২০২০ সালের এইচএসসি বৃত্তির কোটা বন্টনের জন্য তথ্য চেয়েছে মাউশি
২০২০ সালের এইচএসসি বৃত্তির কোটা বন্টনের জন্য তথ্য চেয়েছে মাউশি: ২০২০ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অটো পাশ হওয়া শিক্ষার্থীদের বৃত্তির প্রদানের লক্ষ্যে শিক্ষাবোর্ড সমূহের কাছে তথ্য চেয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
০৪ মার্চ ২০২১ মাউশি উপপরিচালক মোঃ নুরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়।
মাউশির প্রদত্ত বিজ্ঞপ্তিতে শিক্ষাবোর্ড সমূহের চেয়ারম্যানদের প্রতি ২০২০ সালের এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ বিজ্ঞপ্তিতে বলা হয়-
রাজস্ব খাতভূক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টনের জন্য ২০২০ সালের এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্যদি নিমােক্ত ‘নমুনা ছক অনুসারে আগামী ১১/০৩/২০২১ তারিখের মধ্যে সফট কপি ই-মেইলে (dd_plan_pbm@yahoo.com) এবং হার্ড কপি মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
প্রদত্ত তালিকায় এইচ.এস.সি পরীক্ষা-২০২০ যেসকল তথ্য চাওয়া হয়েছে-
- বাের্ডের নাম;
- মােট নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা;
- মােট নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা;
- শুধুমাত্র জিপিএ-৫ প্রাপ্ত নিয়মিত উত্তীর্ণ;
- জিপিএ-৫ ব্যতীত নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা;
- মন্তব্য;
২০২০ সালের এইচএসসি বৃত্তির কোটা বন্টনের জন্য তথ্য চেয়েছে মাউশির বিজ্ঞপ্তিটি
আপনার জন্য আরও কিছু তথ্য:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
আমাদের আরও কিছু ওয়েবসাইট: সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;