২০১৯ সালে পিইসি ও জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ
২০১৯ সালে যে সকল শিক্ষার্থীকে অন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার এবং জেএসসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত হয়েছেন তাদের ব্যাংক একাউন্ট খুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব পোর্টালে আপলোড করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
- আরও পড়ুন: ২০১৯ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্তদের করণীয় (ব্যাংক একাউন্ট ও তথ্য জমা)
আগামী ০৫-০৬-২০২০ তারিখের মধ্যে EMIS Cell আপলোড করতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১০ মে ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়।
২০১৯ সালের পিএসসি ও জেএসসি পরীক্ষা রাজস্ব খাতভুক্ত বৃত্তিপ্রাপ্ত (সাধারণ ও মেধা) শিক্ষার্থীদের বরাদ্দকৃত অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক জি-টু-পি (EFT) এর আওতায় অনলাইনে শিক্ষার্থীদের ব্যাংক হিসেবে প্রেরণ করা হবে।
এ লক্ষ্যে প্রতিষ্ঠানক প্রধানগণকে ২০১৯ সালে পিইসি ও জেএসসি পরীক্ষার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের একক অভিভাবকদের যৌথ নামে বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন যেকোনো তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকে আগামী ০৩-০৬-২০২০ তারিখের মধ্যে অনলাইন স্কুল ব্যাংক হিসাব ব্যাংক হিসাব খোলা এবং পরবর্তী ব্যাংক হিসাব নম্বর আগামী ০৫-০৬-২০২০ তারিখের মধ্যে MIES আপলোড করার নির্দেশ দেওয়া গেল। MIES সফটওয়্যার মাউশি অধিদপ্তর EMIS হতে দেখার সময় আপলোড করা হবে।
তথ্য প্রেরণের ক্ষেত্রে এই নিম্নের বিষয়গুলো নিশ্চিত হয়ে আপলোড করতে হবে-
১. বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মৃত ধারাবাহিকভাবে অধ্যায়নরত আছে কিনা;
২. পাঠ বিরতি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ করা যাবে না।
৩. শিক্ষার্থীদের নামীয় অনলাইন ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করা।
এই বিষয়ে কোন ধরনের ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধানগণ ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন।
শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের পেইজ টি লাইক দিয়ে রাখুন এবং ফলো করে রাখুন।