২৬ জুলাই থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রস্তুত করেছে যা আগামী ২৬ জুলাই ২০২১ থেকে প্রকাশিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ের ২০২১ সালের জেএসসি ও এসএসসি পরীক্ষা সংক্রান্ত অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম ফিলাপ কৃতি শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা ১৫ সপ্তাহের ত্রিশটি অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হবে।
উচ্চ মাধ্যমিক স্তরে অধ্যায়নরত সরকারি বেসরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের বিভাগীয় নৈর্বাচনিক বিষয় সমূহ এর নির্ধারিত অ্যাসাইনমেন্ট সমূহ সম্পন্ন করবেন। শিক্ষার্থীদের নির্ধারণ করা নৈর্বাচনিক বিষয় এর প্রতিটি পত্রের ৬টি করে এসাইনমেন্ট দেয়া হবে যা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিতে হবে।
এইচএসসি সমমানের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষার্থীদের মত প্রতি সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট করবেন যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং বাংলা নোটিশ ডটকমের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে উচ্চ মাধ্যমিক স্তরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট সময় নির্ধারণ করা হবে এবং এর মাধ্যমে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করার ব্যবস্থা করা হবে।
এইচএসসি পরীক্ষা ২০২১ এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আবশ্যিক বিষয় যেমন বাংলা, ইংরেজি, গণিত ধর্ম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট করা হবে না বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট পাওয়ার নিয়ম
২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের পরীক্ষার্থীদের সপ্তাহিক অ্যাসাইনমেন্ট সমূহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে এবং বাংলা নিউজ ডটকমের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট গুলো একসাথে দেয়া হয় বিধায় শিক্ষার্থীরা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহজে সেগুলো বুঝতে কষ্ট হয়।
শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কথা বিবেচনা করে নোটিশ ডট কম-এ বিভাগ ভিত্তিক বিষয়ভিত্তিক এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সমূহ প্রকাশ করার ব্যবস্থা করবে।
সবার আগে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।
[ninja_tables id=”9546″]