১৮ জুলাই থেকে শুরু হবে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট
কোভিড-১৯ অতিমারির এর কারণে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিকল্প মূল্যায়নের লক্ষ্যে ১২ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ প্রক্রিয়া শুরু হবে আগামী ১৮ জুলাই ২০২১ থেকে। আজ মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে ১৮ জুলাই থেকে শুরু হবে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট সংক্রান্ত তথ্য নিশ্চিত করেন।
১৫ জুলাই ২০২১ তারিখে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন প্রেস ব্রিফিংয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এবং প্রেসব্রিফিংয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভাগীয় বিষয়সমূহের মোট ১২ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশের কথা নিশ্চিত করেন।
- আরও দেখুনঃ এসএসসি ২০২১ এর সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস
কোভিড-১৯ এর কারণে পরীক্ষা গ্রহণ সম্ভব না হলে প্রকাশিত ১২ সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর প্রাপ্ত মূল্যায়ন ফলাফলের উপর এবং আবশ্যিক বিষয় সমূহে দৈবচয়ন পদ্ধতিতে নম্বর প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে তিনি জানান।
কোভিড ১৯ অতিমারির কারণে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথ পালনপূর্বক নিয়মিত অ্যাসাইনমেন্ট বিতরণ করা হবে এবং সেগুলো গ্রহণ করে শিক্ষকগণ মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করবেন।
এসএসসি পরীক্ষা ২০২১ এর জন্য নির্ধারণ করা নিয়মিত এ্যাসাইনমেন্ট বাংলা নোটিশ ডট কম প্রকাশ করা হবে। তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে এ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ের তথ্য পেতে পারেন।
প্রতি সপ্তাহে ২০২১ এসএসসি পরীক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।