এমপিও কমিটির বিশেষ সভা আগামীকাল – মাউশি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের এমপিও কমিটির বিশেষ সভা আগামীকাল ১৬ মে ২০২০ বেলা ১১ ঘটিকায় অনলাইন কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
এমপিও কমিটির এই সভায় নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অথবা এমপিওর স্তর পরিবর্তন কৃত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা প্রদান নিয়ে আলোচনা করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মারফত এমন তথ্য জানা যায়।
প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন নতুন এমপিওভুক্ত ও এমপিওর পরিবর্তনকৃত শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদির সরকারি অংশ প্রদান বিষয়ে অনলাইনে এমপিও আবেদন অনুমোদনের নিমিত্তে করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বিশেষ সভা প্রফেসর ডঃ সৈয়দ মো গোলাম ফারুক মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা এর সভাপতিত্বে আগামী ২০২০ শনিবার বেলা ১১ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
সবার সদস্যবৃন্দকে ভিডিও কনফারেন্সের যুক্ত হওয়ার জন্য তাদের ইমেইল ঠিকানায় যথাসময়ে একটি লিঙ্ক প্রেরণ করা হবে।
এমপিও কমিটির বিশেষ সভায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তা হলো-
১. নতুন এমপিওভুক্ত ও এমপিওর স্তর পরিবর্তন কৃত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের এমপিও (বকেয়াসহ)
২. বিবিধ
শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ লাইক দিয়ে রাখুন এবং গ্রুপে যুক্ত হন।