নিকট জমা দিবে।
নিচের ছবিতে সপ্তম শ্রেণির একাদশ সপ্তাহের ইংরেজি বিষয়ের এসাইনমেন্ট বিস্তারিত উল্লেখ করা হলোঃ

শ্রেণিঃ ৭ম, বিষয়ঃ ইংরেজি, অ্যাসাইনমেন্ট নং-০৪, ইউনিট: ৪ (Peoples Make Differences লেসন বা অধ্যায়ঃ ০৩ (Who’s Child is this)

Read the poem attentively and critically. Now-

  1. Write a summary with a suitable title except “Whose Child is This”
  2. Explain whose contribution is the most to build up a child? Give your own reasons.

Assessment Rubrics :

  • Suitable title, the main idea of the poem-(i) parents’ contribution, (ii) teachers’ contribution, (iii) combined contribution of parents and teachers clearly narrated.
  • Explaining question no 2 with critical thinking and creativity
  • Sentences grammatically correct
  • Correct spelling

৭ম শ্রেণির ১১শ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের বাছাইকরা উত্তর

Duty of Parents and Teachers for a Child

It is the duty of parents to look after the proper physical and mental growth of a child. Every child should be facilitated with sports and games. They must be given the knowledge of leading a hygienic life with a suitable dress. A child should also be taught how to be gentle and kind. In school, a child should gain the best. The teachers must try heart and soul to train them properly. Parents are the first mentor of the child and the teacher is the second mentor of a child. Teachers and parents play vital roles in the holistic development of the child. Both have an immense contribution and responsibility in shaping a child’s personality.

I think the combined combination of parent’s and teacher’s contributions is the most to build up a child. Here is my opinion-

Contribution of parents:

Parents are the child’s first role model. Children behave, react, and imitate the same as their parents. Parents play important role in encouraging and motivating their kids to learn. Good parental support helps children to be positive, healthy, and good lifelong learners. Children acquire skills at the very early stage of their life if the parents are responsive and understanding.

Contribution of Teachers:

Major challenges for teachers are to nurture children’s learning and give them various experiences to face this challenging world. She molds the child to be a responsible and independent learner. The teacher is the first person from whom a child learns his social skills in school. Teachers make him comfortable and guide him through the early concepts and developmental skills of life. Open-minded, well-balanced, and a planned teacher have a great power to bring a positive change in the child’s development. As the child grows and develops mastery in different skills, a teacher becomes a real guide in nurturing his interest and learning to make him more independent.

The combined contribution of parents and teachers:

Trust and mutual understanding between parent and teacher is a real secret of a child’s happy learning. Support and Cooperativeness from parents towards teachers helps a lot to connect, understand and work towards a child. Remarkable positive change is seen in a child if the parents and teacher understand and work hand in hand. A good parent-teacher relationship leads a child to be positive towards attending school.

এই ছিল তোমাদের ৭ম শ্রেণির ১১শ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের বাছাইকরা উত্তর- Duty of Parents and Teachers for a Child. 

আরো দেখুন-

তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন নামকরা বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত আলোচনা করছে।

তুমিও যোগ দিয়ে বিভিন্ন তথ্য পেতে পারো- গ্রুপ লিংক- facebook.com/groups/banglanoticeনিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ