৭ম শ্রেণির ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ইংরেজি এবং চারু ও কারুকলা
সপ্তম শ্রেণির সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের এসাইনমেন্ট প্রকাশের ধারাবাহিকতায় অষ্টম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২০ জুন ২০২১ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। যেখানে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি এবং চারু ও কারুকলা বিষয়ের অ্যাসাইনমেন্ট রয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অ্যাসাইনমেন্ট প্রকাশের গ্রিড বা রুটিন অনুযায়ী ২০২১ শিক্ষাবর্ষের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের অষ্টম সপ্তাহের এই এসাইনমেন্ট প্রকাশ করা হয়। অন্যান্য সপ্তাহের মতো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ৮ম সপ্তাহের ইংরেজি এবং চারু ও কারুকলা বিষয়ের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে যথা নিয়মে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের নিকট জমা দিতে হবে।
শিক্ষকগণ অ্যাসাইনমেন্ট পেপার এ উল্লেখিত মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে অষ্টম সপ্তাহের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবেন। মূল্যায়নের পর শিক্ষকগণ শিক্ষার্থীদের প্রতি উত্তম, উত্তম, ভালো, ও অগ্রগতি প্রয়োজন হিসেবে চিহ্নিত করে তথ্য সংরক্ষণ করবেন।
৭ম শ্রেণি ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১
২০২১ সালের অষ্টম সপ্তাহে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পাঠ্যবই এর তৃতীয় এসাইনমেন্ট এবং চারু ও কারুকলা বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৭ মার্চ ২০২১ দ্বিতীয় সপ্তাহে ইংরেজি বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট A map of the way to My School and Dialogue with Directions to my school এবং ৬ষ্ঠ সপ্তাহে দ্বিতীয় এসাইনমেন্ট Meaning Synonym part of speech and meaningful sentences দেওয়া হয়েছিল।
চতুর্থ সপ্তাহের চারু ও কারুকলা বিষয়ের প্রথম এসাইনমেন্ট চারু ও কারুকলা জীবন যাপনকে সুন্দর ও রুচিশীল করে এবং সমাজকে সুন্দরভাবে গড়তে সাহায্য করে- ব্যাখ্যা দেয়া হয়েছিল।
৮ম সপ্তাহে সপ্তম শ্রেণি অ্যাসাইনমেন্ট ২০২১
মহামারী করোনাভাইরাস এর সামাজিক সংক্রমণ ঠেকাতে ২০২০ সালের মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মূল্যায়ন লক্ষ্যে প্রকাশিত ধারাবাহিক অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি এবং চারু ও কারুকলা বিষয়ের একটি করে নির্ধারিত কাজ দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে সপ্তম শ্রেণির অষ্টম সপ্তাহের বিষয়সমূহের নির্ধারিত কাজ অন্যান্য শ্রেণীর অ্যাসাইনমেন্ট এর সাথে দেয়া হয়েছিল। বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অষ্টম সপ্তাহের বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট আলাদা পিডিএফ আকারে দেওয়া হল।
এখানে বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট এবং এই পোস্টের শেষে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের অষ্টম সপ্তাহের ইংরেজি এবং চারু ও কারুকলা বিষয়ের অ্যাসাইনমেন্ট এক পাতায় ডাউনলোড করতে পারবে।
৭ম শ্রেণির ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ইংরেজি
অষ্টম সপ্তাহে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পাঠ্যবই থেকে তৃতীয় এসাইনমেন্ট দেয়া হয়েছে ইউনিট-৩ হোয়াট আর ফ্রেন্ড ফর থেকে। এই সপ্তাহের শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ের ইউনিট ৩ লেসন ৪ A Sad Day for Farabi এবং অন্যান্য লেসন অধ্যয়ন করার পর অ্যাসাইনমেন্টের উত্তর লিখবে।
নিচের ছবিতে সপ্তম শ্রেণির অষ্টম সপ্তাহের ইংরেজি বিষয়ে তৃতীয় এসাইনমেন্ট দেয়া হলো এবং এরপর বিস্তারিত এসাইনমেন্ট উল্লেখ করা হলো।
এখানেই শিক্ষার্থীরা মহামারী পরিস্থিতিতে বন্ধুদের জন্য তিনটি কার্যক্রম তালিকা তৈরি করবেন অ্যাসাইনমেন্টে দেওয়া প্রশ্নের আলোকে। শিক্ষকগণ প্রদত্ত অ্যাসাইনমেন্ট রুবিক্স অনুসরণ করে শিক্ষার্থীদের প্রদত্ত উত্তর মূল্যায়ন করবেন।
Assignment Serial: 3, Chapter and Title of the Chapter: Unit- 3: What are friends for?
Lesson no and Title: Lesson-4: A Sad day of Farabi Other lessons, Lesson-1: Prize-giving day at school Lesson 2: Flora’s first day at school (1), Lesson 3: Flora’s first day at school (2), Lesson 5: The best friend;
Assignment: Make a list of three activities that you can do for your friends during the present pandemic situation.
Of the three activities: 1. Which one do you prefer most? 2. What problems may you face to fulfill? 3. How do you solve the problems?
একটি সেরা নমুনা উত্তর দেখুনঃ A list of three activities that I can do during the present pandemic situation.
Instruction: The teacher will check students’ answer scripts following assessment rubrics.
৭ম শ্রেণি ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ চারু ও কারুকলা
সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৮ম সপ্তাহে চারু ও কারুকলা বিষয়ের দ্বিতীয় অধ্যায় চিত্রকলা সর্বকালে সব মানুষের ভাষা এর পাঠ-১ ও পাঠ-২ থেকে পাঠ্য পুস্তকের শেষে দেয়া দৃশ্য, পারিপার্শিক অনুষঙ্গ/প্রয়োজনবোধে ইন্টারনেট ব্যবহার করে নির্ধারিত কাজটি করবে।
নিচের ছবিতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের চারু ও কারুকলা বিষয়ের অষ্টম সপ্তাহের এসাইনমেন্ট দেয়া হলো এবং বিস্তারিত উল্লেখ করা হলো।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২, অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম দ্বিতীয় অধ্যায়: চিত্রকলা সর্বকালে সব মানুষের ভাষা;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠনম্বর ও বিষয়বস্তুঃ পাঠ-১, পাঠ-২;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ ঘর-বাড়ি, গাছ-পালাসহ এমন একটা দৃশ্য পেন্সিল বা রং পেন্সিল/প্যাস্টেলের মাধ্যমে আঁক যা দেখে সবাই বুঝতে পারে এটা তােমার দেখা কোন গ্রাম বা মহল্লা।
নির্দেশনাঃ পাঠ্যপুস্তকের শেষে দেয়া দৃশ্য, পারিপার্শ্বিক অনুষঙ্গ প্রয়ােজনবােধে ইন্টারনেটের ব্যবহার।
একটি বাছাইকরা নমুনা উত্তর দেখুনঃ পেন্সিল, রং পেন্সিল ও প্যাস্টেলে আঁকা কয়েকটি গ্রাম বা মহল্লার ছবি
৭ম শ্রেণির ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ইংরেজি এবং চারু ও কারুকলা পিডিএফ ডাউনলোড
সুপ্রিয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য অষ্টম সপ্তাহের নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট এক পাতায় পিডিএফ আকারে দেয়া হলো। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে তোমরা ৭ম শ্রেণির ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ইংরেজি এবং চারু ও কারুকলা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে।
প্রতি সপ্তাহের সকল শ্রেণীর অ্যাসাইনমেন্ট সবার আগে পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।