সর্বশেষ আপটেড

One of my favorite dishes and its preparing methods

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। তোমরা কি ৮ম শ্রেণির ৮ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট ২০২১ এর উত্তর সম্পর্কে ধারণা নিতে চাচ্ছো? কিংবা অ্যাসাইনমেন্টটি কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে বলবো তোমরা ঠিক ওয়েবসাইটে এসেছো। তোমাদের জন্য আজকের আর্টিকেলটিতে রয়েছে- One of my favorite dishes and it’s preparing methods.

৮ম শ্রেণির ৮ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট

অষ্টম সপ্তাহে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পাঠ্যবইয়ের UNIT-2: Food & Nutrition এর পাঠ-১ থেকে পাঠ-৫ সংক্ষিপ্ত পাঠ্যসূচি হিসেবে নির্ধারণ দ্বিতীয় এসাইনমেন্ট দেয়া হয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস অধ্যায়ন করার পর একটি সুস্বাদু খাবার প্রস্তুত করার প্রক্রিয়া লিখে এসাইনমেন্ট সম্পন্ন করবে।

শিক্ষার্থীরা খাবারটি বানানোর প্রক্রিয়াগুলো খুব সতর্কতার সাথে অনুসরণ করে তা সঠিকভাবে ব্যক্ত করতে হবে।

Class: Eight, Assignment Serial: Assignment-2, Unit and Unit Tittle: Unit-2: Food and nutrition;

Lesson no and Title Lesson-1: Good Food, Lesson-2: Kind good food, Lesson-3: Our daily diet, Lesson-4: A delicious dish, Lesson-5: A little Plant;

Assignment: Think about one of your favorite dishes. Talk to one of your family members who knows cooking and note it down. Then prepare the dish. Now narrate the steps how you have prepared the dish.

Instruction: Students will observe all the steps carefully and narrate accordingly.

Assessment Rubrics

  • Excellent: Students will be awarded “Excellent for relevant information, appropriate content & grammar, spelling, punctuation, complete communication, and creativity.
  • Very Good: Students will get “Very Good’ for relevant information, appropriate content, and grammar, spelling, punctuation, partial communication, and creativity.
  • Good: Students will be awarded “Good for inadequate content, errors in grammar, spelling & punctuation mistakes, less communication, and creativity.
  • Needs Improvement: Students will be awarded “Needs Improvement for irrelevant information, inappropriate content, frequent grammar, spelling and punctuation mistakes along with incomplete communication and creativity.

৮ম শ্রেণির ৮ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট ২০২১ এর উত্তর

One of my favorite dishes and its preparing methods.

My favorite dish is payesh. Payesh is one of the most loved dessert recipes in Bengal. It is a Bengali quintessential Bengali delicacy. It is impossible to imagine any occasion or festival without this sweet dessert item. All you need is rice, milk, cardamom, jaggery, and your favorite dry fruits for garnishing.

To prepare payesh, the ingredients are here:

  • 1 cup rice
  • 3 tablespoon ghee
  • 2/3 cup sugar
  • 4 grams Spice cardamom
  • some chopped cashews
  • Sliced pistachios
  • Some sliced Almonds.

Now we’re going to prepare the payesh and the steps are given below:

To prepare the yummy dessert recipe, firstly we have to rinse rice and soak it in 1/2 cup of water for 30 minutes. After 30 minutes, drain the water, add ghee to the rice and keep it aside.
Now we have to take a pan. Pour the milk into it and keep stirring. Turn on the stove and keep the gas flame medium-high. When the milk starts reduced, turn the flame low and pour the ghee-mixed rice into it. Now keep stirring until it reduced to almost half.
When it is almost half, add sugar and cook for another 2 minutes. Then add cardamom powder and stir well. After sometimes turn off the gas flame and garnish the sweet delicious recipe with cashew nuts, pistachios, and almonds. Finally, the payesh is ready to serve.

এই ছিল তোমাদের ৮ম শ্রেণির ৮ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট ২০২১ এর উত্তর-One of my favorite dishes and its preparing methods.

আরো দেখুন-

প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং বাংলা নোটিশ ডটকমের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নিয়মিত অ্যাসাইনমেন্ট ডাউনলোড করার জন্য  BanglaNotice.com, SoftDows.com এবং dshe.gov.bd এর ওয়েবসাইট ভিজিট করুন। সেইসাথে এসাইনমেন্ট সংক্রান্ত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য বাংলার নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ